Tag: পার্বত্য চট্টগ্রাম

  • পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠির রাজনৈতিক ক্ষমতায়নে সরকারকে সহযোগিতা প্রয়োজন: কুজেন্দ্র লাল ত্রিপুরা

    পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠির রাজনৈতিক ক্ষমতায়নে সরকারকে সহযোগিতা প্রয়োজন: কুজেন্দ্র লাল ত্রিপুরা

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সদরের ছয়টি প্রত্যন্ত পাহাড়ি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেছেন, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এর ফলে চেলাছড়া, লারমা পাড়া, পল্টনজয় পাড়া, হাপং পাড়া, খামার পাড়া ও বেলতলী পাড়ার প্রায় ছয়’শ পরিবার বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে।

    এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পদ-মর্যাদায় শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠির রাজনৈতিক ক্ষমতায়নে সরকারকে সহযোগিতা করতে হবে। বাঙালি জনগোষ্ঠির প্রতি হিংসার মনোভাব পরিহার করে নিজেদের সার্বিক উন্নয়নে মনোযোগী হওয়াটাই বাঞ্চনীয়।

    শনিবার দুপুরে চেলাছড়া গ্রামে গ্রামবাসীর উপস্থিতিতে আয়োজিত বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী সভায় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা আরো বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসার আগে দেশের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ সংযোগের আওতার বাইরে ছিল। গত এক দশকে দেশের পাহাড়-সমতল সব এলাকায় সমভাবে উন্নয়ন সম্প্রসারিত হচ্ছে। তারই আওতায় খাগড়াছড়ি জেলার প্রায় সব এলাকায় দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ পৌঁছে যাবে।

    তিনি জাতির পিতার জন্ম শতবর্ষ উপলক্ষে সরকার প্রধানের অঙ্গীকার বাস্তবায়নে সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে ‘পাহাড়ি-বাঙালি’ সকল মানুষকে ঐক্যবদ্ধ হবারও আহ্বান জানান।

    পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, পার্বত্য জেলা পরিষদ সদস্য অধ্যাপক নীলোৎপল খীসা, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার এবং পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ সম্প্রসারণ প্রকল্পে-এর সহকারি প্রকৌশলী যত্ন মানিক চাকমা।

    সমাজকর্মী ও শিক্ষক আশাপ্রিয় ত্রিপুরা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে সংসদ সদস্যের সহধর্মীনি মল্লিকা ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র, জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. আশুতোষ চাকমা, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক দীনময় রোয়াজা, জেলা পরিষদ সদস্য শুভমঙ্গল চাকমা, শতরুপা চাকমা ও খোকনেশ^র ত্রিপুরা উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথি সভা শুরু হবার আগে বৈদ্যুতিক সুইচ টিপে বাতি জ্বালানোর মাধ্যমে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

  • ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৩ বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে কর্মসূচি গ্রহণ

    ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৩ বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে কর্মসূচি গ্রহণ

    খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৩ বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২ ডিসেম্বর খাগড়াছড়িতে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচি পালন করা হবে।

    কর্মসূচির মধ্যে রয়েছে আলোকসজ্জা, কেক কাটা, আলোচনা সভা ও মাস্ক বিতরণ। এছাড়াও প্রতিটি সরকারি ভবন থেকে ২৩টি করে ফানুস উড়ানো এবং কমপক্ষে ৯টি ঘরহীন পরিবারকে বসতবাড়ি নির্মান করে দেয়া হবে।

    আজ বুধবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে শান্তিচুক্তি উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

    সভায় বিভিন্ন বিভাগীয় প্রধান, সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/প্রদীপ

  • পার্বত্য চট্টগ্রামের প্রভাবশালী রাজনীতিক তাতিন্দ্র লাল চাকমা আর নেই

    পার্বত্য চট্টগ্রামের প্রভাবশালী রাজনীতিক তাতিন্দ্র লাল চাকমা আর নেই

    খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা)’র কেন্দ্রীয় সভাপতি তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে আর নেই। ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    পিসিজেএসএস (এমএন লারমা)’র একটি সূত্র জানিয়েছে, ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি গত দুই সপ্তাহের অধিক সময় ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাতিন্দ্র লাল চাকমার মৃত্যুতে দলীয় নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

    জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ মঙ্গলবার সর্বশেষ অনুষ্ঠিত দলটির ১২তম সম্মেলনে তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে জেএসএস (এমএন লারমা)’র কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। এর আগে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস থেকে ২০১০ সালে বেরিয়ে জেএসএস (এমএন লারমা) গঠন করেন।

    তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরের আগ পর্যন্ত সন্তু লালমা’র নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র শাখা ‘শান্তিবাহিনীর’ সহকারি ফিল্ড কমান্ডারের দায়িত্ব ছাড়াও চুক্তি’র পরে প্রকাশ্য রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা পারণ করেন।

    এদিকে জনসংহতি সমিতি (এম এন লারমা)-এর একাধিক সূত্রের সাথে কথা বলে জানা যায়, কেন্দ্রীয় সভাপতি তাতিন্দ্র লাল চাকমার মৃত্যুর ঘটনায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আপাতত সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি সুভাষ কান্তি চাকমা ওরফে পরিচয় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
    ২৪ ঘণ্টা/এম আর