Tag: পার্বত্য জেলা পরিষদ

  • মুজিববর্ষ: খাগড়াছড়ির ১০ গণপাঠাগারকে ৫ লক্ষ টাকার বই দেবে জেলা পরিষদ

    মুজিববর্ষ: খাগড়াছড়ির ১০ গণপাঠাগারকে ৫ লক্ষ টাকার বই দেবে জেলা পরিষদ

    খাগড়াছড়ি প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু’র জন্ম শতবর্ষ উপলক্ষে আগামী ২১ ফেব্রুয়ারি জেলার ১০টি বেসরকারি গণপাঠাগারকে পাঁচ লক্ষ টাকার বই প্রদান করবে পার্বত্য জেলা পরিষদ।

    শুক্রবার জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে জেলা গণগ্রন্থাগার হল রুমে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

    তিনি পর্যায়ক্রমে জেলার প্রত্যন্ত এলাকার সক্রিয় সব গণপাঠাগারের ভবন নির্মাণ, অসমাপ্ত কাজ শেষ করা এবং নতুন নতুন গণপাঠাগার সৃষ্টিতে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
    জেলা পরিষদের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তাা টিটন খীসা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃণা চাকমা।

    জেলা গ্রন্থাগার কর্মকর্তা ওয়েন চাকমা’র স্বাগত বক্তব্য দিয়ে সূচিত সভায় গণগ্রন্থাগারের নিয়মিত পাঠক, রচনা প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

  • রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে রাউজান উপজেলা আ.লীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

    রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে রাউজান উপজেলা আ.লীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। এ সময় অংসুই প্রু চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

    ১৩ ডিসেম্বর (রবিবার) সকাল ৯ টায় কাউখালী উপজেলার বেতবুনিয়াস্থ অংসুইপ্রু চৌধুরীর বাসভবনে শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সি. সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি, পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক উত্তর জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দীপু, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, রাউজান সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক মো. ফয়সাল প্রমুখ।

  • খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগে অক্সিজেন কনসেনট্রেট ডিভাইস হস্তান্তর পার্বত্য জেলা পরিষদের

    খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগে অক্সিজেন কনসেনট্রেট ডিভাইস হস্তান্তর পার্বত্য জেলা পরিষদের

    খাগড়াছড়ি প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণের মহামারীর এ সময়ে সবচেয়ে বেশী জরুরী অক্সিজেন সরবরাহ। দেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সেবা দেয়া সম্ভব হচ্ছে না অক্সিজেনের অভাবে। তবে এখনও পর্যন্ত ভাল অবস্থানে রয়েছে পাহাড়ী জেলা খাগড়াছড়ির চিকিৎসা ব্যবস্থা ও প্রয়োজনীয় সরঞ্জামের যোগান। আর এর পেছনে সবচেয়ে বেশী কাজ করে যাচ্ছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

    খাগড়াছড়ি জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার অনেক আগ থেকেই চিকিৎসা ব্যবস্থায় সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষে নজর রেখে যাচ্ছেন নিয়মিত।

    চিকিৎসক ও সংশ্লিষ্টদের নিরাপত্তার জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই, বিভিন্ন সরকারি বেসরকারি দফতর ও জনগুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক বুথ স্থাপন ও হাসপাতাল গুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে যাচ্ছেন।

    এরই ধারাবাহিকতায় এ বার খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করলেন অক্সিজেন কনসেনট্রেট মেশিন।

    বৃহস্পতিবার (২ জুলাই) সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশের কাছে এ মেশিনটি হস্তান্তর করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

    এতে করে খাগড়াছড়ি জেলা অক্সিজেন সরবরাহে একধাপ এগিয়ে গেল।

    এ ছাড়া পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী অপুর দেয়া ২০ টি অক্সিজেন সিলিন্ডার ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার দেয়া অক্সিজেন সিলিন্ডার আশার আলো দেখাচ্ছে চিকিৎসা সেবা ব্যবস্থায়।

    খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অক্সিজেন কনসেনট্রেটের যে মেশিনটি দিয়েছেন সেটি সময়পোযুগী একটি সরঞ্জাম। করোনা ভাইরাসে আক্রান্ত কঠিন রোগীদের অধিকাংশের বেলায় অক্সিজেন জরুরী একটি উপকরণ। খাগড়াছড়ি জেলায় আপাতত কঠিন কোন রোগী না থাকলেও পূর্বপ্রস্তুতি হিসেবে পার্বত্য জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ড যেভাবে এগিয়ে এসেছে সেটি ইতিবাচক দিক।

    অক্সিজেন কনসেনট্রেট মেশিন রিফিল সম্পর্কে তিনি আরও বলেন, এ মেশিন পরিবেশ থেকে অক্সিজেন তৈরী করতে সক্ষম। এতে করে রিফিল করার ঝুঁকি যেমন নেই তেমনি ভাবে প্রকৃতি থেকে এটি প্রতি মিনিটে ৮ লিটার করে অক্সিজেন যোগান দিবে।

    খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, চিকিৎসা ব্যবস্থায় পার্বত্য জেলা পরিষদ সাধ্যমত সরঞ্জাম ও লোকবল দেয়ার চেষ্টা করে যাচ্ছে। সীমিত সম্পদ দিয়ে খাগড়াছড়ির স্বাস্থ্য বিভাগ করোনার মতো মহামারীতে কাজ করে যাচ্ছে। সামনের দিনেও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

  • মহালছড়ির মুবাছড়িতে জেলা পরিষদের ত্রাণ ও প্রযুক্তি সামগ্রী বিতরণ(ভিডিওসহ)

    মহালছড়ির মুবাছড়িতে জেলা পরিষদের ত্রাণ ও প্রযুক্তি সামগ্রী বিতরণ(ভিডিওসহ)

    খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতি-ধর্ম-দল-মত নির্বিশেষে জীবন ও কর্মসহায়ক সামগ্রী বিতরণের অংশ হিশেবে আজ (রোববার) মহালছড়ি উপজেলার মুবাছড়িতে সম্পন্ন হলো বিতরণ কার্যক্রম।

    উপজেলাটির চারটি ইউনিয়নের মধ্যে মুবাছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে পঞ্চাশ পরিবারের মাঝে সবাইকে খাদ্যশস্য ও তৈল প্রদান করা হয়।

    এছাড়া প্রশিক্ষিত তিন নারীকে সেলাই মেশিন, তিন পরিবারকে সোলার এবং ছয় পরিবারকে জীবানুনাশক ছিটানোর স্প্রে মেশিন প্রদান করা হয়।

    এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা, মহালছড়ি প্রেসক্লাব সভাপতি মিল্টন চাকমা, শিক্ষক ও সংগঠক রত্নউজ্জল চাকমাসহ স্থানীয় হেডম্যান-মেম্বারসহ গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, করোনা দুর্যোগ দেখা দেয়ার এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ জেলার ৯টি উপজেলার ৩৮টি ইউনিয়নে বিপুল পরিমাণ খাদ্যশস্য, নগদ অর্থ, সোলার, সেলাই মেশিন এবং জীবানুনাশক ছিটানোর স্প্রে মেশিন বিতরণ করে আসছে।

    ২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ