Tag: পালাক্রমে

  • চান্দগাঁওয়ে এক নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ : আটক ৮

    চান্দগাঁওয়ে এক নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ : আটক ৮

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় এক নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৮ জনকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ।
    শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে। পরে ওই তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নেয়ার পর খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। পালাক্রমে ধর্ষণের সাথে জড়িত ৮ জনকে আটক করতে সক্ষম হয়।
    আটককৃতরা হলেন গনধর্ষন ঘটনার মূল আসামী জাহাঙ্গীর (৩৮), মোঃ ইউসুফ (৩২), মোঃ রিপন (২৭), মোঃ সুজন (২৪), দেবু বড়ুয়া প্রকাশ জোবায়ের হোসেন (৩১), মো. শাহেদ (২৪), রিন্টু দত্ত প্রকাশ বিপ্লব (৩০) ও মনোয়ারা বেগম প্রকাশ লেবুর মা (৫৫)।
    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৮ জনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন।
    তিনি বলেন ভুক্তভোগী ওই নারী গতকাল রাত সাড়ে ১০টার দিকে রাঙ্গুনিয়া থেকে সিএনজি অটোরিকশায় করে শহরে চকবাজারের বাসায় ফিরছিলেন।
    পথে মৌলভী পুকুর পাড়ে অটোরিকশা থামিয়ে ৮ জনের একটি দল তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। রাতে নির্জন স্থানে ওই নারীকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ৮-১০ জনের দলটি।
    খবর পেয়ে শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে আটক করা হয়েছে। বিস্তারিত আরো তথ্য বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে জানানো হবে এমনটাই জানিয়েছেন তিনি।
    ২৪ ঘণ্টা/এন এম রানা