Tag: পালিত

  • রাউজানে কবি নজরুলের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত

    রাউজানে কবি নজরুলের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিনে কবির স্মৃতিবিজড়িত রাউজান পৌরসভার ঢেউয়া হাজীপাড়াস্থ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে রাজনৈতিক, সামাজিক সংগঠন।

    আজ ২৫ মে বুধবার সকালে রাউজানের সংসদ সদস্য, রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিনসহ উপজেলা আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

    এ সময় পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা মরহুম ইউসুফ চৌধুরীর পরিবারবর্গের পক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

    শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আবু ছালেক, ইকবাল হোসেন, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন।

    উল্লেখ্য ১৯৩৩ সালে রাউজান পৌরসভার ঢেউয়া হাজীপাড়ায় দুই দিন অবস্থান করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সে সময় সাহিত্য সম্মেলনে কবিকে দেখতে রাউজানের ঢেউয়া হাজীপাড়া লোকে লোকারণ্যে পরিণত হয়েছিল।

    ২৪ ঘন্টা/নেজাম রানা/রাজীব

  • চুয়েটে বঙ্গবন্ধুর ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ পালিত

    চুয়েটে বঙ্গবন্ধুর ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ পালিত

    চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

    আজ সোমবার (১০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

    এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ছাত্রকল্যাণ পরিচালক উপস্থিত ছিলেন।

    পরে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

    চুয়েটে জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান এবং জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ছিল বাঙালির জন্য এক আনন্দঘন ঐতিহাসিক মুহূর্ত। বঙ্গবন্ধুর স্বদেশে প্রত্যাবর্তনের মাধ্যমে আমাদের স্বাধীনতা পূর্ণতা এসেছিল।

    স্বাধীন দেশে ফিরে বঙ্গবন্ধু যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তা ছিল দেশ গঠনের একটি পূর্ণাঙ্গ গাইডলাইন। কীভাবে ভঙ্গুর অর্থনীতির একটি দেশকে এগিয়ে নিতে হবে এবং বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা তৈরির মাধ্যমে তিনি সুদূরপ্রসারী রূপরেখা দিয়েছিলেন।

    বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত স্বপ্ন তাঁরই সুযোগ্য উত্তরসূরী দেশরত্ন শেখ হাসিনা বাস্তবায়ন করে চলেছেন।”

    চুয়েট ভিসি আরো বলেন, “একটি দেশের উন্নয়নকে টেকসই করতে হলে গবেষণার বিকল্প নেই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমাদের ভূমিকা রাখতে হবে।”

    ২৪ ঘন্টা/নেজাম রানা/প্রিন্স

  • হাটহাজারীতে তথ্য অধিকার দিবস পালিত

    হাটহাজারীতে তথ্য অধিকার দিবস পালিত

    ২৪ ঘণ্টা হাটহাজারী প্রতিনিধি : সংকটকালে তথ্য পেলে, জনগনের মুক্তি মেলে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস সারাদেশের ন্যায়ে চট্টগ্রামের হাটহাজারীতে পালিত হয়েছে।

    এ উপলক্ষ্যে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকার সময় হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

    আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন বলেন, তথ্য অধিকার কি এবং এই আইন সম্পর্কে সকলকে জানাতে হবে।

    প্রশাসনের সকল স্তরে দুর্নীতি রোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং সমাজে সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনের প্রয়োজনীয়তা অপরিসীম। এ আইনের বিষয়ে সচেতন হতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।

    এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,সমবায় কর্মকর্তাসহ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

    ২৪ ঘণ্টা/পারভেজ/রাজীব

  • আজ দক্ষিণ চট্টগ্রামে ৬০ গ্রামে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর/ নামাজ আদায়

    আজ দক্ষিণ চট্টগ্রামে ৬০ গ্রামে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর/ নামাজ আদায়

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ২৪ মে রবিবার দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় ও ঈদ উৎসব পালন করছে।

    সৌদি আরবের সময় অনুসরণ করে প্রায় আড়াইশো বছর ধরে শাহ-সুফি মমতাজিয়া দরবার ও মির্জাখীল দরবারের প্রায় ৬০ গ্রামের মানুষ ঈদ, রোজা, কোরবান পালন করে আসছে।

    জানা যায়, সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফ ও চন্দনাইশ শাহ-সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী চট্টগ্রামের ৭ উপজেলার প্রায় দুই হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।

    আজ রবিবার সকাল ৯টায় চন্দনাইশস্থ কাঞ্চননগর শাহ সুফি জাহাঙ্গিরিয়া মমতাজিয়া দরবার শরীফ ময়দানে সামাজিক দুরত্ব বজায় রেখে শাহ সুফি আলহাজ্ব মওলানা মোহাম্মদ আলী শাহ’র (ম.জ.আ) ইমামতিতে প্রধান ঈদের জামায়ত অনুষ্ঠিত হয় বলে দরবারের সাহেবজাদা মওলানা মতি মিয়া মনসুর জানিয়েছেন।সাতকানিয়া ঈদ উদযাপন

    একই দিন সকাল ৭টায় মির্জাখীল দরবার শরীফ প্রাঙ্গণে দরবার শরীফের পীরজাদা মওলানা ড. মোহাম্মদ মকছুদুর রহমানের ইমামতিতে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

    প্রতিবছর ঈদের জামাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের অনুসারীরা অংশ নিলেও এবার করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে তা হচ্ছে না। সামাজিক দূরত্ব ও সরকারি নির্দেশনা মেনে নিজ নিজ এলাকায় ছোট পরিসরে ঈদের জামাত আয়োজনের নির্দেশনা দিয়েছে দরবার কর্তৃপক্ষ।

    দরবার শরীফের পীরজাদা মওলানা ড. মোহাম্মদ মকছুদুর রহমান বলেন, প্রায় ২৫০ বছর ধরে সৌদি আরবের সময় অনুসরণ করে আমরা ঈদ, রোজা, কুরবানি পালন করছি। সে অনুযায়ী আমরা রোববার পবিত্র ঈদুল ফিতর পালন করব।

    আজ সকাল ৭টায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। করোনার কারণে এবার দরবার শরীফে বড় ঈদ জামাতের আয়োজন হয়ান। নিজ নিজ এলাকায় ছোট পরিসরে ঈদের জামাত আয়োজনের নির্দেশনা দেয়া হয়েছে।

    ঈদের নামাজ শেষে মহান আল্লাহর কাছে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করেন ধর্মপ্রাণ মুসলিমরা।

    জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফ ও সাতকানিয়া দরবার শরীফের অনুসারীরা দক্ষিণ চট্টগ্রামের যেসব গ্রামে আগাম ঈদ পালন করেছেন সেগুলোর মধ্যে চন্দনাইশ পৌরসভার বুলার তালুক, হরিনার পাড়া, ফকির পাড়া, চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, হারলা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিজুরি, পশ্চিম এলাহাবাদ, উত্তর কাঞ্চননগর, জুনিঘোনা, আব্বাসপাড়া, মাঝের পাড়া, দিঘির পাড়া, কুন্দুপাড়া, কেশুয়া, মোহাম্মদপুর, উত্তর হাশিমপুর, ছৈয়দাবাদ, খুনিয়ারপাড়া, শ্রীমাই, রুপকানিয়া, জলদী, গুনাগরি, কালিপুর, গন্ডামারার মিরিঞ্জিরতলা, ছনুয়া, সাধনপুর, তৈলারদ্বীপ, বাথুয়া, বারখাইন, চরণদ্বীপ, খরণদ্বীপ, বড়হাতিয়া, চুনতি, পুটিবিলা, উত্তর সুখছড়ি, বাংলাবাজার, মইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাটিয়াডাঙ্গা, পুরানগড়, মনেয়াবাদ বেশ কয়েকটি গ্রামের মানুষ রোববার পবিত্র ঈদুল ফিতর এর নামাজ আদায় করছেন বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স