Tag: পাহাড়তলি

  • পাহাড়তলিতে বস্তিতে আগুন, ২ জনের লাশ উদ্ধার

    পাহাড়তলিতে বস্তিতে আগুন, ২ জনের লাশ উদ্ধার

    চট্টগ্রামের মহানগরীর পাহাড়তলিতে একটি বস্তিতে অগ্নিকাণ্ডে শিশুসহ ২ জন নিহত হয়েছেন।

    শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পাহাড়তলী থানার ইস্পাহানি গেটসংলগ্ন আজমনগর বস্তিতে আগুন লাগে। রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর স্টেশন থেকে ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

    চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহমদ বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নির্বাপিত হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।

    তিনি আরও বলেন, দগ্ধ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন শিশু ও অন্যজন বয়স্ক লোক। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

    তিনি জানান, বস্তিটিতে আধাপাকা ও কাঁচা বসতঘর রয়েছে। এর মধ্যে কয়েকটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রামে বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

    চট্টগ্রামে বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

    চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে তা বাতিল করে পাহাড়তলী থানা বিএনপি ও যুবদলের ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

    আজ বুধবার (৬ নভেম্বর) মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

    কারাগারে পাঠানো বিএনপির নেতাকর্মীরা হলেন- চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি নুর আহমেদ গুড্ডু, ৯নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ নেজাম, রফিকুল ইসলাম পারভেজ, মোহাম্মদ মনির, মো. জানে আলম, মো. সেলিম ও আবু মিয়া।

    বিষয়টি নিশ্চিত করে মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফখরুদ্দীন চৌধুরী বলেন, ২০১৮ সালে পাহাড়তলী থানায় দায়ের একটি নাশকতার মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন আসামিরা। বুধবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

  • পাহাড়তলিতে খালেদা জিয়ার কারামুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ

    পাহাড়তলিতে খালেদা জিয়ার কারামুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাহাড়তলী থানা যুবদলের উদ্যোগে আজ বাদ আছর ডি.টি রোডস্থ ভেলুয়ার দীঘি জামে মসজিদে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র কারামুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

    উক্ত দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মুক্তার আহমেদ আল কাদেরী।

    এতে চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি ও পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি শামসুল আলম কমিশনার, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সহ-সভাপতি নুর আহমেদ, ফজলুল হক সুমন, সহ- সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, মোহাম্মদ ইয়াছিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, সদস্য আজিজ চৌধুরী।

    পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খাঁন রাজু, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন মিলন, শফিকুর রহমান, মোমেন চৌধুরী, আবু ঈসা বাবুল, আনোয়ার হোসেন, ১২নং সরাইপাড়া ওয়ার্ড যুবদলের আহবায়ক সাইফুল আলম, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মোহাম্মদ ইউনুছ, ১১ং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মোহাম্মদ মুজাহিদ, যুবদল নেতা ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, মোহাম্মদ বেলাল, শাহ আলম সালেক, কাউছার হোসেন লেদু, রহমত উল্লাহ ডন, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ সুমন,এস এম অভি, নুরুজ্জামান চৌধুরী নুরু, মোহাম্মদ আজি, নুর আলমসহ নেতাকর্মীরা শরিক হন।