Tag: পাহাড়তলী

  • পাহাড়তলী থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ গ্রেপ্তার ২

    পাহাড়তলী থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ গ্রেপ্তার ২

    চট্টগ্রাম নগরে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে দিনভর কোমর বেঁধে নামে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।গোপন তথ্যের ভিত্তিতে আসামিকে আটক করার পর নগরের পাহাড়তলীতে পুকুরে জাল ফেলে অনুসন্ধান শুরু করে পুলিশ।

    সোমবার (৪ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার হওয়া এক আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারে জাল ফেলা হয় পুকুরে অস্ত্র না মিললেও থানা থেকে লুট হওয়া দুটি মোটরসাইকেল পাওয়া যায়। এছাড়াও নগরের আকবরশাহ থানা এলাকার ইস্পাহানি পাহাড় থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

    পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। ওইদিন বিকেল থেকে চট্টগ্রামসহ সারাদেশে পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

    চট্টগ্রাম নগরের কোতোয়ালী, পাহাড়তলী, পতেঙ্গা ও ইপিজেড থানা আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং লুটপাট করা হয় অস্ত্রাগার ও মালখানা।

    সোমবার ভোরে থানা ভাঙচুর ও লুটপাটের অভিযোগে হওয়া মামলায় এক আসামিকে গ্রেপ্তার করে পাহাড়তলী থানা পুলিশ।

    তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বিটেক কলেজ রোড এলাকার ওই পুকুরে অস্ত্র লুকিয়ে রাখার তথ্য দেয়। এরপরই ওই অস্ত্র উদ্ধারে প্রায় দুই ঘণ্টা পুকুরে অভিযান চালানো হয়। পাহাড়তলী থানা থেকে লুট হওয়া আটটি পিস্তল, দুটি চাইনিজ রাইফেল, তিনটি এসএমজি, ছয়টি শটগান ও ৩৫টি মোটরসাইকেলের এখনো পর্যন্ত কোনো হদিস মেলেনি।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, পাহাড়তলী থানায় অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে দায়ের হওয়া মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুরে জাল ফেলে তল্লাশি করা হয়েছে।

    পুকুরে তল্লাশি করে অস্ত্র পাওয়া যায়নি। তবে দুটি মোটরসাইকেল পাওয়া গেছে। ভাঙচুরের পর সেগুলো পুকুরে ফেলে দেয়া হয়েছিল। ইস্পাহানি রেলগেট পাহাড়ে অভিযান চালানো হয়েছে। সেখান থেকে একটি পিস্ত উদ্ধার করা হয়েছে। অস্ত্র লুটের মামলায় দুই জনকে আটক করা হয়েছে।

  • ভোটের মাঠে গুলি ছোড়া ‘ব্লেড শামীম’ গেপ্তার

    ভোটের মাঠে গুলি ছোড়া ‘ব্লেড শামীম’ গেপ্তার

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী-খুলশী) আসনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলি ছোড়া শামীম আজাদ ওরফে ব্লেড শামীমকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

    সোমবার (৮ জানুয়ারি) রাতে র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

    র‍্যাব জানিয়েছে, চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ শামীম আজাদকে গ্রেপ্তার করা হয়।

    রবিবার ভোটগ্রহণ চলাকালে চট্টগ্রাম-১০ আসনের ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের লোকজন সকাল ১০টার পর পাহাড়তলী কলেজ কেন্দ্র দখলের চেষ্টা করে। তখন কেন্দ্রের আশপাশে থাকা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর লোকজন বাধা দেয়। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় কালো জ্যাকেট পরা শামীম আজাদকে গুলি ছুড়তে দেখা গেছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছে।

    অনুসন্ধানে জানা গেছে, শামীম আজাদ চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিনের অনুসারী। চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহেল হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি শামীমের বিরুদ্ধে মিরসরাই থানায় আরও একটি হত্যা মামলা রয়েছে। এর আগে ২০১৮ সালের ২৭ জুলাই চট্টগ্রামের সিটি গেট এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

  • পাহাড়তলীতে নৌকা-স্বতন্ত্র সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

    পাহাড়তলীতে নৌকা-স্বতন্ত্র সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

    চট্টগ্রাম-১০ আসনের খুলশীর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে স্বতন্ত্র প্রার্থী মো. মনজুর আলম ও আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর কর্মীদের মধ্য গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন দুজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, শান্ত (২৫) ও জামাল (৩০)

    রবিবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

    ঘটনার পরপরই ভোটকেন্দ্রের বাইরে পুলিশ, বিজিবি ও র‍্যাবের সরব উপস্থিতি দেখা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    সরেজমিনে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ ঘুরে দেখা গেছে, সকাল ১১টায় গোলাগুলি সংঘর্ষের পর কিছুটা আতঙ্ক বিরাজ করায় ভোটার উপস্থিতি কমে গেছে।

    খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ বলেন, ‘কেন্দ্রের ভেতর কোনো ধরনের ঝামেলা হয়নি। যা হয়েছে তা কেন্দ্রের বাইরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সমর্থকদের মধ্যে। তাদের গোলাগুলিতে একজন আহত হয়েছেন। পুলিশ মোতায়েন করা আছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি রোধ করতেই এই ধরনের কর্মকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

    এ প্রসঙ্গে চট্টগ্রাম-১০ (পাহাড়তলী- ডবলমুরিং) সহকারী রিটার্নিং অফিসার .মো, মোস্তফা কামাল (১৩, ১৪ ও ২৪, ২৫ নম্বর ওয়ার্ড) বলেন, ‘আমি কন্ট্রোল রুমে আছি। প্রিজাইডিং অফিসার থেকে শুনেছি ঘটনাটি ৬৭ নম্বর কেন্দ্রের বাইরে ঘটেছে। কেন্দ্রের ভেতরে কোনো ধরনের সমস্যা হয়নি।’

    একই প্রসঙ্গে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রিজাইডিং অফিসার মো.মিজান উদ্দীন খান বলেন, ‘যে ঘটনা ঘটেছে তা কেন্দ্রের বাইরে। এখানে দুই ঘণ্টায় ভোট কাস্ট হয়েছে ৩০৬টি। এই কলেজের চার কেন্দ্রে মোট ভোটার ১১ হাজার ১৫৩ জন।’

  • হুমকির পর হত্যা, চট্টগ্রামে গ্রেপ্তার ৪

    হুমকির পর হত্যা, চট্টগ্রামে গ্রেপ্তার ৪

    চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় আজাদুর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

    সোমবার (২৯ মে) রাঙ্গামাটির কোতোয়ালি থানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তাদের দেওয়া তথ্য অনুযায়ী নগরের কদমতলী থানা এলাকা থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তাররা হলেন- আবু তাহের রাজীব (২৩), দেলোয়ার হোসেন জয় (২৭), রায়হান সজীব (২২) ও আবুল হাসনাত রানা (৩০)।

    র‍্যাব জানায়, গত শনিবার (২৭ মে) রাতে এক ব্যক্তি নগরের পাহাড়তলী থানার নয়াবাজার এলাকায় প্রস্রাব করতে যান। এতে ওই জায়গার কেয়ারটেকার মফিজ তাকে বাধা দেন। সেসময় ক্ষিপ্ত হয়ে সেই ব্যক্তি কেয়ারটেকার মফিজকে বলেন, ‘এটা সরকারি জায়গা, তুই বাধা দেওয়ার কে’। একপর্যায়ে আসামি আবু তাহের রাজীব, ওসমান ও আবুল হাসানসহ কয়েকজন অজ্ঞাতনামা আরও কয়েকজন মিলে ঘটনাস্থলে পৌঁছে কথা কাটাকাটিতে লিপ্ত হয়। এদিকে বড় ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটির আওয়াজ শুনে মফিজের ভাই আজাদুর রহমান ঘটনাস্থলে পৌঁছে তর্কাতর্কি করেন। পরবর্তী সময়ে আসামিরা আজাদদের দেখে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

    এ ঘটনার পরদিন (রোববার) ভোরে নাস্তা কেনার জন্য বের হন আজাদ। নয়াবাজার এলাকায় তাকে একা পেয়ে ছুরিকাঘাত করেন অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, তুচ্ছ ঘটনায় নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন আজাদুর রহমান। পরে অভিযুক্তদের গ্রেপ্তারে মাঠে নামে র‍্যাব। অল্প সময়ে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

  • চট্টগ্রামে দুই পক্ষের মারামারিতে নিহত ২

    চট্টগ্রামে দুই পক্ষের মারামারিতে নিহত ২

    চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় দুই পক্ষের মারামারিতে দুইজন নিহত হয়েছেন। সোমবার (৮ মে) সন্ধ্যার দিকে থানার বিটাক মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- মাসুম (৩০) ও সবুজ (২০)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

    নগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, জহুর আহমেদ স্টেডিয়ামে একটা মেয়ে নিয়ে দুজন লোক এসেছিলেন। তারা আড্ডা দিচ্ছিলেন। কোনো কারণে তাদের সঙ্গে স্থানীয়দের ঝামেলা হয়। তবে পরবর্তীতে নাকি বিষয়টি সমাধানও হয়ে গিয়েছিল। কী কারণে পুনরায় মারামারি হয়েছে, সেজন্য আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

    তিনি বলেন, ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, রাতে ছুরির আঘাতে আহত দুজনকে পাহাড়তলী থানা এলাকা থেকে নিয়ে আসা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছেন।

     

  • বিড়ালছানার লোভ দেখিয়ে অপহরণ, ডোবায় মিলল শিশুর মরদেহ

    বিড়ালছানার লোভ দেখিয়ে অপহরণ, ডোবায় মিলল শিশুর মরদেহ

    চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার মুরগি ফার্ম আলম তারারপুকুর পাড় থেকে আবিদা সুলতানা আয়নী (১০) নামে এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

    বুধবার (২৯ মার্চ) ভোরে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোপলিটন।

    শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। এ ঘটনায় মোহাম্মদ রুবেল নামের স্থানীয় এক তরকারি বিক্রেতাকে আটক করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর ইনচার্জ বিশেষ পুলিশ সুপার নাইমা সুলতানা।

    এর আগে মঙ্গলবার (২৮ মার্চ) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শরমিন জাহানের আদালতে বিড়ালছানা দেওয়ার লোভ দেখিয়ে আবিদা সুলতানা আয়নীকে অপহরণ করার অভিযোগে শিশুটির মা বিবি ফাতেমা বাদী হয়ে মামলা করেন।

    মামলাটি আদালত পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে নিতে নির্দেশ দিয়েছিলেন।
    মামলার অভিযোগে বলা হয়েছিল, শিশু আবিদা সুলতানা আয়নী নগরের পাহাড়তলী কাজীর দীঘি সাগরিকা রোড এলাকার একটি বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী।

    মা পোশাক কারখানায় কাজ করেন। বাবা একই পেশায় ঢাকায় কর্মরত। গত ২১ মার্চ স্কুলের যাওয়ার পথে তাকে বিড়ালছানা দেওয়ার লোভ দেখিয়ে স্থানীয় তরকারি বিক্রেতা মো. রুবেল অপহরণ করে নিয়ে যায়।
    পিবিআই চট্টগ্রাম মেট্রোপলিটনের বিশেষ পুলিশ সুপার নাইমা সুলতানা বাংলানিউজকে বলেন, ডোবা থেকে বস্তাবন্দী শিশু আবিদা সুলতানা আয়নীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পরে রুবেল আবিদাকে হত্যা করেছে। হত্যাকাণ্ডে ব্যবহার করা কিছু আলামত উদ্ধার করা হয়েছে।

  • রাউজানের পাহাড়তলীতে বিট পুলিশিং’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    রাউজানের পাহাড়তলীতে বিট পুলিশিং’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : ‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজানের পাহাড়তলী ইউনিয়নে বিট পুলিশিং’র উদ্যোগে এক মতবিনিময় সভা ৩০ সেপ্টেম্বর (বুধবার) বেলা ১২ টায় ইউনিয়নের পাহাড়তলী চৌহমুনিস্থ ব্রাদার্স কনভেনশন হলে অনুষ্টিত হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম। পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন।

    চুয়েট ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক দুলাল বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা দোস্ত মোহাম্মদ খাঁন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবী, সাধারণ সম্পাদক দেবমিত্র বড়ুয়া মাইকেল, সহ উপপরিদর্শক মোহাম্মদ হানিফ প্রমুখ।

    এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি তপন কৃঞ্চ ঘোষ, হাজী আমির হোসেন, আবুল কাশেম, উপজেলা যুবলীগের সহ সম্পাদক সুজন মল্লিক, পাহাড়তলী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম রুবেল, সহ সভাপতি ইলিয়াস মাহমুদ, অর্থ সম্পাদক প্রবাল কর, ইউপি সদস্য কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নঈম উদ্দিন চৌধুরী,ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মামুন ওয়াহিদ, সাধারণ সম্পাদক গাজী হাছান নয়ন প্রমুখ। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/রিহাম/নেজাম

  • করোনা : পাহাড়তলী ওয়ার্ডে কর্মহীন ৫ হাজার মানুষকে ত্রাণ দিলেন যুবলীগ নেতা ওয়াসিম

    করোনা : পাহাড়তলী ওয়ার্ডে কর্মহীন ৫ হাজার মানুষকে ত্রাণ দিলেন যুবলীগ নেতা ওয়াসিম

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চট্টগ্রামের ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে কর্মহীন ৫ হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ওমর গণি এম.ই.এস কলেজ ছাত্র সংসদের ভি.পি, নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী৷

    আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী বলেন, জনগণের সেবা করার জন্য কাউন্সিলের নির্বাচন করতে আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ছিলাম।

    জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ আমার উপরে আস্থা রেখে আমাকে ১৩নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আওয়ামী লীগের সমর্থন দিয়েছেন ৷

    করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সরকারি বন্ধ চলছে এর মাঝে শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে৷ মাননীয় জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য৷ এই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সব চেয়ে বড় মানবসেবা বলে মনে করি৷

    তিনি বলেন, ইতিমধ্যে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে ৫ হাজার পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে আমার পক্ষ থেকে ত্রাণ পোঁছে দিচ্ছেন আমার সহধর্মিণী রোমান চৌধুরী৷ পরিস্থিতি বিবেচনায় আরো ৫ হাজার পরিবারে মাঝে ত্রাণ বিতরণে প্রস্তুতি চলছে বলে জানান তিনি৷

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • পাহাড়তলীতে নগর যুবদল সভাপতির ত্রাণ বিতরণ

    পাহাড়তলীতে নগর যুবদল সভাপতির ত্রাণ বিতরণ

    বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় নগরীর ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড এর নোয়াপাড়া এলাকার অতিদরিদ্র, অসহায় সুবিধাবঞ্চিত কর্মহীন ৮০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

    সোমবার (৬ এপ্রিল) বিকালে স্থানীয় চিতাখোলা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

    এসময় তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস এখন মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। এ পর্যন্ত প্রায় ৬০ হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করেছেন। এভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে বাংলাদেশের মানুষও। এই করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা ‌সারাদেশের প্রায় সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান। এতে করে কর্মহীন হয়ে পড়েছেন দেশের খেটে খাওয়া মানুষ।

    এমন পরিস্থিতিতে অসহায়, কর্মহীন মানুষের সহযোগিতায় জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরীর সর্বস্তরের নেতাকর্মীরা পাশে রয়েছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ সেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

    এ সময় তিনি সমাজের সকল হৃদয়বান, দানশীল, ধনবানদের প্রতি গরিব, অসহায় ও কর্মহীন মানুষদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

    এসময় চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য আজিজ‌ চৌধুরী, পাহাড়তলী থানা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য মোহাম্মদ নেজাম, মোঃ মাসুদ, মোঃ জাবেদ, মোঃ মামুনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     

  • ১৩নং ওয়ার্ডে লাটিম প্রতিকে ওয়াসিমের গণসংযোগ

    ১৩নং ওয়ার্ডে লাটিম প্রতিকে ওয়াসিমের গণসংযোগ

    চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এর আসন্ন নির্বাচনে ১৩নং ওয়ার্ডে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ভিপি মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী লাটিম মার্কায় বুধবার (১১ মার্চ) ব্যাপক গণসংযোগ করেন।

    উক্ত ওয়ার্ডের ওয়ার্লেস সেগুন বাগান এলাকার বিভিন অলিগলি ঘুরে ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে লাটিম মার্কায় ভোট এবং দোয়া কামনা করেন ভিপি ওয়াসিম।

    তিনি নির্বাচনে জয়ী হলে ১৩নং ওয়ার্ডকে মাদকমুক্ত করার ঘোষণা দেন। এছাড়া সুপেয় পানির সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নিবেন বলে ভোটারদের আশ্বস্ত করেন।

    এ সময় উপস্থিত ছিলেন লাটিম মার্কার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোস্তফা কামাল আক্তার, যুগ্ম আহবায়ক এয়াকুব মজুমদার, মোঃ আবুল হাসেম শাহ,মোহাম্মদ নাছির,মোঃ জসিম উদ্দিন, মোঃ খালেদ মোশাররফ রকেট,মোঃ হায়দার আলী,সদস্য সচিব মোঃ আবু বক্কর সিদ্দিক সহ নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ এলাকার মুরুব্বীগণ।

  • পাহাড়তলী আমবাগানে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে যুবকের মৃত্যু

    পাহাড়তলী আমবাগানে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে যুবকের মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী আমবাগান রেল ক্রসিং এলাকায় ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

    বুধবার ১৫ জানুয়ারি দুপুর পৌনে ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতের বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছর ধারণা করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিলন কান্তি জানান, বাংলাদেশ রেলওয়ের একটি ইঞ্জিন বগি আমবাগান এলাকার ডক থেকে বের হয়ে চট্টগ্রাম স্টেশনের দিকে যাচ্ছিল। ইঞ্জিনটি আমবাগান রেল ক্রসিং এলাকায় গেলে সেখানে অসাবধানতাবশত ইঞ্জিনের নিচে কাটা পড়ে এক যুবক। এতে ঘটনাস্তলেই তার মৃত্যু হয়।

    খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে যুবকের মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে তিনি জানান।