২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীর পাহাড় থেকে এক অজ্ঞাত ব্যাক্তির কঙ্কাল উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর) উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া কচুখোলা এলাকার পাহাড় থেকে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে এই কঙ্কালটি উদ্ধার করা হয়।
তবে কঙ্কালটির পরিচয় জানা না গেলেও কঙ্কালটির পাশে থাকা লুঙ্গি দেখে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালা বাদশাহ পাড়ার মোঃ আজম খাঁন কঙ্কালটি তার ছেলে আব্দুর রহমান অন্তর(২২) এর বলে দাবি করে বলেন তার ছেলের নাম অন্তর। গত ২৯ জুলাই সে নিখোঁজ হয়।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা জানান, কঙ্কালটির পরিচয় এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ডিএনএ পরীক্ষার পর কঙ্কালটি অন্তরের কিনা তা জানা যাবে।
২৪ ঘণ্টা/মো. পারভেজ/রাজীব প্রিন্স