Tag: পাহাড়ে

  • হাটহাজারীর পাহাড়ে মিলল মানুষের কঙ্কাল!

    হাটহাজারীর পাহাড়ে মিলল মানুষের কঙ্কাল!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীর পাহাড় থেকে এক অজ্ঞাত ব্যাক্তির কঙ্কাল উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

    মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর) উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া কচুখোলা এলাকার পাহাড় থেকে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে এই কঙ্কালটি উদ্ধার করা হয়।

    তবে কঙ্কালটির পরিচয় জানা না গেলেও কঙ্কালটির পাশে থাকা লুঙ্গি দেখে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালা বাদশাহ পাড়ার মোঃ আজম খাঁন কঙ্কালটি তার ছেলে আব্দুর রহমান অন্তর(২২) এর বলে দাবি করে বলেন তার ছেলের নাম অন্তর। গত ২৯ জুলাই সে নিখোঁজ হয়।

    এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা জানান, কঙ্কালটির পরিচয় এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ডিএনএ পরীক্ষার পর কঙ্কালটি অন্তরের কিনা তা জানা যাবে।

    ২৪ ঘণ্টা/মো. পারভেজ/রাজীব প্রিন্স

  • রাউজানের পাহাড়ে অস্ত্রের কারখানার সন্ধান : ডাকাত সর্দার আটক,অস্ত্র উদ্ধার

    রাউজানের পাহাড়ে অস্ত্রের কারখানার সন্ধান : ডাকাত সর্দার আটক,অস্ত্র উদ্ধার

    ২৪ ঘন্টা চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের রাউজান উপজেলার ঘেড়া সামশু টিলা নামক দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গোপন সূত্র ধরে আজ ২০ নভেম্বর বুধবার ভোরে অস্ত্র তৈরির কারখানাটিতে অভিযান পরিচালনা করে জেলা পুলিশের একটি টিম।

    অভিযানে ডাকাত সর্দার আলমগীরকে আটকের পাশাপাশি দেশিয় তৈরি অন্তত ২০টি অস্ত্র উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পূর্ব রাউজানের রাবার বাগান সংলগ্ন ঘোড়া সামশুু টিলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে দুস্কৃতকারীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে।

    এক পর্যায়ে দুস্কৃতিকারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মোহাম্মদ আলমগীর নামে একজনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আলমগীরের নামে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

    রাউজান থানা সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেপায়েত উল্লাহ অস্ত্র উদ্ধার অভিযানে দুস্কৃতিকারীদের হাতে আহত হন। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ১০টি শর্টগান, ৬টি দেশীয় তৈরি পাইপ গান, তিনটি দেশীয় তৈরি এক নলা বন্দুক, ১টি গ্যাস গান সদৃশ অস্ত্র, পুরাতন ম্যাগজিন ১টি, ৭টি কার্তুজ, ৭টি কার্তুজের খোসাসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।