২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীতে পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে ৬ ব্যাক্তিকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর।
এদিকে নগরীর রেয়াজউদ্দিন বাজারে অধিদপ্তরের পৃথক অপর অভিযানে জব্দ করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত প্রায় ১ টন পলিথিন ব্যাগ। এ সময় পলিথিন রাখার দায়ে দুই প্রতিষ্ঠানের তিন কর্মকর্তার কাছ থেকে পনের হাজার পাঁচশ’ টাকা জরিমানা েআদায় করেন ম্যাজিস্ট্রেট।
আজ ১১ নভেম্বর সোমবার সকালে অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এক শুনানিতে পাহাড় কাটার দায়ে এ জরিমানার টাকা ধার্য্য করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী স্টারশিপ নামীয় এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে মাটির টপ সয়েল নষ্ট ও পরিবেশের ক্ষতিসাধন করার অপরাধে ছয় ব্যক্তিকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই দিন দুপুরে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শাহরীন ফেরদৌসীর নেতৃত্বে নগরীর রেয়াজুদ্দিন বাজারের সুবর্ণ মার্কেট (পান বাজার) এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত প্রায় ১ টন পলিথিন ব্যাগ জব্দ করার পাশাপাশি নিষিদ্ধ এসব পলিথিন মজুদ রাখার অপরাধে মের্সাস আদিবা স্টোরের মালিক সারোয়ার ও তৌহিদুলকে ১৫ হাজার টাকা এবং মেসার্স আমেনা স্টোরের মালিক মো. আজাদকে ৫’শ টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়টি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা।