Tag: পিআইবি

  • অনেকেই টাকার জোরে রাতারাতি সম্পাদক হয়েছেন-পিআইবি ডিজি জাফর ওয়াজেদ

    অনেকেই টাকার জোরে রাতারাতি সম্পাদক হয়েছেন-পিআইবি ডিজি জাফর ওয়াজেদ

    ২৪ ঘণ্টা, গণমাধ্যম ডেস্ক : প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ-পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, টাকা থাকলেই সম্পাদক হওয়া যায় না। সম্পাদক হতে যোগ্যতা লাগে।

    অনেকেই টাকার জোরে রাতারাতি সম্পাদক হয়েছেন, যারা সম্পাদক হয়েছেন তাদের বেশির ভাগই যোগ্যতা নেই। উনারা নিজেদের সুবিধার জন্য সংবাদপত্রকে ব্যবহার করছেন।

    আজ রবিবার (১৮ অক্টোবর) সকালে রংপুর প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ-পিআইবির তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    রংপুরে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াতে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করেছে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ-পিআইবি।

    প্রথম দিনে অনুসন্ধানী রিপোর্টিংয়ের সমস্যা, সম্ভাবনা, করণীয়, অনুসরণীয় বিষয়সহ বিভিন্ন দিক নিয়ে তথ্যমূলক আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে।

    প্রশিক্ষণের আনুষ্ঠানিকতা পর্বে স্বাগত বক্তব্য রাখেন রংপুর প্রেস ক্লাবের সভাপতি রশীদ বাবু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সরকার।

    প্রশিক্ষণ অনুষ্ঠানে সভা প্রধান হিসেবে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে সরকারিভাবে সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়া হয় না। পিআইবি দেশের সবখানে প্রশিক্ষিত ও দক্ষ সাংবাদিক গড়ার ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করছে।

    তিনি বলেন, পত্রিকা বা মিডিয়া যত বেশি অনুসন্ধানী রিপোর্টিং করতে পারবে, তাদের ততবেশি পাঠক সৃষ্টি হবে। অজানা তথ্য যা কেউ প্রকাশ করতে চায় না, সেই রহস্যের গভীরে ঢুকে অনুসন্ধান করে তথ্য উন্মোচন করা যায়- এমন অনুসন্ধানমূলক রিপোর্ট করতে হবে।

    সরকার সাংবাদিকদের জীবনমানের উন্নয়নের সঙ্গে পেশাগত উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও মন্তব্য করে তিনি মহান মুক্তিযুদ্ধে প্রয়াত সাংবাদিক খন্দকার গোলাম মোস্তফা বাটুল সম্পাদিত রংপুর অঞ্চল থেকে প্রকাশিত সাপ্তাহিক রণাঙ্গন পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের ভূয়সী প্রশংসা করেন।

    তিনি বলেন, ডিসেম্বরে বাঙলা মুক্ত এ শিরোনামে প্রকাশিত রণাঙ্গনের ওই সংবাদ ছিল অনুসন্ধানী; যা অন্য কেউ করতে পারেনি। এ সংবাদ মুক্তিযুদ্ধে অংশ নেয়া বাঙালিদের মনে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছিল।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • সড়ক দুর্ঘটনায় পিআইবির পরিচালকের মৃত্যু

    সড়ক দুর্ঘটনায় পিআইবির পরিচালকের মৃত্যু

    সড়ক দুর্ঘটনায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব মো. ইলিয়াস ভূইয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    রোববার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

    পিআইবির সহযোগী সম্পাদক (প্রকাশনা ও ফিচার) ফায়জুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

    তিনি বলেন, ‘আমরা যতটা জেনেছি তিনি মোটরসাইকেলে ঢাকা থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। তিনি পেছনে বসা ছিলেন। ফেরার পথে শনির আখড়া ব্রিজের ঢালে ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ তার লাশ ঢাকা মেডিকেলে নিয়ে যায়।’

    আজ সোমবার দুপুর নাগাদ ইলিয়াস হোসেনের লাশ পিআইবিতে আনা হবে। এরপর আল-মারকাজুল ইসলামে গোসল শেষে তার লাশ গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদ নগরে নিয়ে যাওয়া হবে বলে জানান ফায়জুল হক।

    ইলিয়াস ভূইয়া বিসিএস প্রশাসন ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ডে রেডিও সাংবাদিকদের পিআইবি’র ৩ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

    সীতাকুণ্ডে রেডিও সাংবাদিকদের পিআইবি’র ৩ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

    সীতাকুণ্ড প্রতিনিধি : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ‘পিআইবি’র আয়োজনে কমিউনিটি রেডিও সাংবাদিকদের নিয়ে ৩ দিনের বুনিয়াদি প্রশক্ষিণ কোর্স উদ্বোধন করা হয়েছে।

    শুক্রবার সকালে ইপসা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের হল রুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী।

    রেডিও সাগরগিরির প্রযোজক সঞ্জয় চৌধুরী উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী, পিআইবি সমন্বয়কারী মিনহাজ উদ্দিন নিপূণ, ইপসার দিদারুল আলম।

    এছাড়া তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন সেশনে পিআইবি ট্রেনার হিসেবে থাকবেন পিআইবির জ্যেষ্ঠ গবেষক আবুল বাশার খান, গাজী টিভির সহকারী বার্তা সম্পাদক ও সংবাদ উপস্থাপক সুদীপ কুমার দে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী, পিআইবি সমন্বয়কারী মিনহাজ উদ্দিন নিপূণ।

    গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভুমিকা পালন করা এবং মান সম্পন্ন, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ আবদান রাখতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে সীতাকুণ্ডের কমিউনিটি রেডিও সাগরগিরি এবং সন্দ্বীপ উপজেলার রেডিও দ্বীপ এর ৩৫ জন সাংবাদিক এতে অংশ নেয়।

  • ‘সরকারের উন্নয়ন কর্মকান্ডের পজেটিভ দিকগুলো তুলে ধরুন’

    ‘সরকারের উন্নয়ন কর্মকান্ডের পজেটিভ দিকগুলো তুলে ধরুন’

    মিরসরাই প্রতিনিধি: ‘বর্তমান সরকার দেশের পরিকল্পিত উন্নয়নে যে ডেল্টা প্ল্যান তৈরি করেছে তা বাস্তবায়ন করতে হলে গণমাধ্যমের ভূমিকা দরকার। আপনারা সরকারের উন্নয়ন কর্মকান্ডের পজেটিভ দিকগুলো তুলে ধরুন।’

    বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী দিনের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রামের বিভাগীয় কশিনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী।

    তিনি আরো বলেন, ‘মিরসরাইয়ে দেশের সর্ববৃহত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে বদলে যাবে এখানকার উন্নয়ন চিত্র। এভাবে সারাদেশে সরকারের উন্নয়ন কর্মকান্ড চলছে।’

    অনুষ্ঠানে তিনি বেকারত্ব দূর করতে সবাইকে কারিগরি শিক্ষায় দক্ষ হওয়ার আহবান জানান।

    মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে সভা প্রধানের বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা রুহুল আমিন।

    এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জিলহাজ উদ্দিন নিপুন, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল আলম, দৈনিক যুগান্তর মিরসরাই প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ প্রমুখ। প্রশিক্ষণ শেষে অনুভূতি প্রকাশ করেন মিরসরাই প্রেসক্লাবের সহ-সভাপতি বিপুল দাশ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল আলম ও দৈনিক মানবকন্ঠের মিরসরাই প্রতিনিধি মো. নাছির উদ্দিন।

    সবশেষে বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা।

    ওইদিন মিরসরাই ও সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের তৃতীয় দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সহিদ উল্যাহ লিপন প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণে স্থানীয়ভাবে সহযোগিতা করছে মিরসরাই প্রেসক্লাব।