সীতাকুণ্ডের কুমিরায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক মহিলা (৪০) নিহত হয়েছে।
আজ শুক্রবার(১৮ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার কুমিরা পিএইচপি গেইটের সামনে এ দূর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) সাহিদুল ইসলাম ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, ভোরে অজ্ঞাত এক নারীকে একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়, আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
তিনি বলেন, লাশটি ময়না তদন্তের জন্য চমক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে মহিলাটি মানসিক ভারসাম্যহীন ছিল।