Tag: পিএইচ.ডি

  • পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছে আইআইইউসি’র শিক্ষক আজিজুল হক

    পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছে আইআইইউসি’র শিক্ষক আজিজুল হক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর শিক্ষক মুহাম্মদ আজিজুল হক, ইউনিভার্সিটি সাইনস ইসলাম মালয়েশিয়া (ইউএসআইএম) থেকে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন।

    গত ১২ আগষ্ট অনুষ্ঠিত ১১৭তম সিনেট সভায় অনুমোদনের মাধ্যমে “এন এনালাইসিস অব ইংলিশ লেক্সিক্যাল বরোয়িংস ইনটু বাংলা ইন বাংলাদেশ” অভিসন্দর্ভের জন্য তাঁকে পিএইচ.ডি ডিগ্রি প্রদান করা হয়।

    তাঁর অভিসন্দর্ভের তত্বাবধায়ক ছিলেন ড. ফারিজা পুতেহ-বেহাক (মালয়েশিয়া), ড. হাযলিনা বাহার“ন (মালয়েশিয়া), অধ্যাপক ড. রফিকুল ইসলাম মোলা (বাংলাদেশ) এবং অধ্যাপক ড. জাহাঙ্গীর বিন সরোয়ার ( বাংলাদেশ)। দেশে ও বিদেশে বিভিন্ন নামী জার্নালে মুহাম্মদ আজিজুল হকের উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।

    মুহাম্মদ আজিজুল হক বর্তমানে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। তিনি চট্টগ্রামের লোহাগাড়া থানার অন্তর্গত পদুয়া ইউনিয়নের মরহুম মাওলানা হাবিবুর রহমান এবং মমতাজ বেগমের চতুর্থ পুত্র।

    ২৪ ঘণ্টা/কামরুল/রাজীব