Tag: পিকআপভ্যানে

  • চট্টগ্রামে পিকআপভ্যানে লুকিয়ে ইয়াবা পাচারকালে ধরা কারবারি

    চট্টগ্রামে পিকআপভ্যানে লুকিয়ে ইয়াবা পাচারকালে ধরা কারবারি

    পরিবহনকাজে ব্যবহৃত পিকআপভ্যান এখন ব্যবহার হচ্ছে ইয়াবা পাচারে। পিকআপভ্যানে ইয়াবা সংরক্ষণের জন্য বিশেষ বিশেষ চ্যানেল তৈরি করে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় পাচার করছে ইয়াবা কারবারিরা।

    চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের বিচক্ষনতায় বুধবার রাতে কোতোয়ালী থানা ফিরিঙ্গীবাজার এলাকায় জব্দ করা হয় এমনি এক পিকআপভ্যান। গাড়িটির বাম পাশের চাকার উপর বিশেষভাবে চেম্বারে (কুঠুরি) তৈরি করে সেখানে পাচারের উদ্দ্যেশে লুকিয়ে রাখা ছিল ১০ হাজার পিস ইয়াবা। এ কাজটি করেছে পিকআপ ভ্যানটির মালিক ও ভ্যান চালক মো. ফারুক (২৫)।

    গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে ইয়াবাসহ পিকআপ ভ্যানটি জব্দ করার পাশাপাশি মো. ফারুক (২৫)কে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তথ্যটি নিশ্চিত করে নগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন।

    তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে একটি পিকআপ ভ্যান চট্টগ্রামে প্রবেশ করছে এমন সংবাদ পেয়ে নগরীর ফিরিঙ্গিবাজারে বিশেষ চেকপোস্ট বসায় গোয়েন্দা পুলিশের একটি টিম। বুধবার রাত পৌনে ৮টার সময় পিকআপ ভ্যানটি চেকপোস্টের সামনে এলে গাড়িটি থামিয়ে তল্লাশী করা হয়।

    প্রথমে ইয়াবা পরিবহণের কথা অস্বীকার করলেও পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে চালক ফারুক ভ্যানে ইয়াবা রাখার গোপন জায়গাটি দেখিয়ে দেন। ভ্যানের বাম পাশের চাকার উপর বিশেষভাবে তৈরি চেম্বারের ভেতর থেকে উদ্ধার করা হয় ১০ হাজার পিস ইয়াবা। এসময় ইয়াবা বহনের জন্য ভ্যান চালক মো. ফারুককে গ্রেফতার করে পুলিশ।

    গ্রেফতার ফারুক কক্সবাজারের উখিয়ার খয়রাতি পাড়ার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে কোতেয়ালি থানায় মামলা করা হয়েছে বলে জানান নগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন।