সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের ভাটিয়ারীতে পিতাকে হত্যাকারী খুনী হেলালকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সন্ধ্যায় হেলাল বাড়ির পাশে রেললাইনে হাটঁর সময় এলাকাবাসী দেখতে পেয়ে তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়ারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য সাব্বির আহমেদ।
মঙ্গলবার দুপুর ১১টার সময় ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব হাসনাবাদ এলাকার বাবু কলোনীতে বিয়ে করাতে রাজি না হওয়ায় পিতা বেলাল হোসেন(৬০)কে ছুরিকাঘাতে খুন করে হেলাল। নিহত বেলাল হোসেন নোয়াখালীর সুধারাম থানার উত্তর ওয়াপদা পূর্ব সুরলিক্কা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। কর্মসূত্রে তারা দীর্ঘদিন ধরে ভাটিয়ারীতে বসবাস করে আসছে।