Tag: পিপিই

  • সীতাকুণ্ডে গাউছিয়া কমিটিকে পিপিই দিলেন ওমাইর রজবী

    সীতাকুণ্ডে গাউছিয়া কমিটিকে পিপিই দিলেন ওমাইর রজবী

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে গাউছিয়া কমিটিকে পিপিই উপহার দিয়েছেন হযরত খাজা কালুশাহ জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব আল্লামা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজবী।

    রবিবার (২১জুন) সন্ধায় নিজ বাস ভবনে করোনায় আক্রান্ত হয়ে মৃতবরণ ব্যক্তির দাফনের কাফনের কাজে ব্যবহারের জন্য গাউছিয়া কমিটি বাংলাদেশ ভাটিয়ারী শাখাকে ২০ সেট পিপিই, ২০ জোড়া গামবুটসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন।

    এসময় তিনি বলেন, বর্তমানে করোনা সংক্রামন যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে আমাদের সবাইকে সাবধান হতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানদের এগিয়ে আসতে হবে।

    পিপিই প্রদানকালে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটির পক্ষে মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ নুরউদ্দিন, ইফতেখার আলম, মোহাম্মদ সাকিব।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে গাউছিয়া কমিটিকে পিপিই দিল ইউপি সদস্য

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে গাউছিয়া কমিটিকে পিপিই দিল ইউপি সদস্য

    সীতাকুণ্ড প্রতিনিধি:ভাটিয়ারীতে মৃত ব্যক্তির দাফনের জন্য গাউছিয়া কমিটিকে পিপিই দিল ইউপি সদস্য সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন মাসুম ও ৭ নং ওয়ার্ড সদস্য মঈন উদ্দিনের পক্ষ থেকে মৃত ব্যক্তির দাফন কাফনের কাজে ব্যবহারের জন্য গাউছিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী শাখাকে ১০টি পিপিই প্রদান করা হয়েছে।

    আজ শনিবার (১৩ জুন) সকালেে উক্ত পিপিই প্রদানকালে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন। গাউছিয়া কমিটির পক্ষে পিপিই গ্রহণ করেন মামুনুর রশিদ, মোহাম্মদ নুরউদ্দিন, আলহাজ্ব মাওলানা মাহমুদুল হাসান।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এম,সেকান্দার হোসেন, মামুনুর রশিদ মামুন, ইউপি সদস্য আলমগীর হোসেন মাসুম, মঈন উদ্দিন, কাজী আবুল বসর, মোহাম্মদ আলমগীর প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • মাক্স, পিপিই, হ্যান্ড গ্ল্যাভস পড়েও রক্ষা হয়নি/ আক্রান্ত প্রেসক্লাব সম্পাদক,সুস্থতা কামনায় টিজেএ চট্টগ্রাম

    মাক্স, পিপিই, হ্যান্ড গ্ল্যাভস পড়েও রক্ষা হয়নি/ আক্রান্ত প্রেসক্লাব সম্পাদক,সুস্থতা কামনায় টিজেএ চট্টগ্রাম

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস চট্টগ্রামে আক্রান্ত হবার আগ থেকে আমি ক্লাবে এবং পেশাগত দায়িত্ব পালনে খুবই সতর্ক ছিলাম। মাক্স, পিপিই, হ্যান্ড গ্ল্যাভস সবসময় ছিল। এসব নিয়ে আমার অনেক সহযোদ্ধা সাংবাদিক বন্ধুরা কত টিপ্পনীও দিয়েছে। তারপর মহান আল্লাহর ইচ্ছা এবং হুকুম এর বাইরে নয়।’

    বুধবার (২৭ মে) ভোর চারটায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে ঠিক এভাবেই মনের ভাব প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও টিভি জানালিস্টস্ এসোসিয়েশন চট্টগ্রাম’র সহ-সভাপতি চৌধুরী ফরিদ।

    মঙ্গলবার (২৬ মে) বিআইটিআইডি ল্যাবে ৩৩১টি নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় ৫১ জন করোনা পজিটিভ রোগীর মধ্যে নগরীর যে ৪৫ জন রোগী শনাক্ত হয়েছে তার মধ্যে প্রেস ক্লাব সম্পাদক চৌধুরী ফরিদও রয়েছেন।

    তাছাড়া একই দিন বিআইটিআইডি ল্যাব প্রধান, চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক পূর্বকোণ,কর্ণফুলি, সময় টিভি, জাতীয় দৈনিক দেশ রুপান্তর পত্রিকার আরো ৬ জন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন।

    জানা যায়, চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)র যৌথ উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবে ১৯ মে থেকে সাংবাদিকদের করোনা টেস্টের নমুনা সংগ্রহ শুরু হয়। গত ২৪ মে রোববার যেসব সাংবাদিকদের নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬ মে মঙ্গলবার রাতে প্রকাশিত ফলাফলে প্রেস ক্লাব সম্পাদকসহ ৭ জন গণমাধ্যমকর্মীর ফলাফল পজেটিভ আসে।

    চৌধুরী ফরিদ তার ফেসবুক পোস্টে তিনি তার স্ত্রী, সন্তান ও করোনা আক্রান্ত সহকর্মীদের জন্য দোয়া কামনা করে লেখেন,‘পরম দয়ালু, অফুরন্ত রহমতের ভান্ডার মহান আল্লাহর উপর আস্তা, বিশ্বাস এবং ভরসা রেখে করোনাকে জয় করার সংগ্রাম শুরু করলাম ইনশাল্লাহ।

    আমার সকল শুভানুধ্যায়ীদের প্রতি বিনীত অনুরোধ, আমি এবং আমার স্ত্রী ও ৩ অবুঝ শিশু সন্তানের জন্য আপনারা হৃদয় থেকে দোয়া ও আশীর্বাদ করবেন। একই সাথে আমার অনেক সাংবাদিক বন্ধু আজ এ রোগে আক্রান্ত, তাদের জন্যও আপনারা দোয়া-আশীর্বাদ করবেন।

    করোনা আক্রান্ত হওয়ার তথ্যটি নিজেই গণমাধ্যমকে জানিয়ে তিনি বলেন, ‘সামান্য জ্বরের উপসর্গ থাকলেও শারীরিক অন্য কোনো সমস্যা নেই আমার। করোনা জয় করেই ফিরবো ইনশাল্লাহ। সবার দোয়া চাই।’

    করোনা আক্রান্ত চট্টগ্রাম প্রেস ক্লাব সম্পাদক চৌধুরী ফরিদ বর্তমানে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল (চ্যানেল আই) চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে কর্মরত আছেন।

    এদিকে টিভি জানালিস্টস্ এসোসিয়েশন চট্টগ্রাম’র সহ-সভাপতি ও অর্থ সম্পাদকসহ করোনা আক্রান্ত সকল গনমাধ্যম কর্মীর সুস্থতা কামনা করেছেন টিজেএসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক।

    বুধবার এক বিবৃতিতে করোনা বিরুদ্ধে এই যুদ্ধে সামনের কাতারে থেকেই আক্রান্ত গনমাধ্যমকর্মীরা আবার কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করা হয়।

    সংগঠনের সভাপতি নাসির উদ্দিন তোতা এবং সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা যৌথ বিবৃতিতে জানান, ‘এই মহামারীর শুরু থেকে গনমাধ্যমকর্মীরা ফ্রন্টলাইনার হিসেবে বুক চিতিয়ে লড়াই করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেশবাসীর জন্য প্রতিনিয়ত সংগ্রহ করতে ঝুঁকি নিয়ে বিভিন্নস্থানে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অনেকেই করোনা আক্রান্ত হচ্ছেন।

    সম্প্রতি চট্টগ্রাম টিভি জার্নালিস্টস্ এসোসিয়েশনের সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ এবং অর্থ সম্পাদক আরিফুর সবুজও আক্রান্ত হয়েছেন। আমরা তাঁদের সুস্থতার জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি।

    এর বাইরেও চট্টগ্রামের আরও বেশ কয়েকটি টেলিভিশন এবং সংবাদপত্রের কর্মীরা আক্রান্ত হয়েছেন। তাঁরা খুব শীঘ্রই সুস্থ হয়ে কাজে ফিরবেন বলে আমরা বিশ্বাস করি। পাশাপাশি এই মহামারীকে মোকাবিলায় টেকসই উদ্যোগ নেওয়ার জন্য সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষন করছি’।

    মহান সৃষ্টিকর্তার অপরিসীম দয়া ও সবার সম্মিলিত প্রয়াসে এই দূর্যোগ কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন তাঁরা।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • যুক্তরাষ্ট্রে ৬৫ লাখ পিপিই পাঠালো বেক্সিমকো

    যুক্তরাষ্ট্রে ৬৫ লাখ পিপিই পাঠালো বেক্সিমকো

    বিশ্বমানের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) উৎপাদনকারী দেশের কাতারে যোগ দিল বাংলাদেশ।

    দেশের টেক্সটাইল খাতের নেতৃস্থানীয় ব্র্যান্ড বেক্সিমকো সোমবার (২৫ মে) মার্কিন ব্র্যান্ড হেইনস-এর কাছে ৬৫ লাখ পিপিই গাউনের একটি চালান পাঠিয়েছে। এই চালান পৌঁছাবে মার্কিন কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ফেমা) কাছে।

    এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে বেক্সিমকোর তৈরি করা পিপিইর ওই চালানকে বিদায় জানান।

    অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনীতিতে বেক্সিমকোর অবদানের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

    তিনি বলেন, বাংলাদেশের মতো বাকি বিশ্বও মহামারির সঙ্গে লড়াইয়ে এক কঠিন সময় পার করছে।

    প্রতিমন্ত্রী বলেন, এমন এক সংকটময় সময়ে বাংলাদেশ মাত্র দুই মাসের মধ্যে এ মুহূর্তে স্বাস্থ্য খাতের জন্য সবচেয়ে প্রয়োজনীয় সামগ্রী বিশ্বের এক গুরুত্বপূর্ণ বাজারে রপ্তানি করছে। তাও আবার ১০/২০ হাজার নয় ৬৫ লাখ পিস। এ এক অভাবনীয় অর্জন।

    এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেন, যুক্তরাষ্ট্রে এই প্রথম বড় ধরনের পিপিইর চালান যাচ্ছে।

    তিনি বলেন, বিশ্ববাজারের জন্য বাংলাদেশের বিপুল সংখ্যায় বৈশ্বিক মানের পিপিই উৎপাদনের পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। বেক্সিমকো ও হেইনস’র চুক্তিতে আরও স্পষ্ট হয়ে ওঠে মহান এ দেশ দু’টি কোভিড-১৯ মোকাবিলায় কীভাবে লড়াই করছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আনোয়ারা মেডিকেল ও থানায় পিপিই দিলেন ফর্টিস গ্রুপ

    আনোয়ারা মেডিকেল ও থানায় পিপিই দিলেন ফর্টিস গ্রুপ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানায় পিপিই প্রদান করেছে ফর্টিস গ্রুপ।

    আজ রবিবার (১০ই মে) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেলা ১২টায় আনোয়ারা থানা পুলিশকে ফর্টিস গ্রুপের পক্ষে নুরুল আনোয়ার এসব পিপিই কর্মকর্তাদের হাতে তুলে দেন।

    পিপিই পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফদ্দীন বলেন, বর্তমান সময়ে চিকিৎসকদের জন্য পিপিই সবচেয়ে বেশি প্রয়োজন। চিকিৎসকদের জন্য পিপিই প্রদান করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ফর্টিস গ্রুপকে ধন্যবাদ জানান।

    আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, করোনা ঝুঁকি মোকাবেলায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ পুলিশ সদস্যরা। পুলিশ সদস্যদের জন্য পিপিই প্রদান করায় ফর্টিস গ্রুপকে তিনি ধন্যবাদ জানান।

    এ ব্যাপারে ফর্টিস গ্রুপের পক্ষে পিপিই প্রদানকারী নুরুল আনোয়ার জানান, এই মহাদূযোর্গের ক্রান্তিকালে সাধ্য অনুযায়ী জাতির পাশে দাঁড়িয়েছেন ফর্টিস গ্রুপ। দেশের বিভিন্ন জায়গায় করোনা সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদানের অংশ হিসেবে আজ আনোয়ারায় মেডিকেল ও থানায় পিপিই বিতরণ করা হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

    ২৪ ঘণ্টা/ মো. জাবেদুল/আর এস পি

  • সাতকানিয়া থানা পুলিশের সুরক্ষায় কেএসআরএমের পিপিই

    সাতকানিয়া থানা পুলিশের সুরক্ষায় কেএসআরএমের পিপিই

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের করোনা ‘হটস্পট’ খ্যাত সাতকানিয়া থানা পুলিশের সুরক্ষায় পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) দিলো ইস্পাত উৎপাদনকারী শিল্প গ্রুপ কেএসআরএম।

    সম্প্রতি সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফিউল কবীরের কাছে পিপিই হস্তান্তর করেন কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ।

    কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম বলেন, চট্টগ্রাম জেলার মধ্যে সাতকানিয়া উপজেলা হচ্ছে করোনা প্রবণ এলাকা। কারণ এ অঞ্চলের মানুষ দেশ বিদেশের বিভিন্ন এলাকায় ব্যবসার সঙ্গে জড়িত। জেলার মধ্যে এখন পর্যন্ত সাতকানিয়া উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে সবচেয়ে বেশি।

    আক্রান্ত এসব রোগীর বাসাবাড়ি লকডাউনসহ বিভিন্ন কাজে পুলিশের সম্পৃক্ততা রয়েছে। তাই তাদের সুরক্ষা প্রয়োজন। তা নাহলে এলাকার নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হবে।

    এসব বিষয় বিবেচনায় নিয়ে কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান পিপিইর ব্যবস্থা করেছেন সাতকানিয়া থানা পুলিশের জন্য।

    সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফিউল কবীর বলেন, আমরা শিল্প গ্রুপ কেএসআরএমের কাছ থেকে অতীতে যেকোনো প্রয়োজনে সহযোগিতা পেয়েছি। বর্তমান প্রেক্ষাপটে আমাদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

    আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি করোনা আক্রান্তদের বাড়িঘর ও আশপাশের এলাকায় লকডাউন নিশ্চিত করতে হয় চরম ঝুঁকি নিয়ে।

    কেএসআরএমের পক্ষ থেকে দেওয়া পিপিই করোনাকালে আমাদের এসব ঝুঁকিপূর্ণ কাজে সুরক্ষা নিশ্চিত করবে।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • কর্মরত ফটো সাংবাদিকদের পিপিই দিয়েছে পায়েল ফাউন্ডেশন

    কর্মরত ফটো সাংবাদিকদের পিপিই দিয়েছে পায়েল ফাউন্ডেশন

    চলমান করোনাভাইরাস মোকাবেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশের মত সাংবাদিকরাও ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে নিরলস কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ঢাকাসহ দেশের অনেক জায়গায় সাংবাদিকরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন সিনিয়র সাংবাদিক।

    তাই চট্টগ্রামে মাঠে ময়দানে কর্মরত ফটো সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পিপিই দিয়েছে পায়েল ফাউন্ডেশন।

    পিপিইগুলো কর্মরত ফটো সাংবাদিকদের প্রদানের জন্য চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের (সিপিজেএ) নেতৃবৃন্দের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

    রবিবার (৩ মে) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন অফিসে সিইউজের সাধারণ সম্পাদক শামসুল ইসলামের উপস্থিতিতে সিপিজেএ‘র সাধারণ সম্পাদক হাবিবুর রবের কাছে পিপিই হস্তান্তর করেন পায়েল ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাহাদ চৌধুরী দিপু।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিজেএ‘র উপদেষ্টা মোহাম্মদ ফারুক।

    সিইউজে সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, ‘সরকার ঘোষিত লকডাউনের মধ্যেও সাংবাদিকরা বসে নেই। প্রতিনিয়তই করোনাভাইরাস সংক্রান্ত মানুষের তথ্যের চাহিদা মেটাতে নিরলস কাজ করে যাচ্ছে। করোনা মোকাবেলায় নিজেদের ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবেই নিয়োজিত রেখেছে। এমন পরিস্থিতিতে পায়েল ফাউন্ডেশন যে সাংবাদিকদের সুরক্ষার কথা ভেবেছে সেই ভাবনার জন্য তাঁদের সাধুবাদ জানাই।‘

    পায়েল ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাহাদ চৌধুরী দিপু বলেন, ‘ঢাকা যাওয়ার পথে হানিফ পরিবহনের চালক ও সুপারভাইজার কর্তৃক আমাদের সন্তান পায়েল হত্যার স্মরণে তার নামে গঠিত ফাউন্ডেশন থেকে আমরা লকডাউন শুরু হওয়ার আগে থেকেই বিভিন্ন ত্রাণ কার্য পরিচালনা করে আসছিলাম। কিন্তু আমাদের মনে হয়েছে যে সাংবাদিক ভাইয়েরা আমাদের জন্য নিজেদের জীবন বিপন্ন করে সংবাদ সংগ্রহ করছেন তাঁদের নিরাপত্তায় সহযোগিতা করা দরকার। সেই ভাবনা থেকেই সীমিত সাধ্যের মধ্যে কর্মরত ফটো সাংবাদিকদের জন্য পিপিইগুলো হস্তান্তর করেছি।‘

    ২৪ ঘণ্টা/এম আর

  • প্রান্তিক চিকিৎসকদের জরুরী প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী দিলেন যুবদল নেতা ইকবাল হোসেন

    প্রান্তিক চিকিৎসকদের জরুরী প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী দিলেন যুবদল নেতা ইকবাল হোসেন

    করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যেও প্রান্তিক জনগোষ্ঠীর জরুরী চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তার, স্বাস্থ্য কর্মী এবং ফার্মাসিস্টদের সুরক্ষার জন্য পিপিইসহ সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন।

    আজ সোমবার (২০শে এপ্রিল) দুপুরে নগরীর পতেঙ্গায় এলাকায় সুরক্ষা সরঞ্জামাদি প্রদান কালে
    তিনি বলেন, ডাক্তার, নার্সসহ স্বাস্থ্য কর্মীরা বিশ্বব্যাপী এই মহামারী যুদ্ধে অনেক ঝুঁকিতে রয়েছেন। তাই আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রথমে প্রয়োজন। আপনারা আতঙ্কিত না হয়ে রোগীদের সেবা দিয়ে যাবেন।

    তিনি আরো বলেন, গ্রামীণ জনপদে রোগীদের সেবা যেন নিরাপত্তা রেখে দিতে পারেন তাই চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রচেষ্টা। ডাক্তার ও নার্সদের জন্য আমরা চেষ্টা করবো আরো প্রয়োজনীয় সুরক্ষায় সরঞ্জামাদি দিতে।

    এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবদলের ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ শাকিল সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     

  • পিপিই পাননি ২৫ শতাংশ চিকিৎসক ও ৬০ শতাংশ নার্স

    পিপিই পাননি ২৫ শতাংশ চিকিৎসক ও ৬০ শতাংশ নার্স

    প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগিদের চিকিৎসায় নিয়োজিত ২৫ শতাংশ চিকিৎসক ও ৬০ শতাংশ নার্স এখনও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পাননি। আবার যেসব স্বাস্থ্যকর্মী এসব সুরক্ষা সরঞ্জাম পেয়েছেন তারাও সেগুলোর কার্যকারিতা নিয়ে ‘সন্দিহান’।

    করোনা প্রাদুর্ভাবের মধ্যে করা এক গবেষণা জরিপে এসব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে ব্র্যাক। শনিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ ও বাংলাদেশ হেলথ ওয়াচ জরিপ গবেষণার ফলাফল প্রকাশ করে।

    অতি সংক্রামক মহামারী নভেল করোনাভাইরাসের সংক্রমণ থেকে রেহাই পেতে রোগী থেকে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে পিপিই অত্যন্ত জরুরি ও আবশ্যক। রোগী, চিকিৎসক স্বাস্থ্যকর্মী- কার কোন ধরনের পিপিই প্রয়োজন সেই বিষয়ে নির্দেশনাও রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

    গত ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল টেলিফোনে করা জরিপে দেশের ১৪টি জেলার ৪৩টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের ৬০ জন চিকিৎসক ও নার্স অংশ নেন। পিপিই পরিধান, ব্যবহার ও ব্যবস্থাপনা নিয়ে চিকিৎসকরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন নিজ উদ্যোগে জেনে নিলেও নার্সদের অধিকাংশই এই সংক্রান্ত প্রশিক্ষণ পাননি বলে গবেষণায় উঠে এসছে।

    সংবাদ সম্মেলনে ব্র্যাকের গবেষক বুশরা জেরিন ইসলাম পিপিই নিয়ে স্বাস্থ্যকর্মীদের মনোভাব ও চিকিৎসা নিয়ে তাদের পরিস্থিতি তুলে ধরেন।

    তিনি বলেন, ‘হাসপাতালগুলোর সামনের সারিতে থাকা ৭৫ ভাগ চিকিৎসক এবং ৪০ শতাংশ নার্স পিপিই পেয়েছেন। কিন্তু রেইনকোটের মতো যে পিপিই দেওয়া হয়েছে সেসব আদৌ কাজ করে কি-না তা নিয়ে তারা সন্দিহান।’

    ‘এই ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ হচ্ছে- পিপিই একবার ব্যবহার করে ধ্বংস করতে হবে। কিন্তু আমাদের স্বাস্থ্যকর্মীদের পুনরায় ব্যবহার করার কথা বলা হচ্ছে। আর এটিই স্বাস্থ্যকর্মীদের মধ্যে বড় রকমের মানসিক চাপ তৈরি করছে।’

    এদিকে নভেল করোনাভাইরাস নিয়ে সাধারণ মানুষ কতোটুকু সচেতন তা নিয়ে আরেকটি জরিপ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ। ওই জরিপ চালানো হয় অংশ নেন এক হাজার ৩০৯ জনের ওপর।

    জরিপটির ফলাফল তুলে ধরে গবেষক অতনু রাব্বানী বলেন, ‘মাত্র ৩৮ শতাংশ ব্যক্তি করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে তিন ফুট দূরত্ব বজায় রাখার কথা জানে। আর মাত্র ১৬ শতাংশ বলেছেন তারা হাঁচি-কাশি দিলে কনুই দিয়ে মুখ ঢাকেন। তবে বহু মানুষ এখনও জানে না রোগটি কীভাবে ছড়ায়।’

    ‘জরিপে ৩৭ ভাগ গৃহস্থালিতে কেবল ভাত, ডাল ও আলু খেয়ে জীবনধারণ করার তথ্য উঠে এসেছে। এসব মানুষজন মূলত বাধ্য হয়ে এই রকম পুষ্টিগত দিক বিচারে বৈচিত্র্যহীন খাবার খেয়ে বেঁচে আছে। আর তাদের মধ্যে অধিক মানসিক চাপ লক্ষ্য করা গেছে।’

    বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক মুস্তাক চৌধুরী বলেন, ‘আমাদের কার্যক্রম এখন পর্যন্ত সবকিছু প্রধানমন্ত্রীকেন্দ্রিক। একজনের পক্ষে আর কতটা করা সম্ভব? আমরা করোনাভাইরাস মোকাবেলায় প্রস্তুতির জন্য অনেক সময় পেলেও তা নিতে পারিনি। সময় নষ্ট করেছি। যেমন মসজিদ বন্ধে কয়েক সপ্তাহ সময় নেওয়া এবং গার্মেন্ট শ্রমিকদের নিয়ে বাজে অবস্থা থেকে তা বোঝা যায়।’

    এসময় অন্যদের মধ্যে জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের ডিন অধ্যাপক সাবিনা ফয়েজ রশীদ বক্তব্য দেন।

  • করোনা’য় হরিলুট! ১৮০ টাকার মাস্ক ১৫শ টাকায় বিক্রি, মজুদ পিপিই ও চায়না কিট

    করোনা’য় হরিলুট! ১৮০ টাকার মাস্ক ১৫শ টাকায় বিক্রি, মজুদ পিপিই ও চায়না কিট

    ২৪ ঘণ্টা ডেস্ক নিউজ || করোনা সংক্রমনে যেখানে সারাদেশ ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেখানে দেশের এক শ্রেনীর মুনাফা লোভী ব্যবসায়িরা বিপুল মুনাফা লাভের জন্য করোনা চিকিৎসায় ব্যবহৃত সব সুরক্ষা সামগ্রী মজুদ করে

    পিপিই সংকটে একের পর এক আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা। অথচ মাস্ক, হ্যান্ড গ্লোবস, স্যানিটাইজার, পিপিইসহ করোনা কালে প্রয়োজন এমন সকল সামগ্রী মজুদ রেখে বেশি দামে বিক্রি করছে মুনাফালোভীরা।

    মাত্র ১৮০ টাকার একটি মাস্ক এন নাইন্টি ফাইভ নাম দিয়ে বিক্রি হচ্ছে ১৫শ টাকায়। এ যেন দুর্যোগের সুযোগে হরিলুট।

    বৃহস্পতিবার সন্ধ্যায় (১৬ এপ্রিল)
    রাজধানীর বাংলামোটরের জহুরা স্কয়ার মার্কেটের এবিসি করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে করোনার কিট ও পিপিইর বিশাল মজুদ পাওয়া গেল এখানে। সঙ্গে আছে মাক্স, হ্যান্ড গ্লোবস, স্যানিটাইজারসহ চিকিৎসায় ব্যবহৃত সব সুরক্ষা সামগ্রী।

    এসব সামগ্রী উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে প্রতিষ্ঠানটির পরিচালকসহ ৩ জনকে।এন নাইনটি ফাইভ মাস্ক

    পুলিশ জানায়, প্রতিষ্ঠানটিতে নকল এন৯৫ মাস্ক তৈরি হচ্ছে এমন খবরে এ অভিযান চালানো হয়।

    ডিএমপি রমনা জোন এডিসি আজিমুল হক জানান, আমাদের চেকপোস্টে একব্যক্তি অভিযোগ করে তাকে ২০টি মাস্ক ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

    এ অভিযোগের প্রেক্ষিতে আমরা এখানে অভিযান পরিচালনা করি তার মালিককে ধরতে সক্ষম হয়েছি।

    এখানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মাস্ক, পিপিইসহ সুরক্ষা সরঞ্জাস এবং চায়না মেডিকেল কিট উদ্ধার করেছি। এসব সামগ্রী তারা চড়া মূল্যে বিক্রি করছে।

    প্রতিষ্ঠানটির কাছে এসব সুরক্ষাসামগ্রী আমদানি ও মজুদের পক্ষে সুনির্দিষ্ট কোনো কাগজপত্র পাওয়া যায়নি। অবৈধ মজুদের দায়ে প্রতিষ্ঠানটির পরিচালকসহ আটক ৩ জনের বিরুদ্ধে কালোবাজারীর অভিযোগে নিয়মিত মামলা করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

    এ ঘটনায় আরো কেউ জড়িত কিনা জানতে তদন্ত শুরু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • সরকারের অব্যবস্থাপনার কারণে হাসপাতালগুলোতে অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে:খসরু

    সরকারের অব্যবস্থাপনার কারণে হাসপাতালগুলোতে অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে:খসরু

    করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় সরকারের অব্যবস্থাপনার কারণে হাসপাতালগুলোতে অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

    বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে চট্টগ্রামের ৫ টি বেসরকারি হাসপাতালে ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার পক্ষ থেকে পিপিই বিতরনকালে এক অনুষ্ঠানে স্কাইপেতে যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

    আমীর খসরু বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হলে হাসপাতালগুলোতে পর্যাপ্ত কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। যে হাসপাতালগুলোতে চিকিৎসার কথা বলা হচ্ছে সে হাসপাতালগুলোতে আসলে কোনো চিকিৎসা নাই। হাসপাতালের যারা নার্স আছেন তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই। এই যে চরম অব্যবস্থাপনা তৈরি হয়েছে তার একটা মাত্র কারণ হচ্ছে- সরকারের চরম অবহেলা এবং অজ্ঞতা অথবা সেই মানসিকতাই তাদের তৈরি হয়নি কিভাবে এই জিনিসটাকে মোকাবিলা করতে হয়।

    তিনি বলেন, বর্তমানে একটা ভয়াবহ অমানবিক পরিস্থিতি বিরাজ করছে। সারাদেশের চিকিৎসকগগণ তাদের জীবনের ঝুকি নিয়ে করোনা রোগিদের সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু সরকার চিকিৎসকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পিপিই দিতে পারেনি। ইতিমধ্যে দুইজন চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা এই অবস্থা থেকে বেরুনোর জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি। আসুন আজকে আমরা যে যেখানে আছি, যেভাবে পারি আমরা যেন মানুষের জন্যে এই চরম দুর্দিনে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ইউএসটিসি, মা শিশু ও জেনারেল হাসপাতাল, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, সাউদার্ণ মেডিকেল কলেজ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে পিপিই প্রদান করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারন সম্পাদক আবুল হাসেম বক্কর, সিঃ সহ সভাপতি আবু সুফিয়ান,সাবেক সাধারন সম্পাদক একরামুল করিম, ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. মো: জসিম উদ্দিন, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, ডা. মো: আবুল কালাম,ডা. কামরুন নাহার দস্তগীর, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ডা. মো: আব্বাস উদ্দীন, ড্যাব মেডিকেল শাখার সাধারন সম্পাদক ডা. মো: ফয়েজুর রহমান, ড্যাব জেলা শাখার সাধারন সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. মিনহাজুল আলম, ডা, রানা চৌধুরী, ডা. ফাহিম উদ্দীন, ডা, মোঃ তারেক। পিপিই পুরো সমন্বয় করেন চট্টগ্রাম মহানগর বিএনপির স্বাস্হ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম।

     

  • গণমাধ্যমকর্মীদের পিপিই দিল কেএসআরএম

    গণমাধ্যমকর্মীদের পিপিই দিল কেএসআরএম

    চট্টগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়ে এগিয়ে এলো ইস্পাত নির্মাণকারী শিল্পগ্রুপ কেএসআরএম।

    বুধবার (৮ এপ্রিল) বিকালে টিভি জার্নালিস্টস এসোসিয়েশন (টিজেএসি) চট্টগ্রাম’র সভাপতি ও বাংলাভিশনের ব্যুরো প্রধান নাসির উদ্দিন তোতার হাতে কেএসআরএমের পক্ষে এসব পিপিই তুলে দেন প্রতিষ্ঠানের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম।

    এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এসোসিয়েশনের সহ-সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী ও এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও ডিবিসি নিউজের ব্যুরো প্রধান মাসুদুল হক।

    এ প্রসঙ্গে কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম বলেন, দেশ ও দেশের মানুষের সংকট ও সমস্যায় সবসময় এগিয়ে আসে কেএসআরএম। সেই ধারাবাহিকতায় এ অঞ্চলের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পর গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় এগিয়ে এসেছে দেশের বৃহত্তর ইস্পাত প্রস্তুতকারী শিল্পগ্রুপ কেএসআরএম। সাংবাদিকরা দেশের যেকোনো যুদ্ধ, বিগ্রহ ও দুর্যোগকালীন পরিস্থিতিতে সংবাদ পরিবেশনের মাধ্যমে সঠিক তথ্য ও পরিস্থিতি তুলে ধরেন জাতির সামনে। নানা প্রতিকূলতায় তাদেরকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করতে হয়। অথচ বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে যেখানে পুরো বিশ্ব থমকে আছে, ঘরে থাকার বাধ্যবাধকতা রয়েছে এমন পরিস্থিতিতেও গণমাধ্যমকর্মীরা ঝুঁকি নিয়ে ঘটনার পেছনে ছুটছে নিরন্তর। তাই তাদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েছে কেএসআরএমের উপ ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান। মূলত তাঁর উদ্যোগ ও আন্তরিকতায় এ অঞ্চলের গণমাধ্যমকর্মীদের জন্য এসব পিপিই দেওয়া হয়েছে।

    টিভি জার্নালিস্টস এসোসিয়েশন চট্টগ্রাম’র সভাপতি নাসির উদ্দিন তোতা বলেন, করোনা পরবর্তী বিশ্ব পরিস্থিতি কেমন হবে তা অনুমান করা যাচ্ছে না। দিনদিন পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে উঠছে। প্রতিনিয়ত বড় হচ্ছে লাশের মিছিল। কিন্তু এ অবস্থায়ও গণমাধ্যমকর্মীদের ঘরে থাকার কোনো সুযোগ নেই। সকাল সন্ধ্যা ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করতে হচ্ছে। দেশের যেকোনো পরিস্থিতির আপডেট কিন্তু আমরাই দিয়ে থাকি। প্রতিনিয়ত আমাদের পেশাগত ঝুঁকির মধ্যে থাকতে হয়। এমন পরিস্থিতিতে যে কয়েকটি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে তাদের মধ্যে কেএসআরএম অন্যতম। অতীতেও আমরা আমাদের যেকোনো প্রয়োজনে কেএসআরএমকে পাশে পেয়েছি। আমরা আশা করছি গণমাধ্যমকর্মীদের প্রতি এমন আন্তরিক সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।