Tag: পিপিই প্রদান

  • মৃতদেহ দাফন ও সৎকার কাজে জড়িত দুই সংগঠনকে পায়েল ফাউন্ডেশনের পিপিই প্রদান

    মৃতদেহ দাফন ও সৎকার কাজে জড়িত দুই সংগঠনকে পায়েল ফাউন্ডেশনের পিপিই প্রদান

    করোনা দুর্যোগের শুরু থেকে করোনায় মৃত্যুবরণ করা মানুষের মৃতদেহ দাফন ও সৎকারের কাজে নিয়োজিত আছে চট্টগ্রামের ‘এস আই পি এফ মুর্দাসেবা প্রকল্প’ এবং ‘করোনা মৃতদেহ সৎকার স্বেচ্ছাসেবক সংঘ’ নামক দুটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ দুটি সংগঠনকে পায়েল ফাউন্ডেশনের পক্ষ থেকে পঞ্চাশটি পিপিই উপহার হিসেবে দেয়া হয়েছে।

    করোনা মহামারির এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছে মানুষ। সেই সব মরদেহের লাশ দাফন কিংবা সৎকারে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছে স্বেচ্ছাসেবকরা। আর সেই সব স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্য সুরক্ষায় পিপিই দিয়ে এগিয়ে এসেছে পায়েল ফাউন্ডেশন।

    কাজীর দেউড়ী এস আলম টাওয়ারের নিচে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রবিবার বিকালে এ সুরক্ষা সামগ্রী দুই সংগঠনকে প্রদান করা হয়।

    পায়েল ফাউন্ডেশনের এর পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়্যারম্যান ফাহাদ চৌধুরী দীপু।

    এসময় চট্টগ্রামের এস আই পি এফ মুর্দাসেবা প্রকল্প এবং করোনা মৃতদেহ সৎকার স্বেচ্ছাসেবক সংঘ নামে দুটি সংগঠনের মাঝে উন্নতমানের পিপিই উপহার হিসেবে তুলে দেয়া হয়।

    এস আই পি এফ মুর্দাসেবা সংগঠনের পরিচালক মোহাম্মদ শাহজাহান ও করোনা মৃতদেহ সৎকার স্বেচ্ছাসেবক সংঘের আহবায়ক সুমন পাল উপস্থিত থেকে সুরক্ষা সামগ্রী গ্রহন করেন। দুটি সংগঠনকেই পঁচিশটি করে পিপিই দেয়া হয়েছে।

    করোনা মহামারি শুরু হত্তয়ার পর থেকে জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে চলেছে এস আই পি এফ ও করোনা মৃতদেহ সৎকার স্বেচ্ছাসেবক সংঘ। নিজেদের আক্রান্ত হত্তয়ার বিষয়টি উপেক্ষা করে নিরলস ভাবে কাজ করে চলেছে এই দুটি সংগঠন।মারা যাওয়ার খবর শোনার সাথে সাথেই মৃতদেহ দাফন কিংবা সৎকারেরর কাজে ছুটে যায় স্বেচ্ছাসেবকরা। যেখানে করোনা আক্রান্তে মারা যাত্তয়াদের মৃতদেহ স্পর্শ করছে না আত্মীয়স্বজন। সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবিকতাে অনন্য নজির স্থাপন করছে সংগঠর দুটি।

    এই সময় পায়েল ফাউন্ডেশনের চেয়্যারম্যান ফাহাদ চৌধুরী দীপু বলেন, করোনা শুরু হত্তয়ার পর থেকে পায়েল ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সাহায্য, সহযোগিতা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় যারা জীবনের ঝুঁকি নিয়ে মৃতদেহ দাফন কিংবা সৎকারের কাজ করছেন তাদের সাহায্যে এগিয়ে আসা হয়েছে। সেই জন্য দুই সংগঠনকে পঁচিশটি করে পঞ্চাশটি পিপিই দেয়া হয়েছে। ভবিষ্যতে যে কোন মানবিক কাজে এগিয়ে আসার অঙ্গীকার করে পায়েল ফাউন্ডেশন।

    এসময় দীপ্ত টিভির ব্যুরো চীফ লতিফা আনসারী রুনা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোহাম্মদ মহহরম হোসাইন, সময় টেলিভিশনের সিনিয়র রির্পোটা পার্থ প্রতীম বিশ্বাস, প্রথম আলোর চিত্র সাংবাদিক জুয়েল শীল ও শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি ফয়সাল মাহমুদ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ডে একশ’ পল্লী চিকিৎসককে উপজেলা চেয়ারম্যান মামুন’র পিপিই প্রদান

    সীতাকুণ্ডে একশ’ পল্লী চিকিৎসককে উপজেলা চেয়ারম্যান মামুন’র পিপিই প্রদান

    সীতাকুণ্ড প্রতিনিধি:::সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নের পল্লী চিকিৎসকদের মাঝে একশটি পিপিই দিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম আল মামুন।

    উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার পল্লী চিকিৎসকদের মাঝে প্রথম পর্যায়ে ১০০ জনকে উক্ত পিপিই প্রদান করেন এস. এম. আল মামুন এর পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী সাইদুর রহমান মারুফ। পরবর্তীতে বাকী চিকিৎসকদের মধ্যেও পিপিই দেওয়া হবে।

    পিপিই বিতরণ প্রসঙ্গে এস.এম আল মামুন বলেন, এই দর্যোগ পরিস্থিতিতে সমাজের গরীব, অসহায় মানুষদের পাশে দাড়াঁনো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। এছাড়া মহামারী করোনা ভাইরাসে বড় ভুমিকা পালন করছে হাসপাতালের চিকিৎসকরা। তাদেরও নিরাপত্তার দরকার। বিষয়টি মাথায় রেখে আমরা তাদের জন্য সুরক্ষামূলক পিপিই দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমধাপে একশজনকে দেওয়া হবে পরিবর্তে বাকীদেরও দেওয়া হবে।

    তিনি দেশের এই দূর্যোগ পরিস্থিতে প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার সকল পল্লী চিকিৎসকদেরকে মানুষের চিকিৎসা সেবা প্রদান করার জন্য আহবান জানান।

    দূর্যোগ মূহুর্তে মানুষ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সে অনুরোধ করেন চিকিৎসকদের প্রতি।