Tag: পিরোজপুর

  • পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় নিহত ১

    পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় নিহত ১

    পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর পঞ্চাইত (৬০) স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজের (কলার ছড়ি) সমর্থক।

    বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর পঞ্চাইত উপজেলার মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাংগা গ্রামের তোতাম্বর পঞ্চাইতের ছেলে।

    স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী বিরোধের জের ধরে গতকাল বুধবার নিজ বাড়ি থেকে বাদুরা বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

     

  • মানবতাবিরোধী অপরাধ : পিরোজপুরের ৪ জনের মৃত্যুদণ্ড

    মানবতাবিরোধী অপরাধ : পিরোজপুরের ৪ জনের মৃত্যুদণ্ড

    মানবতাবিরোধী অপরাধের মামলার পিরোজপুরের ভান্ডারিয়ার আব্দুল মান্নানসহ চারজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    বৃহস্পতিবার (২০ জুলাই) চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন।

    আসামিরা হলেন- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া এলাকার আব্দুল মান্নান হাওলাদার ওরফে আ. মান্নান ডিলার ওরফে মান্নাফ, একই এলাকার আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার, চরখালী এলাকার মো. মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ (জামিনে) এবং নুরুল আমিন হাওলাদার (পলাতক)।

    ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সাহিদুর রহমান। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট গাজী এমএইচ তামিম।

    এর আগে গত ১৮ জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলার পিরোজপুরের ভান্ডারিয়ার আব্দুল মান্নানসহ চারজনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    আসামিদের বিরুদ্ধে অবৈধ আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ ধর্ষণ হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে।

    চারটি অভিযোগে ২৪ জনকে হত্যা, একজনকে ধর্ষণ, আসামিদের গুলিতে তিন ব্যক্তি ও এক নারীকে গুরুতর জখম, এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যুর কথা বলা হয়েছে।

    চার আসামি মুক্তিযুদ্ধের সময় কনভেনশন মুসলিম লীগের সমর্থক হলেও বর্তমানে তারা জামায়াতে ইসলামীর সমর্থক।

  • লোহাগাড়ায় চুরি হওয়া ট্রাক পিরোজপুর থেকে উদ্ধার

    লোহাগাড়ায় চুরি হওয়া ট্রাক পিরোজপুর থেকে উদ্ধার

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের পুরাতন থানা এলাকায় চুরি হওয়া একটি ট্রাক পিরোজপুর জেলা সদর এলাকা থেকে উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

    এ সময় ট্রাক চুরির অভিযোগে শরীফুল ইসলাম (২৭) নামের এক চোরকে আটক করা হয়েছে।

    ৮ জুলাই (বুধবার) দুপুর ১২টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্য্যালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংকালে এ সফল অভিযানের তথ্যাদি নিশ্চিত করেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ।

    আটক চোর শরীফুল ইসলাম খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ইসলামপুর এলাকার রহিম উল্লাহর পুত্র। সে একজন পেশাদার চোর এবং আন্ত: জেলা ট্রাক চোর চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে। আজ বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

    লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহামুদ ব্রিফিংকালে জানান, গত ২৯ জুন রাতে লোহাগাড়া উপজেলা সদরের পুরাতন থানা এলাকা থেকে ট্রাকটি চুরি হয়। এর পরেরদিন ট্রাকটির মালিক মিজানুর রহমান বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্তকাজ শুরু করে। ট্রাকটি উদ্ধার ও চোর ধরতে মাঠে নেমে পড়ে পুলিশ।

    গত ৫ জুলাই রাতে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ টিম চট্টগ্রাম নগরীর ২ নাম্বার গেইট এলাকায় টানা কয়েকদফা অভিযান চালিয়ে প্রথমে পেশাদার ট্রাক চোর চক্রের সদস্য শরীফুলকে আটক করা হয়।

    পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ট্টাকটি চুরি করার তথ্য স্বীকার করে। পরে সে চুরি হওয়া ট্রাকটি পিরোজপুর জেলার সদর থানাধীন পানির ট্যাংকি এলাকায় রেখে এসেছে বলে তথ্য দেয়।

    পুলিশ তার দেয়া তথ্য অনুযায়ী সেখানে অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করে মঙ্গলবার রাতে লোহাগাড়া থানা হেফাজতে নিয়ে আসে। আজ বুধবার দুপুরে আটক ট্টাক চোর শরিফুল ইসলামকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ

  • পিরোজপুরের সেই বিচারকের বদলি কেন অবৈধ নয় : হাইকোর্ট

    পিরোজপুরের সেই বিচারকের বদলি কেন অবৈধ নয় : হাইকোর্ট

    সাবেক সংসদ সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল দম্পতিকে দুর্নীতির মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানো বিচারক মো. আবুল মান্নানকে প্রত্যাহার কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

    পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আবুল মান্নানকে প্রত্যাহার এ সংক্রান্ত কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন ভিত্তিতে বুধবার (৪ মার্চ) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সুয়োমোটো এই রুল জারি করেন।

    আগামী ১১ মার্চের মধ্যে আইন মন্ত্রণালয়ের সচিব ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    আইনজীবী ইউনুছ আলী আকন্দ দিনের সংবাদপত্রে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদ আদালতের নজরে আনেন।

    উল্লেখ্য, দুর্নীতির একটি মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এবং তার স্ত্রী লায়লা ইরাদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল মান্নান।

    মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে এ আদেশ দেওয়ার পর অপরাহ্ন তিনটায় আইন মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে বদলির (স্ট্যান্ড রিলিজ) নির্দেশ পান ওই বিচারক। তার স্থলাভিষিক্ত করা হয়ে অধস্তন বিচারকে। নতুন দায়িত্বপ্রাপ্ত বিচারক বিকালের মধ্যে ওই দম্পত্তির জামিন দেন।

  • জামিন না দিতে আদালতকে প্রভাবিত করেন মন্ত্রী রেজাউল

    জামিন না দিতে আদালতকে প্রভাবিত করেন মন্ত্রী রেজাউল

    পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল অভিযোগ করে বলেন, দুদকের মামলায় আমার জামিন নামঞ্জুর করতে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মান্নানকে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম প্রভাবিত করেন।

    বুধবার (৪ মার্চ) পিরোজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন একেএমএ আউয়াল।

    আউয়াল বলেন, তিনি প্রভাব খাটিয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে জামায়াত-বিএনপির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিভিন্ন স্থানে তার প্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন।

    মঙ্গলবার জেলা ও দায়রা জজ আবদুল মান্নান তিনটি পৃথক দুর্নীতি মামলায় আউয়াল ও তার স্ত্রী লিলি পারভীনের জামিন আবেদন নাকচ করার চার ঘণ্টার মধ্যে তাকে মুক্তি দেয়া হয়। বদলি করা হয় বিচারককে। পরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নাহিদ নাসরিন অভিযুক্তদের রিভিউ আবেদনের প্রেক্ষিতে দুই মাসের জামিন মঞ্জুর করেন।

    মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে লিখিত বক্তব্যে আউয়াল বলেন, মন্ত্রী রেজাউল তার ভাইদের অনৈতিকভাবে ঠিকাদারি কাজে যুক্ত করে কয়েকশ’ কোটি টাকার কাজ বাগিয়ে নিয়েছেন। তিনি জি কে শামীমের কাছ থেকে তিনটি গাড়ি উপহার নিয়ে পাঁচ হাজার কোটি টাকার ঠিকাদারি কাজ দিয়েছেন।

    ১৯৭১ সালে মাত্র ৯ বছর বয়স থাকা রেজাউল করিম মুক্তিযুদ্ধে অংশ নেয়ার বিষয়ে মিথ্যাচার করেছেন বলেও আউয়াল এ সময় অভিযোগ করেন।

    এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট।

  • পিরোজপুরে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

    পিরোজপুরে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ঈগল পরিবহনের বাসচাপায় অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

    রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মুসুল্লিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

    মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বাসচাপায় তিনজন নিহতেন বিষয়টি নিশ্চিত করেছন।

    স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে মঠবাড়িয়াগামী ঈগল পরিবহনের বাসটি একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনযাত্রী নিহত হন। এতে আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

  • ড্রাইভিং সিটে হেলপার,বাস খালে

    ড্রাইভিং সিটে হেলপার,বাস খালে

    পিরোজপুরের ইন্দুরকানীতে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৫-৬ জনকে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার চরবলেশ্বর গ্রামের এ সড়ক দুর্ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানিয়েছেন, পিরোজপুর থেকে আসা ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৬-২৩১৯) যাত্রীবাহী মির্জাগঞ্জ ট্রাভেলসের (যশোর- ব ১০৬৫) বাসটি অতিক্রম করার সময় পাশে ধাক্কা লাগে। এ সময় যাত্রীবাহী বাসটির একপাশের চাকা পাকা রাস্তার পাশে নরম মাটিতে চলে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খালে গিয়ে পড়ে। বাসে স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী ও নারী-শিশুসহ প্রায় ৪০ জন যাত্রী ছিল।

    ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, চালকের বদলে হেলপার বাস চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে। আমরা ট্রাকটি আটক করেছি। বাসও উদ্ধার করা হচ্ছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

  • পিরোজপুরে সাবেক ছাত্রলীগ নেতার বাসা থেকে ফেনসিডিল উদ্ধার

    পিরোজপুরে সাবেক ছাত্রলীগ নেতার বাসা থেকে ফেনসিডিল উদ্ধার

    পিরোজপুরে অভিযান চালিয়ে ৩০৩ বোতল ফেনসিডিল ও নগদ প্রায় ৫ লাখ টাকাসহ কলেজ মশিউর রহমান ওরফে শুভ (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

    রোববার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

    এ সময় তার সহযোগী ও পৌর এলাকার আলামকাঠী গ্রামের বাসিন্দা রনজিৎ কুমার বসুর ছেলে সঞ্জয় কুমার বসুকেও (৩০) আটক করা হয়।

    আটক শুভ পিরোজপুর সদর উপজেলার চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক। তিনি সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের বড়জালা গ্রামের মৃত আশ্রাফ আলী খানের ছেলে এবং পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এমডি মেজবাউদ্দিন সাবুর ভাই।

    পুলিশ জানায়, পিরোজপুর সদর থানার পুলিশের একটি দল রোববার রাত ১১টার দিকে পিরোজপুর পৌরসভার ঝাটকাঠী এলাকার নিজ বাসা থেকে শুভকে আটক করে। এর আগে পুলিশ রাত ৮টা থেকে শুভর বাসা ঘিরে রেখে ব্যাপক তল্লাশি চালায়। এসময় তার শয়নকক্ষের বক্স খাটের নিচে অভিনব কায়দায় রাখা ৩০৩ বোতল ফেনসিডিল এবং বাসার আলমীরা থেকে নগদ ৪ লাখ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করে।

    অভিযানের নেতৃত্বে থাকার পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মশিউর রহমান শুভর বাসায় অভিযান চালায়।

    সদর থানার ওসি নূরুল ইসলাম বাদল জানান, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।