Tag: পিষ্ট হয়ে

  • সীতাকুণ্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেল ৬ বছরের শিশু

    সীতাকুণ্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেল ৬ বছরের শিশু

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিথি দাস নামে ৬ বছর বয়সী এক শিশু কন্যা মারা গেছে।

    আজ শনিবার (২৮মার্চ) সকাল ৯ টার সময় উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার ৮ নং ওয়ার্ডে জেলেপাড়ায় এঘটনা ঘটে। নিহত তিথি দাস একই এলাকার কৃষ্ণ জলদাসের কন্যা।

    জানা যায়, শনিবার সকালে খেলা করার সময় কুমিরা-সন্দ্বীপ ফেরী ঘাট রোড দিয়ে যাতায়াতকারী রড বোঝায় একটি ট্রাক
    ( চট্ট মেট্রো ট-১১-৭৬৬৬) তিথিকে চাপা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিথি মারা যায়।

    স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই রবিচরণ ঘটনাস্থলে উপস্থিত হয়। ট্রাক চালক মো. নিজামেকে গাড়িসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    ২৪ ঘন্টা/ কামরুল দুলু/ আর এস পি

  • বন্য হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে নারীর মৃত্যু

    বন্য হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে নারীর মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার উত্তর গুয়াপঞ্চক হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত নারীর নাম দেবী রানী দে (৪৫)। তিনি একই এলাকার ডা. অরুন কান্তি দে’র স্ত্রী। হাতির আক্রমনে দেবী রানীর শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, রবিবার দিবাগত রাতে জন্য হাতিটি পাহাড় থেকে উত্তর গুয়াপঞ্চক হিন্দুপাড়ায় এসে বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করে।

    এসময় হাতিটিকে তাড়াতে এলাকাবাসি ছুটে এলে হাতিটির সামনে পড়ে যায় দেবী রানী। নিজ ঘরের সামনে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

    বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে বন্য হাতির আক্রমণে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।

  • হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

    হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছে আবদুল আলম নামের এক কৃষক।

    আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জঙ্গল আমুচিয়ার বড়খীল এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটে।

    নিহত প্রবাসী আবদুল আলম উপজেলার উত্তর কড়লডেঙ্গার ছদর আলী চৌকিদার বাড়ীর মৃত হাকি মিয়ার ছেলে। তিনি ৪ কন্যার সন্তানের জনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    স্থানীয়রা জানান আবদুল আলম গত ৫ বছর আগে মধ্যপ্রাচ্য থেকে দেশে আসেন এবং ব্রুনাইয়ের যাওয়ার জন্য ভিসা আসায় আগামী মাসে আবারো বিদেশ যাওয়ার কথা ছিলো।

    আজ বুধবার ভোরে নিজের জমি দেখতে গিয়ে হাতির পালের কবলে পড়ে যান। হাতির পদদলিত হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

    তথ্যটি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন জানান হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ২৪ ঘন্টা/পুজন সেন/রাজীব..