Tag: পুকুর

  • রাউজানে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

    রাউজানে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে জামাল উদ্দিন (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকার সুলতানপুর গ্রামের খুলুন সিকদার বাড়ির মৃত সিদ্দিক আহমেদের পুত্র।

    নিহতর স্ত্রী রওশন আরা বেগম জানান, গত শুক্রবার জুমার নামাজের পর জামাল উদ্দিন পরিবারের সদস্যদের সাথে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন। সেখান থেকে ফেরার পথে সে তার কর্মস্থল মুন্সিরঘাটাস্থ পাকখাইন্নে পুকুরের গ্যাস সিলিন্ডারের দোকানে চলে যান। কর্মস্থল থেকে রাতে বাড়ি না ফেরায় তার মোবাইল বেশ কয়েকবার কল করেও কোনো সাড়া না পাওয়ায় আমরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান পাইনি।

    শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাউজান থানার পুলিশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পালিত পাড়ার কালুপদ ডাক্তারের বাড়ির পেছনে একটি পুকুর থেকে তার লাশটি উদ্ধার করে। নিহতর স্ত্রীর দাবি তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

    রাউজান থানার উপ-পরিদর্শক মো. ইসমাইল জানান, পুকুর থেকে জামাল উদ্দিন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার
    শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। মোবাইল ও জুতা পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • শ্বশুরকে গলা কেটে হত্যা জামাতার, পুকুরে মিলল ছুরি-হ্যান্ড গ্লাভস

    শ্বশুরকে গলা কেটে হত্যা জামাতার, পুকুরে মিলল ছুরি-হ্যান্ড গ্লাভস

    সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের বিশ্বাসপাড়ায় কৃষক মোসলেম উদ্দীন বিশ্বাসকে (৬৫) গলা কেটে হত্যার ঘটনায় ব্যবহৃত ছুরি ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নিহতের বাড়ির ৫০০ গজ দূরের একটি পুকুর থেকে এসব উদ্ধার করা হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডের সময় হত্যাকারীর শরীরে পরিহিত জ্যাকেট ও কাদামাখা প্যান্ট উদ্ধার করা হয়েছে। এ সময় নিহতের জামাতাকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতার আবুল কালাম আজাদ দেয়াড়া দাখিল মাদরাসার শিক্ষক ও নিহত মোসলেম উদ্দীন বিশ্বাসের ছোট মেয়ের জামাই। নিহত কৃষক মোসলেম উদ্দীন দেয়াড়া গ্রামের মৃত. নঈমুদ্দীনের ছেলে।

    সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মীর্জা সালাউদ্দিন বলেন, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও হত্যার রহস্য উন্মোচনে প্রযুক্তিকে কাজে লাগিয়ে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে শুক্রবার সকালে গ্রেফতার করা হয় নিহত মোসলেম উদ্দীন বিশ্বাসের ছোট জামাতা দেয়াড়া দাখিল মাদরাসার শিক্ষক আবুল কালাম আজাদকে।

    তার স্বীকারোক্তি মোতাবেক নিহতের বাড়ির ৫০০ গজ দূরের একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নিহতের ভাতিজার ঘর থেকে হত্যাকাণ্ডের সময় তার গায়ে থাকা জ্যাকেট ও কাদামাখা প্যান্ট উদ্ধার করা হয়েছে।

    পারিবারিক বিরোধের জের ধরে ২৪ নভেম্বর দিবাগত রাতের কোন একসময় বাড়িতে কেউ না থাকায় কৃষক মোসলেম উদ্দীন বিশ্বাসকে গলা কেটে হত্যা করেন জামাতা। এ কাজে তাকে সহযোগিতা করেন নিহতের ভাতিজা।

  • রাণীশংকৈলে পুকুর থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার

    রাণীশংকৈলে পুকুর থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জেলার রাণীশংকৈল উপজেলায় পুকুর থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার ধর্মগড় ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রামে মা ও তার দুই সন্তানের লাশ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে প্রতিবেশীরা।

    মৃতরা হলেন, ওই গ্রামের আকবর হোসেনের স্ত্রী আরিদা খাতুন (৩২), তার মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী আঁখি (১১) ও তার ছেলে আরাফাত (৪)।

    প্রতিবেশীরা জানান,  আজ ভোর ৬টার দিকে আরিদা ও তার সন্তানদের লাশ পুকুরে ভাসতে দেখা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়া হয়। তাদের মুখে বিষের গন্ধ পাওয়া যায় বলেও জানান তারা।

    স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় ফেরিওয়ালা আকবর আলীর সঙ্গে স্ত্রী আরিজা খাতুনের বুধবার সন্ধ্যায় ঝগড়া হয়। এক পর্যায়ে রেগে গিয়ে তাকে বাড়ি থেকে চলে যেতে বলেন। পরে বৃহস্পতিবার সকালে আকবরের বাবা সিরাজুল ইসলাম মাঠ থেকে বাড়ি ফেরার সময় পাশের ডোবায় তাদের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করেন।

    ঘটনার সত্যতা নিশ্চত করেছেন রাণীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল।

    তিনি বলেন, একটি সাড়ে চার ফিট গভীর ডোবা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অনেকদিন থেকেই তাদের পারিবারিক ঝামেলা চলছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহলকে কেন্দ্র করে এমনটি ঘটছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। মৃত আরিজার স্বামী আকবর আলী পুলিশি হেফাজতে রয়েছে।

    ২৪ ঘণ্টা/রিহাম/গৌতম চন্দ্র বর্মন

  • বোয়ালখালীতে পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

    বোয়ালখালীতে পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ মো.এনামুল হক (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

    বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নে সাদারপাড়া এলাকার একটি মসজিদের পুকুরে অজু করতে নামলে এ ঘটনা ঘটে।

    নিহত এনামুল হক ওই এলাকার সাদারপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের অলি সিকদার পাড়ার মৃত সোলাইমান সওদাগরের ছেলে।

    বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, মসজিদের পুকুরের পানি নিষ্কাশনের জন্য বসানো বৈদ্যুতিক মোটরের কারণে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে গিয়েছিলো। ওই পুকুরে বুধবার রাতে অজু করতে নামলে এনামুল বিদ্যুৎ স্পৃষ্ট হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

    ২৪ ঘণ্টা/এম আর/পূজন

  • লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

    লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল মো: মাঈনুদ্দিন বিন নাজিম জায়েদ নামে আড়াই বছরের এক শিশু।

    বুধবার (১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আধু ফকির পাড়ায় এ ঘটনাটি ঘটে। সে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আধু ফকির পাড়ার মুহাম্মদ নাজিম উদ্দিনের ছেলে।

    স্থানীয় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এসএম ইউনুছ বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত শিশুর চাচা মুহাম্মদ রবিউল ইসলাম জানান, ঘটনার দিন শিশু জায়েদ বাড়ীর উঠানে খেলছিল। সে খেলার চলে পরিবারের সবার অগোচরে বাড়ীর পার্শ্ববর্তী বুইরগ্যা নামক পুকুরে পড়ে যায়। শিশু জায়েদকে বাড়িতে দেখতে না পেয়ে চতুর্দিকে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান স্বজনেরা। পরে পুকুর থেকে লাশটি উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এদিকে, নিহত শিশু জায়েদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ

  • ছাত্রলীগ নেতাকর্মীরা পুকুরে ফেলে দিল অধ্যক্ষকে (ভিডিও)

    ছাত্রলীগ নেতাকর্মীরা পুকুরে ফেলে দিল অধ্যক্ষকে (ভিডিও)

    ছাত্রলীগের দুই নেতাকর্মী ক্লাসে নিয়মিত উপস্থিত না থাকায় ফরম ফিলাপের সুযোগ দেননি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ। এ কারণে তাকে লাঞ্ছিত করে পুকুরে ফেলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

    শনিবার (২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে। পরে অধ্যক্ষ সাঁতরে পুকুরের কিনারে আসলে আশপাশে থাকা কর্মকর্তা-কর্মচারীরা তাকে উদ্ধার করেন।

    জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ও কম্পিউটার প্রকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী কামাল হোসেন সৌরভের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ওই অধ্যক্ষের কার্যালয়ে যান। তিনি প্রয়োজনীয় সংখ্যক ক্লাস না করে এবং মিডটার্ম পরীক্ষায় অংশ না নিয়েও চূড়ান্ত পরীক্ষার ফরম ফিলাপের সুযোগ চান। সঙ্গে আরেক ছাত্রলীগ কর্মীকেও সুযোগ করে দিতে বলেন।

    অধ্যক্ষ তাদের দাবি শুনে জানিয়ে দেন- কারিগরি শিক্ষায় ৭৫ ভাগ ক্লাস না করলে এবং মিডটার্ম পরীক্ষায় অংশ না নিলে ফাইনাল পরীক্ষা দেয়ার কোনো সুযোগ নেই। কারণ এতে সে কিছুই শিখেনি বলে প্রতীয়মান হয়। ছাত্রলীগ নেতাদের জোরাজুরির একপর্যায়ে তিনি তাতে রাজি না হয়ে বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলতে বলেন।

    পরে ছাত্রলীগ নেতারা সেখান থেকে বের হয়ে দুপুর ১টার দিকে জড়ো হতে শুরু করেন। দুপুর প্রায় আড়াইটার দিকে জোহরের নামাজ পড়ে কার্যালয়ে ফিরছিলেন অধ্যক্ষ। সে সময় শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক কামাল হোসেন সৌরভের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা অধ্যক্ষকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে পুকুরে ছুঁড়ে ফেলেন।

    অধ্যক্ষ অভিযোগ করে বলেন, ‘তারা (ছাত্রলীগ নেতাকর্মী) যেভাবে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে পুকুরে ছুড়ে ফেলেছে, তাতে মনে হচ্ছে- হত্যার উদ্দেশে এমনটা করা হয়েছে।’

    অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন বলেন, ‘আমার জন্য এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কিছু নেই। বিষয়টি নিয়ে ইনস্টিটিউটের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    এ বিষয়ে জানতে ছাত্রলীগ নেতা সৌরভ ও পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তা রিসিভ করেননি তিনি। পরে এসএমএস পাঠালেও কোনো উত্তর মেলেনি।

    এ নিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা ছাত্রলীগের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনার পর ওই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।