রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে জামাল উদ্দিন (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকার সুলতানপুর গ্রামের খুলুন সিকদার বাড়ির মৃত সিদ্দিক আহমেদের পুত্র।
নিহতর স্ত্রী রওশন আরা বেগম জানান, গত শুক্রবার জুমার নামাজের পর জামাল উদ্দিন পরিবারের সদস্যদের সাথে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন। সেখান থেকে ফেরার পথে সে তার কর্মস্থল মুন্সিরঘাটাস্থ পাকখাইন্নে পুকুরের গ্যাস সিলিন্ডারের দোকানে চলে যান। কর্মস্থল থেকে রাতে বাড়ি না ফেরায় তার মোবাইল বেশ কয়েকবার কল করেও কোনো সাড়া না পাওয়ায় আমরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান পাইনি।
শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাউজান থানার পুলিশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পালিত পাড়ার কালুপদ ডাক্তারের বাড়ির পেছনে একটি পুকুর থেকে তার লাশটি উদ্ধার করে। নিহতর স্ত্রীর দাবি তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
রাউজান থানার উপ-পরিদর্শক মো. ইসমাইল জানান, পুকুর থেকে জামাল উদ্দিন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার
শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। মোবাইল ও জুতা পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
২৪ ঘণ্টা/নেজাম