Tag: পুকুরে ডুবে মৃত্যু

  • সন্দ্বীপে পুকুরে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু

    সন্দ্বীপে পুকুরে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু

    চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    আজ শুক্রবার (১১ অক্টোবর) বেলা দুইটার দিকে গাছুয়া ইউনিয়নের মেডিকেলের দক্ষিণ পাশে চৌধুরী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটেছে।

    নিহত দুই শিশু আপন ভাই। তারা হলেন হাফেজ শাহাদাৎ এর দুই ছেলে সামির (৯) ও সাব্বির (৬)।

    স্থানীয়রা জানায়, দুপুরে এলাকার নারো কারিগরের ছেলে ও চবি শিক্ষক ডক্টর মুসলেমউদ্দিন মুন্নার ছোট ভাই হাফেজ শাহাদাত এর দুই ছেলে সামির ও সাব্বিরকে খুঁজে পাওয়া যাচ্ছিলোনা। এরপর অনেক খোঁজাখুঁজির পর তাদের পুকুরে ভাসতে দেখে দ্রুত পুকুরের পানি থেকে উদ্ধার করে স্থানীয় গাছুয়া মেজিকেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তারগন হাসপাতালে আনার পুর্বেই তাদের মৃত্যু হয়েছে বলে জানান।

    গাছুয়া ইউনিয়নের চেয়ারম্যান শামসুদ্দিন রাজধন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একসাথে পানিতে পড়ে এই দুই অবুঝ শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    উল্লেখ্য দুই শিশুর চাচা ডক্টর মুসলেউদ্দিন মুন্না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান বিভাগের শিক্ষক।