২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে পুকুরে পড়ে মাহিয়া তাবাচ্ছুম (দেড় বছর) নামের এক শিশু কন্যা মারা গেছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) বেলা ১ টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর মদনহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহিয়া উক্ত এলাকার আজিম মাঝির বাড়ীর ইসমাইল হোসেনের কন্যা।
এ ব্যাপারে সোনাইছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য বাবুল মিয়া বলেন, মেয়েটির মা,বাবা অসুস্থ্য। তারা ঘরের মধ্যেই ছিল, তাদের অলক্ষ্যে ঘরের পাশের পুকুরে মেয়েটি পড়ে যায়।
অনেক খুঁজাখুজির পর মেয়েটির দেহ পানিতে ভেসে উঠলে তাকে উদ্ধার করে স্থানীয় বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।
২৪ ঘণ্টা/কামরুল ইসলাম দুলু/রাজীব প্রিন্স