Tag: পুলিশের

  • গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ১৩ হাজার ইয়াবাসহ আটক ৩

    গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ১৩ হাজার ইয়াবাসহ আটক ৩

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের চান্দগাঁও এবং কর্ণফুলি থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

    এসময় তাদের কাছ থেকে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক। আটককৃতরা হলেন মো. তারেক (২০), মো. বাবলা (২৫) ও মো. ইব্রাহিম (২৪)।

    মহানগর গোয়েন্দা পুলিশের অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ পৃথক অভিযানে ৩ জনকে আটক করার তথ্যটি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় কর্ণফুলী থানার নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় একটি মিনি ট্রাকে তল্লাশী চালানো হয়। ট্রাকটিতে ৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময় তারেক ও বাবলা নামে দুজন ইয়াবা কারবারিকে আটক করার পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটিও জব্দ করা হয়।

    অন্যদিকে আজ সোমবার (৫ অক্টোবর) নগরীর চান্দগাঁও থানার মোড় থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ মো. ইব্রাহিম (২৪) নামে এক যুবককে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।

    আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবা ও জব্দ ট্রাকসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • স্কুলের ল্যাপটপ-নোটপ্যাড ও প্রজেক্টর চুরি করে পুলিশের হাতে ধরা তিন চোর

    স্কুলের ল্যাপটপ-নোটপ্যাড ও প্রজেক্টর চুরি করে পুলিশের হাতে ধরা তিন চোর

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকার একটি স্কুল থেকে ল্যাপটপ-নোটপ্যাড ও প্রজেক্টর চুরি করে পুলিশের হাতে ধরা পড়েছে চোর চক্রের তিন সদস্য।

    নগরীর কোতোয়ালি থানা বৌদ্ধ মন্দির সংলগ্ন লাভলেইনস্থ সরকারি ন্যাশনাল প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা বদরুন নেছার দায়ের করা চুরির অভিযোগের প্রেক্ষিতে বুধবার দিনভর অভিযান চালিয়ে এ তিন চোরকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে চোরাই মালামাল।

    গ্রেফতারকৃতরা হলেন, বিদ্যালয়ের আশে পাশের বাসিন্দা ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর বিদ্যাকুট মিস্ত্রি বাড়ির মো. আবুল কালামের ছেলে মো. জাকির হোসেন (৩১), নগরীর কোতোয়ালি থানা নুর আহম্মদ সড়ক পুরাতন বিমান অফিসের কসবা হাউসের ৫ম তলার বাসিন্দা মৃত রেজাউল হক খানের ছেলে নাহিয়ান উল হক খান (২৭) এবং হালিশহর থানা মধ্যম রামপুর এলাকার বাসিন্দা ও সাতকানিয়া উপজেলার রুপকানিয়া মাইজ্জ্যা মুহুরী পাড়ার হাজী মো. ইব্রাহিমের ছেলে মো. মজিবুর রহমান।

    বৃৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিন চোরকে গ্রেফতারের তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি মো. মহসীন।

    তিনি জানান, গত ২৮ জানুয়ারি রাতে ভেন্টিলেটর ভেঙে লাভলেইনস্থ সরকারি ন্যাশনাল প্রাইমারী স্কুলের ভিতরে ঢুকে ২টি ল্যাপটপ, ১টি প্রজেক্টর ও ১টি নোটপ্যাড চুরি হয়। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কোতোয়ালি থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন।

    মামলাটি তদন্ত করতে গিয়ে বুধবার বিকাল ৪টার সময় নগরীর কোতোয়ালী থানা এলাকার কাজীর দেউরী আউটার স্টেডিয়ামে অভিযান চালিয়ে মো. জাকির হোসেন নামে এক চোরকে গ্রেফতার করে কোতোয়ালি পুলিশ। সে স্কুলের মালামাল চুরির কথা স্বীকার করে এবং এ ঘটনার সাথে জড়িত আরো ২ জনের বিষয়ে তথ্য দেন।

    পরে বিকাল সাড়ে ৫টার সময় নাহিয়ান উল হক খান নামে আরো একজনকে গ্রেফতার করা হলে তার দেয়া তথ্যমতে সিডিএ মার্কেটে অভিযান চালায় পুলিশ। এসব নিজ দোকান থেকে মো. মজিবুর রহমান নামে এক চোরাই পণ্য বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ। তার দোকান থেকেই চোরাই ২টি ল্যাপটপ ও ১টি প্রজেক্টর উদ্ধার করা হয়।

    ওসি জানান, দীর্ঘদিন ধরে গ্রেফতার তিনজনই পরস্পরের যোগসাজশে চুরি করে চোরাই ল্যাপটপ ও বিভিন্ন চোরাই ইলেকট্রনিক্স পণ্য ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতার তিন চোরের বিরুদ্ধে মামলা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি মো. মহসীন।

  • চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে সীতাকুণ্ডে পুলিশের আয়োজনে সচেতনতামূলক সভা

    চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে সীতাকুণ্ডে পুলিশের আয়োজনে সচেতনতামূলক সভা

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই শ্লোগানে চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে সীতাকুণ্ড মডেল থানার আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ডের নুনাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

    সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী সাহা।

    তিনি বলেন, চুরি-ডাকাতি রোধ ও অপরাধ দমনে পুলিশ সতর্ক রয়েছে। কোন অপরাধী ছাড় পাবে না। যারাই জুয়া-মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

    তিনি আরো বলেন, শীত মৌসুমে এলাকায় চুরি-ডাকাতি বৃদ্ধি পাওয়ার আশংঙ্কা থাকে। তাই পুলিশের পাশাপাশি জনসাধারণকে রাতের বেলা নিজ নিজ এলাকায় স্বেচ্ছাশ্রমে গ্রুপ ভিত্তিক পাহারার ব্যবস্থা করা জরুরী। চুরি-ডাকাতি প্রতিরোধে সকলের সহযোগিতা প্রয়োজন। সকল প্রকার অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগনকেও সচেতন হতে হবে।

    সীতাকুণ্ড মডেল থানার এসআই হারুনুর রশিদের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন, ১নং ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী।

    বক্তব্য রাখেন মডেল থানার ওসি ( ইন্টেলিজেন্ট) সুমন বনিক, পৌর কমিশনার আনোয়ার হোসেন ভূইয়া, মাইমুদ্দিন মামুন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সহ-সাধারণ নাছির উদ্দিন অনিক, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ওবাইদুল্লাহ, বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোঃ কাউসারসহ মডেল থানার পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

  • পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ি নাজিম ২ সহযোগীসহ গ্রেফতার

    পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ি নাজিম ২ সহযোগীসহ গ্রেফতার

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা পুলিশের তালিকাভুক্ত ও রেয়াজউদ্দিন বাজারের শীর্ষ ইয়াবা ব্যবসায়ি মো. নাজিম উদ্দিন (২৮) কে তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

    রবিবার রাত সাড়ে ৯টার সময় নগরীর জুবিলী রোডস্থ তিন পুলের মাথা গোলাম রসুল মার্কেটের মর্ডান প্লাস্টিক হাউসের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    গ্রেফতার নাজিম কর্ণফুলি উপজেলার চরলক্ষ্যা দক্ষিণ কুল এলাকার মৃত বাবুল ইসলামের ছেলে। এছাড়া নাজিমের দুই সহযোগী হলেন সাতকানিয়া উপজেলার কাঞ্চনা পন্ডিত বাড়ির মো. জাকারিয়ার ছেলে ইমরানুল হক প্রকাশ নয়ন (২৮) ও লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের মজিদের পাড়ার আবুল হোসেনের ছেলে মো. জাহেদুল ইসলাম (১৯)।

    পুলিশ জানায়, রেয়াজউদ্দিন বাজারে শীর্ষ ইয়াবা ব্যবসায়ি নাজিমসহ কয়েকজন ইয়াবা কারবারি ইয়াবা বিক্রির উদ্দ্যেশে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এসময় এক ইয়াবা কারবারি পালিয়ে গেলেও শীর্ষ ইয়াবা ব্যবসায়ি নাজিমকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করা হয়। অভিযানে নাজিমের পকেট থেকে ১২০, জাহেদের পকেট থেকে ১০০ এবং নয়নের পকেট তল্লাশী করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহসীন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে নাজিম কোতোয়ালি থানা পুলিশের তালিকাভুক্ত ও রেয়াজউদ্দিন বাজারের শীর্ষ ইয়াবা ব্যবসায়ি। তার বিরুদ্ধে জেলার লোহাগাড়া থানায় ১টি এবং কোতোয়ালি থানায় ৮টি মাদক আইনে মামলা রয়েছে।

    গ্রেফতার নাজিম ও তার ২ সহযোগীর বিরুদ্ধে নতুন করে মাদক আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করার কথা জানিয়ে গ্রেফতারকৃতদের সাথে ইয়াবা কারবারে যুক্ত মো. তৌহিদুল ইসলাম (২৯)কে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে বলেন ওসি মহসিন।