চট্টগ্রামের লোহাগড়ায় আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। এর মধ্যে হামলায় একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৫ মে) বেলা ১১টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুপার শিবলী নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত দুই পুলিশ সদস্য হলেন— কনস্টেবল মো. জনি খান (২৬) ও মো. শাহাদাত হোসেন (২৪)। এদের মধ্যে জনির বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার সুপার শিবলী নোমান জানান, সকালে পরোয়ানাভুক্ত আসামি ধরতে লোহাগাড়া থানার এক টিম ঘটনাস্থলে যায়। এসময় আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে কনস্টেবল জনির বাম হাতে দা দিয়ে কোপ দেয়। কোপে তার হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।
আহত পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন বলেন, পুলিশের ওপর হামলাকারীর নাম কবির আহমদ। ঘটনার পরপরই তার বাড়ির সবাই পালিয়ে গেছে। ৩৫ বছর বয়সী কবিরের বিরুদ্ধে জমিজমা নিয়ে একটি মামলা ছিল। আমিরাবাদের সেলিম বৈদ্য নামের এক ব্যক্তি ওই মামলা করেছিলন। তিনি এলাকায় কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।’