Tag: পুলিশ কনস্টেবল

  • চট্টগ্রামে পুলিশ কনস্টেবলকে চাপা দেওয়া সেই চালক গ্রেপ্তার

    চট্টগ্রামে পুলিশ কনস্টেবলকে চাপা দেওয়া সেই চালক গ্রেপ্তার

    চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেট ট্রাফিক বক্সের সামনে কর্মরত অবস্থায় বাসচাপায় পুলিশ কনস্টেবল মো. নুরুল করিম নিহত হওয়ার ঘটনায় বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে।

    গ্রেপ্তার বাস চালক মো. সোহেল (২৭) ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে।

    শুক্রবার (১৪ জুলাই) রাত পৌনে ৯টার দিকে বান্দরবান জেলার লামা থানার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (উত্তর বিভাগ) অতিরিক্ত উপ-কমিশনার আরফাতুল ইসলাম জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় কর্মরত অবস্থায় বাসচাপায় কনস্টেবল মো. নুরুল করিম নিহত হওয়ার ঘটনায় বাস চালককে লামার পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার দিন রাতে নগরীর পাঁচলাইশ থানায় সার্জেন্ট মাহিন হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

    উল্লেখ্য, গত ১১ জুলাই রাত সোয়া ৮টার দিকে বাসচাপায় পুলিশ কনস্টেবল মো. নুরুল করিম নিহত হন। তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ঝাওয়াইল উত্তর পাড়ার মো. শামছুল হকের ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন।

  • চট্টগ্রামে সড়কে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যের মৃত্যু

    চট্টগ্রামে সড়কে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যের মৃত্যু

    চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাটে সড়কে দায়িত্ব পালনকালে মো.বোরহান উদ্দীন (৫৫) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

    শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মো. বোরহান উদ্দীনের বাড়ি ফেনী জেলায়।

    চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ওয়াসিম ফিরোজ বলেন, ট্রাফিক পুলিশের সদস্য বোরহান উদ্দীন সকালে কেরানিহাটে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ মাটিতে পড়ে যান। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের সঙ্গে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ওসি ও পুলিশের কর্মকর্তারা আছেন। মরদেহ চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে আনা হবে, সেখানে জানাজা অনুষ্ঠিত হবে।

  • ফার্মগেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

    ফার্মগেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

    রাজধানীর ফার্মগেট মোড়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদারের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

    তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, নিহত পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি শেরপুর থেকে কাজে যোগ দিতে তেজগাঁও রেল স্টেশন থেকে পায়ে হেঁটে ট্রাফিক অফিসের দিকে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। তার লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

    তিনি আরও বলেন, এ ঘটনার পেছনে কী কারণ রয়েছে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলমান রয়েছে।

     

  • পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালালেন পুলিশ কনস্টেবল

    পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালালেন পুলিশ কনস্টেবল

    রাজধানীর বনানী চেকপোস্টে পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালিয়েছেন আশরাফ উজ জামান রনি (২২) নামে এক পুলিশ কনস্টেবল।

    বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৬টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নিহত রনির পরিচয়পত্র থেকে জানা গেছে, তার পুলিশ আইডি নম্বর- বিপি০১২০২২৯২৬২, রক্তের গ্রুপ ‘এ নেগেটিভ’।

    বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আজ সকাল সাড়ে ৬টার দিকে বনানীর ১১ নম্বর চেকপোস্টে রনি অন্য পুলিশ সদস্যদের সঙ্গে দায়িত্ব পালন করতে আসে। পরে চেকপোস্টের ওয়াশরুমে গিয়ে ৬টা ৫০ মিনিটের দিকে সে নিজের পিস্তল দিয়ে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করে। এ ঘটনার সময় অন্যান্য পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। তারাও আমাদেরকে বিষয়টি বলেছেন। নিহত পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সকালে বনানী চেকপোস্ট থেকে ওয়াশরুমে যায় রনি। সেখানে নিজের পিস্তল দিয়ে নিজের বুকে সে নিজেই গুলি করে ওয়াশরুমে পড়ে থাকে। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তিনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) দক্ষিণ বিভাগে কর্মরত ছিলেন। নিহত রনির বাড়ি ধামরাই বলে জানান বাচ্চু মিয়া।

  • নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়ে সিএমপির দুই কনস্টেবল লাপাত্তা

    নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়ে সিএমপির দুই কনস্টেবল লাপাত্তা

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আট সদস্যের একটি দল নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়েছিল গত ৯ মে। কিন্তু প্রশিক্ষণ শেষ করে ফিরে আসার আগের দিন ২২ মে থেকে দুই কনস্টেবলের খোঁজ মিলছে না। বাকি ছয় সদস্যের দলটি প্রশিক্ষণ শেষ করে গত ২৪ মে দেশে ফিরেছে।

    শুক্রবার (২৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফর। নিখোঁজ কনস্টেবলরা হলেন, শাহ আলম ও রাসেল চন্দ্র দে।

    তিনি বলেন, গত ৯ মে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৮ সদস্যের একটি দল কুকুরের ব্যবস্থাপনা, পরিচালনা ও প্রশিক্ষণ শীর্ষক ১৫ দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিতে নেদারল্যান্ডসে যায়। কিন্তু দেশে আসার আগের দিন দুইজন কনস্টেবল ঘুরতে যাওয়ার কথা বলে বাইরে যান। এরপর থেকে তাদের খোঁজ মিলছে না। তারা ইচ্ছাকৃতভাবে পালিয়ে গেছেন নাকি কোনো বিপদে পড়েছেন তা এখনও জানা যায়নি, জানার চেষ্টা চলছে।

    তিনি বলেন, আমরা পুলিশ সদর দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের খোঁজ নেওয়ার চেষ্টা করছি। নিখোঁজ হওয়া দুজনই পুলিশ কনস্টেবল। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    সিএমপি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার-টেররিজম ইউনিটের অধীনে একটি পূর্ণাঙ্গ ডগ স্কোয়াড ইউনিট খোলা হচ্ছে। আর সেই ইউনিটের কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৮ সদস্যের দলটি গত ৯ মে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে যায়। ওই দলের বাকি ৬ সদস্য গত ২৪ মে দেশে ফেরেন।

  • চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে ৩ ঘণ্টায় ৩ মৃত্যু/মারা গেছে পুলিশ,চিকিৎসক ও হাসপাতাল ক্লিনার

    চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে ৩ ঘণ্টায় ৩ মৃত্যু/মারা গেছে পুলিশ,চিকিৎসক ও হাসপাতাল ক্লিনার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রামে একদিনের মাত্র ৩ ঘণ্টার মধ্যেই ৩টি মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

    মৃত্যুবরণকারীদের মধ্যে একজন সিএমপি’র পুলিশ কনস্টেবল, একজন হোমিও চিকিৎসক ও অন্যজন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চুক্তিভিত্তিক ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন।

    আজ ১ জুন সোমবার সকাল ৮টা থেকে সকাল ১১ টা পর্যন্ত মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে এ তিনজনের মৃত্যু হয়।

    চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার ২ নং জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু জানান, আজ সোমবার সকাল ৮টার সময় তার ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ৬০ বছর বয়সী এক হোমিওপ্যাথি চিকিৎসকের মৃত্যু হয়েছে।

    তিনি বলেন, ওই চিকিৎসক জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর অফিসে নিয়মিত রোগী দেখতেন। সপ্তাহ খানেক আগে তার জ্বর ও সর্দি দেখা দিলে তিনি রোগী দেখা বন্ধ করে দেন।

    সর্বশেষ ২৭ এপ্রিল রোগী দেখেছিলেন তিনি। গত ৩১ এপ্রিল তার নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়। রিপোর্ট আসার আগেই আজ সকালে তার বাকলিয়াস্থ নিজ বাসায় তিনি মারা যান।

    দিনের ঠিক একই সময়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ৬০ বছর বয়সী এক কর্মচারীর মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে। তিনি ওই হাসপাতালের করোনা ইউনিটে চুক্তিভিত্তিক ক্লিনারের দায়িত্বে নিযুক্ত ছিলেন। আরো পড়ুন : উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আয়ার মৃত্যু

    আজ ১ জুন সোমবার সকাল ৮ টার দিকে জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তথ্যটি নিশ্চিত করেছেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুম।

    এর মাত্র ৩ ঘন্টা পর করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়। আজ ১ জুন সোমবার সকাল ১১টার সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

    নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও জনসংযোগ কমকর্তা আবু বকর সিদ্দিক। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর পর করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা জানা যাবে। আরো পড়ুন : উপসর্গ নিয়ে মারা গেল সিএমপির পুলিশ কনেস্টেবল

    এদিকে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে মারা যাওয়া ওই পুলিশ কনস্টেবলের জানাযা অনুষ্ঠিত হয়।

    নগরীর সিএমপির দামপাড়া পুলিশ লাইনে জানাজা শেষে সিএমপি’র ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বললেন সিএমপির জনসংযোগ শাখার এ কর্মকর্তা ।

    মৃত্যুবরণকারী পুলিশ কনস্টেবলের বাড়ি ফেনী জেলার পরশুরামে এলাকায়। তিনি ২০১২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেছিলেন বলে সিএমপি সূত্রে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • আশুগঞ্জে ডিউটিরত অবস্থায় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

    আশুগঞ্জে ডিউটিরত অবস্থায় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

    ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ডিউটিরত অবস্থায় ট্রাকচাপায় সৈয়দ হোসেন (৫৮) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

    বুধবার ভোরে আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা বাসস্ট্যান্ডের পূর্বপাশে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত সৈয়দ হোসেন আশুগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। সে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার পূর্ব কোদালা এলাকার মীর আহাম্মদের ছেলে।

    এ ব্যাপারে আশুগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাহমুদ জানান, রাতে উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলামসহ পুলিশ কনস্টেবল সৈয়দ হোসেন, হিমেল বড়ুয়া, আবুল হাসনাত ও চালক আবুল কালাম পুলিশভ্যান নিয়ে রাত্রীকালীন (মোবাইল-২) রণপাহাড়ায় আশুগঞ্জ টোলপ্লাজা হতে বগইর মোজাহিদ পেট্রলপাম্প পর্যন্ত ডিউটি করার জন্য বের হন।

    ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার পাশের একটি মসজিদে যাওয়ার পথে মহাসড়ক পার হচ্ছিলেন সৈয়দ হোসেন।

    এ সময় একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে কনস্টেবল সৈয়দ হোসেন ঘটনাস্থলেই মারা যান।

    নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সৈয়দ হোসেনকে চাপা দিয়ে বেপরোয়া ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার কারণে ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

  • সন্তানের নাম ‘আবরার ফাহাদ’ রাখলেন পুলিশ কনস্টেবল

    সন্তানের নাম ‘আবরার ফাহাদ’ রাখলেন পুলিশ কনস্টেবল

    বুয়েটের মেধাবি শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার ঘটনায় দেশজুড়ে চলছে প্রতিবাদ। এমতবস্থায় এক পুলিশ সদস্য তার নিজের সদ্য জন্ম নেয়া সন্তানের নাম রেখেছেন আবরার ফাহাদ।

    বুধবার দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর একটি হাসপাতালে জন্ম নেয় পুলিশ বাহিনীর কনস্টেবল শামীম হাসানের প্রথম পুত্র সন্তান। বর্তমানে তিনি প্রেষণে র‍্যাবে কর্মরত আছেন।

    পুত্র সন্তান জন্ম নেয়ার পর কনস্টেবল শামীম ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আজ (বুধবার) আমি পুত্র সন্তানের বাবা হলাম। মাশাআল্লাহ আমার সন্তানের নাম রেখেছি, এই মুহুর্তে সবার প্রিয় দেশের প্রথম ভাবনা শহীদ এর নামের প্রতি সম্মান রেখে ‘আবরার ফাহাদ।’

    ইনশাআল্লাহ আমার সন্তানকে বর্তমান প্রচলিত পশ্চিমা উচ্চ ডিগ্রী এবং জঙ্গিবাদী ধর্মীয় মোল্লাদের থেকে দুরে রাখিয়া একজন দানশীল,গরীব দু:খী মানুষের সেবক হিসাবে সমাজের বুকে প্রতিষ্ঠিত করব।সবাই দোয়া করবেন মহান আল্লাহ যেন আমার নেক আশা কবুল করেন।

  • বিজিবি’র হাতে পুলিশ কনস্টেবল আটক : ফেনসিডিল উদ্ধার

    বিজিবি’র হাতে পুলিশ কনস্টেবল আটক : ফেনসিডিল উদ্ধার

    ২৪ ঘন্টা ডেস্ক : চুয়াডাঙ্গায় বিজিবির হাতে আটক হয়েছে খায়রুল ইসলাম (৩৪) নামের এক পুলিশ কনস্টেবল। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জীবননগর উপজেলার শিংনগর গ্রাম থেকে ৫৭ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এসময় তার অন্যতম সহযোগী রফিকুলকেও আটক করে বিজিবি।

    আটককৃত পুলিশ কনস্টেবল খায়রুল ইসলাম মেহেরপুর শহরের ঈগদা পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। সে বর্তমানে খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন। আর রফিকুল ইসলাম সিংননগর গ্রামের ওয়াছেদ আলীর ছেলে।

    বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল জীবননগর উপজেলার সিংনগর গ্রামে একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে ৫৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয় পুলিশ কনস্টেবল খায়রুল ইসলাম ও তার সহযোগী রফিকুল ইসলামকে।

    ঝিনাইদহের খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত পুলিশ কনস্টেবল খায়রুল ও সহযোগী রফিকুল ইসলামকে মামলা দিয়ে রাতেই জীবননগর থানায় সোর্পদ করা হয়েছে।

    ২৪ ঘন্টা/আরএস..