খুলনায় কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ মার্চ) সকালে খুলনা পুলিশ লাইনে শোক র্যালি, শ্রদ্ধাঞ্জলি প্রদান, আলোচনা সভা ও নিহতদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ ও খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০১৭ সাল থেকে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মোমেরিয়াল ডে পালিত হচ্ছে।
দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্যদের আত্মত্যাগকে স্মরণ করতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজ সেবক, মুক্তিযোদ্ধা, পুলিশ কর্মকর্তা ও নিহত পুলিশ সদস্যদের স্বজনরা উপস্থিত ছিলেন।