Tag: পুলিশ সদস্য

  • পুলিশ সদস্যকে হত্যা: চট্টগ্রাম উত্তর জেলা যুবদল সম্পাদক গ্রেফতার

    পুলিশ সদস্যকে হত্যা: চট্টগ্রাম উত্তর জেলা যুবদল সম্পাদক গ্রেফতার

    ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশ সদস্যকে হত্যা মামলার এজাহার নামীয় আসামি মুরাদ চৌধুরীকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব-৭।

    মুরাদ চৌধুরী, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পূর্ব সরফভাটা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

    তিনি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক।

    র‌্যাব-৭ জানিয়েছেন, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকার বিভিন্ন স্থানে বিএনপির কেন্দ্রীয় নির্দেশে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী তার অনুসারীদের নিয়ে মহাসমাবেশ স্থলে অবস্থান নেয়।

    কাকরাইলের সংঘর্ষের সুযোগ নিয়ে শীর্ষ নেতাদের নির্দেশে নয়াপল্টন বিএনপি পার্টি অফিস সংলগ্ন ভিক্টরি হোটেলের পাশের গলি দিয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী তার অনুসারীদের নিয়ে পুলিশের ওপরে হামলার উদ্দেশ্যে অগ্রসর হয়। অগ্রসরমান দলের একটি অংশ বক্স কালভার্ট রোডের পশ্চিম প্রান্তে বিজয় নগর পানির ট্যাংকির দিকে যায় এবং অপর অংশটি ছাত্রদল নেতা আমান এবং জাকির হোসেন জসিম নেতৃত্বে বক্স কালভার্ট রোডের অপর প্রান্তের দিকে অগ্রসর হয়।
    রোডের পশ্চিম প্রান্তে পৌঁছানোর পর ছাত্রদলের কর্মীরা সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপরে অতর্কিত হামলা করে। হামলায় পশ্চিম প্রান্তে কর্তব্যরত পুলিশ সদস্যদেরকে সাহায্য করার উদ্দেশ্যে অপর প্রান্তের পুলিশ সদস্যরা পশ্চিম দিকে অগ্রসর হয়। পশ্চিম দিকে অগ্রসরমান পুলিশ সদস্যদের ওপর ছাত্রদল নেতা আমান, যুবদল নেতা জাকির হোসেন জসিম এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরীর নেতৃত্বে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। আত্মরক্ষার জন্য পুলিশ সদস্যরা টিয়ার শেল নিক্ষেপ করে আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে। ইটের আঘাতে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ রাস্তায় লুটিয়ে পড়ে যায়। এমন সময় তাকে হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে উপর্যপুরি আঘাত করতে থাকে। উপর্যপুরি আঘাতের ফলে কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ জ্ঞান হারিয়ে ফেলে এবং রক্তাক্ত অবস্থায় তার নিথর দেহটি রাস্তায় পড়ে থাকে। পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজের মাথা থেকে পা পর্যন্ত শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়। বিক্ষোভকারীরা মৃত্যু নিশ্চিত করার জন্য কনস্টেবল পারভেজের নিথর দেহের ওপর বর্বরভাবে আঘাত করতে থাকে। আঘাতের একপর্যায়ে কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজের মৃত্যু নিশ্চিত করে ছাত্রদল নেতা আমান, যুবদল নেতা জাকির হোসেন জসিম এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী তাদের অনুসারীদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় রাজধানীর পল্টন মডেল থানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬৭ জনকে আসামি এবং অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।

    র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ হত্যা মামলার মামলার ১৬৩ নম্বর এজাহারভুক্ত আসামি মুরাদ চৌধুরীকে নগরের সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে নগরের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে মুরাদ জিজ্ঞাসাবাদে স্বীকার করে , মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক পুলিশের ওপর বর্বরোচিত ও নৃশংস হামলায় সে অংশগ্রহণ করে।

    তিনি আরও জানান, মুরাদ চৌধুরীর বিরুদ্ধে নগরের কোতোয়ালী থানা ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় সরকারী সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টাসহ ২টি মামলার রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ডেঙ্গুতে দুই পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত অর্ধশতাধিক

    ডেঙ্গুতে দুই পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত অর্ধশতাধিক

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়া ডিএমপির অর্ধশতাধিক সদস্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

    মারা যাওয়া দুই সদস্য হলেন- হাজারীবাগ থানার কনস্টেবল রাসেল শিকদার ও গেন্ডারিয়া থানার কনস্টেবল আয়েশা আক্তার।

    সোমবার (১০ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার।

    তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত আমাদের দুই পুলিশ সদস্য মারা গেছেন। গত সপ্তাহে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডিএমপির অর্ধশতাধিক সদস্য রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

    ডেঙ্গু থেকে বাঁচতে পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

    একদিনে রেকর্ড ৬ জনের মৃত্যু

    এদিকে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত একদিনে সর্বাধিক মৃত্যুর ঘটনা এটি। এ নিয়ে এই মৌসুমে ডেঙ্গুতে ৭৩ জনের মৃত্যু হলো।

    এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৬ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২০ জন।

    রোববার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এর আগের ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ছিল ৮২০। সবশেষ ২৪ ঘণ্টায় সে সংখ্যা ছাড়িয়ে গেছে।

    রোববারের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৭৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৯৬৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

    চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১২ হাজার ৯৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯ হাজার ৯০ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৮৬৪ জন।

    আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ১৩১ জন। ঢাকায় ৭ হাজার ৬৬ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

    চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৭৩ জনের মৃত্যু হয়েছে।

  • করোনায় আক্রান্ত রাউজান থানার চার পুলিশ সদস্যের জন্য উপহার পাঠালেন সাংসদ ফজলে করিম

    করোনায় আক্রান্ত রাউজান থানার চার পুলিশ সদস্যের জন্য উপহার পাঠালেন সাংসদ ফজলে করিম

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা রাউজান থানার চার পুলিশ সদস্যের জন্য বিভিন্ন জাতের ফল পাঠিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

    বুধবার রাতে উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের নেতৃবৃন্দসহ একটি দল আক্রান্ত পুলিশ সদস্যদের বাসায় গিয়ে সাংসদের উপহার পৌঁছে দেন। সাংসদের পাঠানো এসব সামগ্রী বুঝে নেন রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ।

    এ সময় উপস্থিত ছিলেন চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, সেন্ট্রাল বয়েজ এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন জামাল চিশতি, কর্মকর্তা মোহাম্মদ নোমান প্রমুখ।

    ওসি কেপায়েত উল্লাহ জানান, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যরা আগের চেয়ে সুস্থ আছেন।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম

  • করোনা উপসর্গ নিয়ে না ফেরার দেশে সিএমপির আরো এক পুলিশ সদস্য

    করোনা উপসর্গ নিয়ে না ফেরার দেশে সিএমপির আরো এক পুলিশ সদস্য

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির একদিন পরেই না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আরো এক সদস্য।

    আজ ২ জুন মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মারা যাওয়া পুলিশ সদস্যের নাম মর্তুজা আবদুল কাইয়ুম (৩৮)।

    তিনি সিএমপির সদরঘাট থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। তার বাড়ি ফেনী জেলার পরশুরাম এলাকায়।

    নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক আরো এক পুলিশ সদস্যের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা ভাইরাসজনিত কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে চট্টগ্রাম নগর পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে।

    তিনি বলেন, এর আগেও গত ১৯ মে থেকে জ্বর-সর্দি নিয়ে বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন এএসআই মর্তুজা।

    গত ২৭ মে তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ৩১ মে সে নিজ কর্মস্থল সদরঘাট থানায় আসেন। তখন তার একবার নমুনা পরীক্ষা করা হলে করোনা পরীক্ষার নেগেটিভ ফল আসে। আরো পড়ুন : করোনার উপসর্গ নিয়ে মারা গেল সিএমপির পুলিশ কনেস্টেবল

    তবে সোমবার (১ জুন) সকাল ১১ টার দিকে তার শরীরে ফের করোনার উপসর্গ দেখা দিলে তাকে আবারো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আজ মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও জনসংযোগ কমকর্তা আবু বকর সিদ্দিক বলেন,মৃত্যুর আগে এএসআই মর্তুজার শরীরে“কোভিড-১৯ এর উপসর্গ থাকায় মৃত্যুর পর তার ফের নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা রিপোর্ট আসলেই জানা যাবে।

    সদরঘাট থানা সূত্রে জানা গেছে করোনা উপসর্গ নিয়ে তাদের থানার এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বিকেলে সদরঘাট থানায় তার নামাযে জানাজা শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন।

    এর আগের দিন সোমবার সকাল ১১টার সময় প্রাণঘাতী করোনা উপসর্গ নিয়ে আরো এক পুলিশ সদস্য মৃত্যুবরণ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি}‘র পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কন্সটেবল হিসেবে কর্মরত ছিলেন বলে সিএমপি সূত্রে জানা গেছে।

    সিএমপি সূত্রে জানা যায়, গতকাল ১ জুন সোমবার পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মোট ১৬৬ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে ৪৪ জন সুস্থ হয়ে পুনরায় কর্মস্থলে যোগ দিলেও দুঃখজনক হলেও সত্যি যে দুজন সদস্য আর বেঁচে নেই।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • আক্রান্ত ২ চিকিৎসককে বাঁচাতে প্লাজমা দিলেন করোনা জয়ী পুলিশ সদস্য/প্লাজমা দেবে করোনা জয়ী সাংবাদিক

    আক্রান্ত ২ চিকিৎসককে বাঁচাতে প্লাজমা দিলেন করোনা জয়ী পুলিশ সদস্য/প্লাজমা দেবে করোনা জয়ী সাংবাদিক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : প্রাণঘাতী করোনার কবল থেকে সদ্য মুক্ত হয়ে আক্রান্ত দুই চিকিৎসককে বাঁচাতে নিজের প্লাজমা দিলেন করোনা জয়ী পুলিশ সদস্য অরুন চাকমা।

    অন্যদিকে করোনাকে জয় করে সম্প্রতি ঘরে ফেরা সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী আক্রান্তদের বাঁচাতে নিজের প্লাজমা দেবার ঘোষণা দিয়েছেন।

    জানা যায়, চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগে কর্মরত পুলিশ সদস্য অরুন চাকমা গত ৩ মে সুস্থ হয়ে কর্মস্থলে ফিরে আসেন। ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনও শেষ হয়েছে সম্প্রতি।

    এরমধ্যেই বৃহস্পতিবার বিকেলে করোনা আক্রান্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সমিরুল ইসলাম ও ডা. মোহিদকে করোনা মুক্ত করার লক্ষ্যে নিজের প্লাজমা দিয়ে আসেন।

    প্লাজমা দেয়ার তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবু বকর সিদ্দিক। তিনি বলেন, এর আগেও মানুষের সেবা করতে আক্রান্ত হয়েছিলেন সিএমপির এ পুলিশ কনস্টেবল। করোনা মুক্ত হওয়ার পরও তিনি আক্রান্তদের বাঁচাতে নিজের প্লাজমা দিয়ে পুলিশকেও গৌরবের অংশ করলেন।

    সিএমপি সূত্রে জানা যায়, অরুণ চাকমার করোনা পজেটিভ আসলে গত ১৯ মার্চ রাতে তিনি নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে ১৪দিন টানা ১৪ দিন চিকিৎসা শেষে গত ৩ মে হাসপাতাল কতৃপক্ষ তাঁকে ছাড়পত্র দেন।

    করোনা জয় করে ফেরা সিএমপির প্রথম পুলিশ সদস্য অরুন চাকমা
    করোনা জয় করে ফেরা সিএমপির প্রথম পুলিশ সদস্য অরুন চাকমা

    এর আগে প্রথম দফায় করোনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট আসার পর চিকিৎসাধীন থাকার সময় আরো দুই দফা পরীক্ষা করানো হয়। পরপর দুইদফা রিপোর্ট নেগেটিভ আসায় চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন। চিকিৎসা শেষে কর্মস্থলে ফিরেন চট্টগ্রাম মহানগর ট্রাফিক পুলিশের কনস্টেবল অরুণ চাকমা। তাঁকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন চট্টগ্রাম পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।

    সিএমপির প্রথম করোনা জয়ী অরুণ চাকমা গণমাধ্যমকে বলেন, করোনা যুদ্ধে আমরা পিছু হটতে চাই না। পুলিশ বাহিনীর একজন গর্বিত সদস্য হিসেবে আমি করোনা যুদ্ধে নিজেকে নিয়োজিত রাখতেই দুই চিকিৎসকের প্রাণ বাঁচাতে নিজের প্লাজমা দান করেছি।

    এদিকে গত বৃহস্পতিবার নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট দিয়ে করোনা আক্রান্তদের নিজের প্লাজমা দেয়ার আগ্রহ প্রকাশ করেন চট্টগ্রামের প্রথম করোনা আক্রান্ত সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী।

    তিনি করোনামুক্ত হয়ে গতকাল ২৮ মে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার সময় তার নিজের ভেরিফাইড ফেসবুক টাইমলাইনে প্লাজমা দেয়ার ঘোষণা দেন।করোনা মুক্ত সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী

    তার ফেসবুকে তিনি শিরোনাম করেন, প্লাজমা (রক্ত) দিয়ে করোনা আক্রান্ত রোগীকে বাঁচাতে চাই…। পোস্টে তিনি লেখেন আমি একজন করোনা আক্রান্ত রোগী ছিলাম। পজেটিভ থেকে নেগেটিভ হয়েছি চিকিৎসার মাধ্যমে। হাসপাতাল থেকে এসে এখন বাসায় আইসোলেশনে আছি।

    সুস্থ হয়ে উঠা করোনা রোগীর রক্ত নিয়ে (গ্রুপ মিল রেখে) অন্য আক্রান্ত ব্যাক্তির শরীরে দেয়ার মাধ্যমে প্লাজমা পদ্ধতিতে আক্রান্ত ব্যাক্তিকে সুস্থ্য করো যায়। ইতোমধ্যে দেশে প্লাজমা পদ্ধতিতে করোনা রোগীদের সুস্থ করার চিকিৎসা শুরু হয়েছে।

    চট্টগ্রামেও একজন চিকিৎসককে প্লাজমা থেরাপি দেয়া হয়েছে। আমার রক্তের গ্রুপ (O+)। ইতোমধ্যে কয়েকজন আমার সাথে রক্ত নেয়ার বিষয়ে যোগাযোগ করেছেন। আমিও আমার রক্তের মাধ্যমে করোনা আক্রান্ত রোগীকে সুস্থ করতে চাই।

    তবে এ বিষয়ে আমার তেমন ধারণা নেই। আমার ১৪ দিন আইসোলেশন শেষে চিকিৎসকদের পরামর্শে আমি রক্ত দিতে পারবো ইনশআল্লাহ।

    সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী চট্টগ্রাম থেকে পরিচালিত অনলাইন পোর্টাল পাঠক ডট নিউজের সম্পাদক ও আন্তর্জাতিক বার্তা ইউএনবির চট্টগ্রাম প্রতিবেদক।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • আরো এক পুলিশ সদস্য জীবন দিল করোনায়/জয় করে ১৮১ পুলিশ বাড়ি ফিরল শুক্রবার

    আরো এক পুলিশ সদস্য জীবন দিল করোনায়/জয় করে ১৮১ পুলিশ বাড়ি ফিরল শুক্রবার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : মহামারি করোনায় আরও এক পুলিশ সদস্যের প্রাণ কেড়ে নিয়েছে। করোনা প্রতিরোধের ১২তম সম্মুখযোদ্ধা হলেন রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সুবেদার পদমর্যাদার, অফিশিয়াল পদবী এসআই সশস্ত্র। বয়স ৫৭ বছর।

    শুক্রবার রাত ১১টার দিকে রাজশাহী জেলার মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

    রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ড. সাইফুল ফেরদৌস জানান, ওই পুলিশ সদস্যে নওগাঁ থাকতে গত ১৭ মে তার নমুনা সংগ্রহ করা হয়। ওই দিন তিনি ছুটিতে রাজশাহী চলে আসেন। বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষার পর ফলাফল পজেটিভ আসে।

    তিনি বলেন, শুক্রবার সকালে তিনি পুলিশ লাইন হাসপাতালে যান। সেখান থেকে তাকে আইসোলেশন ইউনিট মিশনারি খ্রিস্টান হাসপাতালে পাঠানো হয়।

    বিকেল সাড়ে ৫টায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে ভর্তি করে মিশনা হাসপাতালে রাখা হয়। রাত ১১টার দিকে তিনি মারা যান। প্রয়াত ওই পুলিশ সদস্যের বাড়ি পাবনায় বলে জানা গেছে।

    এদিকে উন্নত চিকিৎসা নিশ্চিত করায় করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠার সংখ্যাও বাড়ছে প্রতিদিন। সুস্থ হয়ে উঠছেন করোনাক্রান্ত পুলিশ সদস্যরা। ঈদের আগে করোনামুক্ত হয়েছেন আরও ১৮১ জন পুলিশ সদস্য। শুক্রবার (২২ মে) কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন তারা।

    ১৮১ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম সানতু। তিনি বলেন, এর আগে করোনা পজিটিভ হওয়ায় তারা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন।

    সরকারের আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী, ১৮১ পুলিশ সদস্যদের পরপর দুই বার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দ্বিতীয় কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

    হাসপাতাল ত্যাগ করার সময় বরাবরের মতোই করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধাদের শুভেচ্ছা জানানো হয় এবং ফুল দিয়ে করোনা জয়ী এ সকল পুলিশ সদস্যদের বিদায় জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

    এ নিয়ে করোনা আক্রান্ত সাতশরও বেশি পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। আর করোনা যুদ্ধে এখন পর্যন্ত ১২ জন গর্বিত দেশপ্রেমিক পুলিশ সদস্য আত্মত্যাগ করেছেন।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • দেশে প্রায় আড়াই হাজার পুলিশ সদস্য করোনা আক্রান্ত/ শনিবার গড়েছে সর্বোচ্চ রেকর্ড

    দেশে প্রায় আড়াই হাজার পুলিশ সদস্য করোনা আক্রান্ত/ শনিবার গড়েছে সর্বোচ্চ রেকর্ড

    ২৪ ঘণ্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : প্রাণঘাতি করোনা প্রতিরোধে মাঠের সম্মুখযোদ্ধা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে।

    কোয়ারেন্টাইন নিশ্চিত, অসুস্থ মানুষকে হাসপাতালে নেয়া, করোনায় মৃত ব্যক্তির দাফন-কাফনসহ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সম্মুখে থেকে লড়ছে পুলিশ সদস্যরা।

    দেশে শনিবার পর্যন্ত দুই হাজার ৩৮২ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে আটজনের। এ সংখ্যা রাজধানী ঢাকাসহ সারাদেশের সকল পুলিশ ইউনিটের। তবে পুলিশের মোট আক্রান্তের প্রায় অর্ধেক ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত।

    পুলিশ সদস্যদের আক্রান্তের সংখ্যায় গতকাল ১৬ মে শনিবার একদিনে গড়েছে করোনা শনাক্তের রেকর্ড। শনিবার একদিনে পুলিশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৪১ জনের। আক্রান্তদের মধ্যে ৩৬১ জন সুস্থ হয়েছেন।

    ডিএমপির পক্ষ থেকে জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দু’জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

    এছাড়া, করোনা আক্রান্ত পুলিশ কর্মকর্তাদের দেখভালে উচ্চপদস্থ পরিদর্শন টিম গঠন করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। তারা নিয়মিত পুলিশ সদস্যদের খোঁজখবর রাখছেন।

    কেন্দ্রীয় পু‌লিশ হাসপাতালে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এর বাইরে ২৫০ শয্যাবিশিষ্ট বেসরকা‌রি ইমপালস হাসপাতাল আড়াই মাসের জন্য ভাড়া নেয়া হয়েছে। সেখানেও আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে সদরদপ্তর।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • বগুড়ায় করোনায় আক্রান্ত হয়েছে আরো ১২ পুলিশ একদিনে ১৪জনসহ মোট আক্রান্ত ৭৫

    বগুড়ায় করোনায় আক্রান্ত হয়েছে আরো ১২ পুলিশ একদিনে ১৪জনসহ মোট আক্রান্ত ৭৫

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বগুড়া প্রতিনিধি : দেশের বগুড়া জেলায় একদিনে নতুন করে আরও ১৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ জনই রয়েছে পুলিশ সদস্য। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭৫ জন। যার মধ্যে ২৩জনই পুলিশ সদস্য।

    বগুড়ার সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন শনিবার রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করে বলেন, বগুড়ায় নতুন করে আরও ১২ পুলিশ সদস্যসহ মোট ১৪জন কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন। এর মধ্যে ঢাকাফেরত একজন নার্স এবং তার গাড়ি চালক ও ১২ জন পুলিশ সদস্য।

    জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এ জেলার মোট ১৮৮নমুনা পরীক্ষা করা হয়। জেলায় করোনায় আক্রান্তদের মধ্যে শনিবার পর্যন্ত ১১জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

    চিকিৎসাধীন অন্য রোগীদের মধ্যে ১০জন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

    বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, যে ১২ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন তারা সবাই পুলিশ লাইন্সে কর্মরত। তাদের বয়স ২০ থেকে ৫৬ বছর। ইতিপূর্বে সেখানে আক্রান্ত অন্য সদস্যদের সংস্পর্শে গিয়ে নতুন করে তারা আক্রান্ত হয়েছেন।

    আক্রান্তদের মধ্যে দুই জন সাব ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা। এছাড়া সমসংখ্যক অ্যাসিসটেন্ট সাব ইন্সপেক্টর এবং একজন নায়েকসহ আরও ৭ জন কনস্টেবল রয়েছেন। গত ১৩ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়।

    অন্য দু’জনের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সদ্য যোগদান করা ২৬ বছর বয়সী এক নার্স রয়েছেন। বগুড়া সদরের নুনগোলা এলাকার বাসিন্দা ওই নার্স গত ৭ মে ঢাকা থেকে বাড়ি আসেন এবং ১৩ মে কর্মস্থলে যোগদান করেন।

    ১৪ মে তার নমুনা নেওয়া হয়। তার মতই ঢাকাফেরত বগুড়া সদরের গোকুল এলাকার এক ড্রাইভারের শরীরেও করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। ৩৬ বছর বয়সী ওই ড্রাইভার ১৩ মে ঢাকা থেকে বাড়ি আসার পরদিন তার নমুনা সংগ্রহ করা হয়।

    ডেপুটি ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, আক্রান্তদের মধ্যে পুলিশের ১২ সদস্যকে পুলিশ লাইন্সে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে। এছাড়া বাকি দু’জনকেও তাদের বাড়িতে রেখে চিকিৎসা করা হবে।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • চট্টগ্রামের সদরঘাট থানার ওসিসহ আরও ১৩ পুলিশের করোনা শনাক্ত

    চট্টগ্রামের সদরঘাট থানার ওসিসহ আরও ১৩ পুলিশের করোনা শনাক্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ:বন্দর নগরী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকীসহ আরও ১৩ পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে।

    বুধবার (১৩ মে) রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক বলেন, আমি তথ্য পেয়েছি আজকে ১৩ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন ওসি আছেন।

    জানা যায়, শুধু ওসি নয় তার বডি গার্ড, গাড়ির চালকসহ সদরঘাট থানার মোট ১০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

    বাকি তিন জন দামপাড়া পুলিশ লাইনের।

    বিষয়টি নিশ্চিত করে এসি কোতোয়ালী নোবেল চাকমা বলেন, ‘সদরঘাটের ওসিসহ ১০ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে রাতে। তারা এখন নিজ নিজ বাসায় অবস্থান করছেন আগামীকাল তাদের জেনারেল হাসপাতালে নেওয়া হবে। সেখান থেকে যেখানে রেফার করা হয় সেখানে রেখে চিকিৎসা দেওয়া হবে।’

    ২৪ ঘণ্টা/এম আর

  • ঠাকুরগাঁওয়ে বাড়ী ফিরলেন এক করোনা জয়ী পুলিশ সদস্য

    ঠাকুরগাঁওয়ে বাড়ী ফিরলেন এক করোনা জয়ী পুলিশ সদস্য

    ২৪ ঘণ্টা ডট নিউজ;ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাওয়ের পীরগঞ্জে করোনা ভাইরাস জয়ী সোহাগ (২০) নামে এক পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

    মঙ্গলবার (১২ মে) দুপুরে তাকে ফুল ও ফল দিয়ে হাসপাতাল থেকে বিদায় জানান উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার এবং পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়।

    এ সময় হাসপাতালের অন্যান্য ডাক্তার, নার্স ও কর্মীরা উপস্থিত ছিলেন।

    স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানান, গত ২০ এপ্রিল ঢাকা থেকে বাড়ি আসেন সোহাগ। জ্বর সর্দি থাকায় ২৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্বাস্থ্য বিভাগ।

    ৩০ এপ্রিল রিপোর্ট এলে জানা যায় তিনি করোনা ভাইরসে আক্রান্ত। সে দিনই তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসলোশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

    স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার জানান, গত ১ মে এবং ৯ মে দু’বার আবারো সোহাগের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। দু’বারই নেগেটিভ রিপোর্ট আসে। রিপোর্ট মতে এখন তিনি সুস্থ। তাকে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ফুল দিয়ে বিদায় দেওয়া হয়েছে।

    সুস্থ হওয়া পুলিশ সদস্য সোহাগের বাড়ি উপজেলার কোঠাপাড়া গ্রামে। তিনি ঢাকা মেট্রাপলিটান পুলিশে কনস্টেবল পদে কর্মরত।

    ২৪ ঘণ্টা/এম আর/গৌতম

  • পুলিশ সদস্যকে দা দিয়ে কোপালেন আরেক পুলিশ সদস্য

    পুলিশ সদস্যকে দা দিয়ে কোপালেন আরেক পুলিশ সদস্য

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে আপত্তিকর নোংরা উচ্ছিষ্ট ফেলার ঘটনাকে কেন্দ্র করে ট্রাফিক কনস্টেবল মনিরকে দা দিয়ে কুপিয়ে যখম করার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও পুলিশ লাইনের আরেক পুলিশ কনস্টেবল এনামুলের বিরুদ্ধে।

    এ অভিযোগ করেন যখম হওয়া ট্রাফিক কনস্টেবল মনির।

    হামলার শিকার মনির জানান, রোববার (৩ মে) দিবাগত রাতে প্রতিবেশি পুলিশ কনস্টেবল এনামুলের বাসা থেকে জন্ম নিয়ন্ত্রণ (কনডমের) একটি ব্যাবহৃত প্যাকেট মনিরের বাসায় ফেলা হয়। এ বিষয়ে তার স্ত্রী এনামুলের স্ত্রীকে জানালে প্রথমে তারা স্বীকার করলেও পরবর্তীতে তা পরিষ্কারে অসম্মতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় এনামুলের স্ত্রী মনিরকে জুতাপেটা করতে চাইলে মনিরও তাকে জুতা পেটা করতে চায়। উত্তেজিত হয়ে এক পর্যায়ে এনামুল তার বাসায় থাকা একটি সামুরাই জাতীয় লম্বা দা নিয়ে এসে মনিরকে আঘাত করে। মনির সে আঘাত থেকে বাঁচতে হাত বাড়িয়ে দিলে মনিরের বা হাতে বাহুতে যখম হয়। এছাড়াও এনামুল মনিরের বুকে ও শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত করে।

    ওইদিন রাতেই ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলামের হস্তক্ষেপে এক প্রকার মীমাংসা হয় বিষয়টি। তবে যে বিষয়টিকে কেন্দ্র করে এ হামলার ঘটনা সেই আপত্তিকর উচ্ছিষ্ট সরিয়ে না ফেলায় আহত মনির ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাকে আঘাতকারী সাবেক ডিবি সদস্য বর্তমানে পুলিশ লাইনে সংযুক্ত এনামুলের শাস্তি দাবী করেন।

    অভিযুক্ত এনামুলের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মনির আমার স্ত্রীকে জুতাপেটা করতে চাইলে বিষয়টি বাড়াবাড়ি হয়। এ বিষয়ে ওসি সাহেবকে অবগত করলে তিনি রাতেই বিষয়টি মীমাংসা করে দেন।

    এ বিষয়ে সদর থানার ওসি তানভীরুল ইসলাম মুঠোফেনে জানান, এটা কোন কিছু না, ঘটনাটি দুজন পুলিশ সদস্যের নিজেদের ভুল বোঝাবোঝির কারণেই হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/গৌতম

  • মাদকসহ পুলিশ সদস্য ও রেলওয়ে নিরাপত্তা সদস্য আটক

    মাদকসহ পুলিশ সদস্য ও রেলওয়ে নিরাপত্তা সদস্য আটক

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকসহ এক পুলিশ কনস্টেবল ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আখাউড়া উপজেলা আজমপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে আজমপুর বিজিবি ক্যাম্পের টহল জোয়ানরা তাদেরকে আটক করে।

    বিজিবির হাতে আটককৃতদের মধ্যে পুলিশ কনস্টেবল আসাদুল্লাহ (৪২)। যার পুলিশ (বিপি নম্বর – ৭৮৯৭০৩০৬৮৮)। তিনি দক্ষিণ লালবাগ থানায় কর্মরত আছেন বলে বিজিবিকে জাবায়। সে কিশোরগঞ্জের ভৈরবের আকবর নগর এলাকার বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে।

    অন্যজন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য সুমন চন্দ্র বিশ্বাস (৩৬)। তিনি সিলেটের কদমতলী রেলওয়ে ফাঁড়িতে কর্মরত আছেন। সে নরসিংদী জেলার রায়পুর উপজেলার নারায়নপুরের গকূলনগর এলাকার বাসিন্দা হরিদাস চন্দ্র বিশ্বাসের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করে ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কবির জানান, আখাউড়ার সীমান্তের আজমপুর বিওপির টহল জোয়ানরা রাত সাড়ে ৯ টার দিকে আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে একজন পুলিশ কনস্টেবল ও অন্যজন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যকে আধা কেজি গাঁজাসহ আটক করে ক্যাম্পে নেন।

    তিনি বলেন, আটকদের পরিচয় নিশ্চিত হওয়ার পর রাতেই তাদের আখাউড়া থানা হেফাজতে দেয়া হয়েছে।

    আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা দেয়নি বিজিবি। তবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আটকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।