Tag: পুলিশ সদস্য ক্লোজড

  • খাগড়াছড়িতে হাসপাতাল থেকে আসামি পলাতক, ৪ পুলিশ সদস্য ক্লোজড

    খাগড়াছড়িতে হাসপাতাল থেকে আসামি পলাতক, ৪ পুলিশ সদস্য ক্লোজড

    খাগড়াছড়ি প্রতিনিধি:::খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা এক আসামী হাতকড়াসহ পালিয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

    বৃহস্পতিবার ভোর রাতে খাগড়াছড়ি সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ড থেকে পালিয়ে যায় এরাকো চাকমা নামে এক আসামী।

    পুলিশ জানায়, চিকিৎসাধীন থাকা আসামী গতকাল পানছড়ির এক বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে। স্থানীয়রা থাকা গণধোলাই দিয়ে পুলিশে দেয়। গ্রেপ্তারের পর চিকিৎসার জন্য আসামীকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে হাতকড়াসহ নিয়ে পালিয়ে যায় এরাকো চাকমা।

    খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আব্দুল আজিজ জানান, হাতকড়াসহ আসামী পালানোর ঘটনায় প্রাথমিক ভাবে দায়িত্বে থাকা ৪ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে বিধিমত ব্যবস্থা নেয়া হবে। পলাতক আসামীকে ধরতে পুলিশের অভিযান চলছে।

    ২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

  • সাংবাদিক আশরাফ’কে লাঞ্চিতের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য ক্লোজড

    সাংবাদিক আশরাফ’কে লাঞ্চিতের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য ক্লোজড

    মিরসরাই প্রতিনিধি::: মিরসরাইয়ে সাংবাদিক আশরাফ উদ্দিনকে লাঞ্চিত করার অপরাধে অভিযুক্ত পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম কিশোর কুমার দে , সে মিরসরাই থানা পুলিশের রেকার চালক।

    মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর অভিযোগের ভিত্তিতে থানার ওসি জাহিদুল কবির ঘটনার সত্যতা পেলে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণ করেন।

    ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত সাড়ে বারটায় মিরসরাই উপজেলা সদরের বাদামতলি এলাকায় মহাসড়কে বিএসআরএম এর লরি দূর্ঘটনা ঘটে। এতে দুই ব্যাক্তি গুরুতর আহত হওয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার মিরসরাই প্রতিনিধি ও মিরসরাই প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো: আশরাফ উদ্দিনের সাথে অশালিন আচরণসহ শারিরিকভাবে লাঞ্চিত করে ওই পুলিশ সদস্য কিশোর কুমার দে।

    এসময় সাংবাদিক পরিচয় পাওয়ার পর আরো উত্তেজিত হয়ে অকথ্যভাষায় গালাগাল করে ড্রাইভার কিশোর কুমার, দূর থেকে তেড়ে এসে সাংবাদিক আশরাফকে টুপি মাথায় এতো গরম দেখাস কেন বলে মাথা থেকে টুপি ছিনিয়ে নেয়ার চেষ্টাও করেন। পরবর্তীতে ওই পুলিশ সদস্য গাছের বড় ঢাল ভেঙ্গে নিয়ে সংবাদ কর্মীকে মারতে উদ্যোত হলে উপস্থিত স্থানিয় লোকজন বাধা সৃষ্টি করলে মোটরসাইকেল যোগে দ্রুত স্থান ত্যাগ করেন।

    ঘটনা জানাজানি হলে মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম ও সাধারন সম্পাদক ঘটনাটি সম্পর্কে মিরসরাই থানার ওসি জাহিদুল কবিরকে অবহিত করে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করা হলে তিনি বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্ধের উপস্থিতিতে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করেন।

    এ ব্যাপারে ওসি জাহিদুল কবির জানান, সাংবাদিক আশরাফের সাথে অশোভন আচরনের ঘটনার সত্যতা পাওয়ায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে অভিযুক্ত ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

    সাংবাদিক আশরাফ কে লাঞ্চিতের ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহন করায় ওসি জাহিদুল কবির কে ধন্যবাদ জানিয়েছেন ভোরের দর্পণ পত্রিকা পরিবার ও মিরসরাই প্রেসক্লাবের নেতৃবৃন্ধ।