২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে জমকালো অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নবাগত পুলিশ সুপার এস.এম রশিদুল হককে বরণ করে নিলেন চট্টগ্রাম জেলা পুলিশ। একই অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) নুরেআলম মিনাকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
গতকাল ২০ জানুয়ারি সোমবার রাতে নগরীর হালিশহরস্থ জেলা পুলিশ লাইন্সের মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে চট্টগ্রাম জেলা পুলিশ। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজান সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম বন্দর আসনের সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর শিরীণ আখতার খানম, চবির সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ সালাম, চট্টগ্রাম চেম্বার সভাপতি মো. মাহাবুবুল আলম, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ কে এম এমরান ভূঞা। নিজেদের স্ব স্ব কর্মদক্ষতা ও অনুভুতি প্রকাশ করেন বিদায়ী এসপি নুরে আলম মিনা ও নবাগত এসপি এস.এম রশিদুল হক।
এছাড়াও জিপিইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরাজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন চৌধুরী ও বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক গ্রুপের সভাপতি আবদুল মান্নান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে চট্টগ্রাম পুলিশ প্রশাসনের বিভিন্ন দফতরে কর্মরত কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ফুল দিয়ে নুরে আলম মিনাকে বিদায় সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপার এসপি এস.এম রশিদুল হককে বরণ করে নেন। এবং অতিথিবৃন্দদের পক্ষ থেকে ক্রেস্ট, রেপ্লিকা ও ফুল দিয়ে দুজনকে সংবর্ধনা জানানো হয়।
পরে চট্টগ্রামের জনপ্রিয় শিল্পী হৈমন্তী রক্ষিত মান ও নাবিলার কণ্ঠে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলকে মাতিয়ে রাখেন। এসময় রেঞ্জ, মেট্টোপলিটন ও জেলা পুলিশের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন থানার ওসি, পুলিশ পরিদর্শক ও ট্রাফিক পরিদর্শকগণসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।