Tag: পুলিশ

  • মিরসরাইতে ৪ পুলিশ সহ আরো ৮ জনের করোনা পজিটিভ

    মিরসরাইতে ৪ পুলিশ সহ আরো ৮ জনের করোনা পজিটিভ

    মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধি:মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ও মিরসরাই সদর থানার ৪ পুলিশ সদস্য সহ নতুন করে আরো ৮ জনের করোনা সনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঠানো নমুনা পরীার ফলাফলে করোনা ভাইরাস (কোভিড- ১৯) ‘পজিটিভ’ শনাক্ত হয়।

    শনিবার (২০ জুন) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব থেকে উল্লেখতি নতুনা পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ আসার বিষয়টি নিশ্চিত করা হয়।

    নতুন শনাক্ত হওয়া ৮ জনের মধ্যে ৪ জন পুলিশ সদস্য। দুইজন জোরারগঞ্জ থানার বয়স যথাক্রমে ৪৫ ও ২২ বছর। দুইজন মিরসরাই থানার বয়স যথাক্রমে ৪২ ও ২৬ বছর। বাকী তিন জন ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ৩ নং গজারিয়া ওয়ার্ডের হাসু মুহুরী বাড়ির বাসিন্দা। তারা দুইজন নারী ও একজন শিশু এবং বয়স যথাক্রমে ৩২, ২৭ ও ৮ বছর। অপর একজন ২৮ বছর বয়সের পুরুষ ও তিনি একজন চিকিৎসক, তার বাড়ি বারইয়ারহাটে।

    মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি টিম গত ১৫ জুন কয়েকজনের নমুনা সংগ্রহ করার পর গতকাল ২০ জুন রাতে ৮ জনের ‘পজিটিভ’ শনাক্ত হয়। তাদের চারজন পুলিশ সদস্য, একজন চিকিৎসক ও বাকী দুইজন একই বাড়ির নারী, একজন শিশু রয়েছে। আক্রান্ত সবাই ‘হোম কোয়ারেন্টাইন’ -এ আছেন।

    তবে ‘করোনা পজিটিভ’ শনাক্ত হওয়ার পর সবাইকে “হোম আইসোলেশন” -এ থাকতে হবে, যদি শারিরীক অবস্থা বেশি খারাপ হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে জানান তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর/আশরাফ

  • করোনা উপসর্গে মারা গেছেন সীতাকুণ্ড থানার এসআই,ওসিসহ আক্রান্ত ৭ পুলিশ

    করোনা উপসর্গে মারা গেছেন সীতাকুণ্ড থানার এসআই,ওসিসহ আক্রান্ত ৭ পুলিশ

    কামরুল ইসলাম দুলু:করোনার উপসর্গে মারা গেছেন সীতাকুণ্ড মডেল থানার সহকারী পরিদর্শক (এসআই) একরামুল ইসলাম (৪৫)।

    আজ শনিবার (৬ জুন) সকালে ভাড়া বাসায় তিনি মারা যান। চার দিন ধরে তিনি সর্দি ও জ্বরে ভুগছিলেন। তিনি পৌরসদরস্থ উত্তর বাজারের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানার কাঠালিয়া এলাকায়।

    থানা সূত্রে জানা যায় সীতাকুন্ড পৌরসভার উত্তর বাজারে ভূইঁয়া টাওয়ার নামের একটি ভবনের ব্যাচেলর বাসায় থাকতেন এসআই ইকরাম। গত ২ জুন থেকে সর্দি-জ্বরে ভুগছিলেন তিনি।

    চিকিৎসকের পরামর্শে ওষুধও খাচ্ছিলেন। আজ সকাল ১০টার দিকে একই ফ্ল্যাটের অন্য দুজন তাকে ঘুম থেকে ডাকতে গেলে অচেতন অবস্থায় মুখে ফেনা দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    করোনা পরীক্ষার জন্য লাশের নমুনা সংগ্রহ করা হয়েছে।

    চার দিনেও জ্বর না কমাতে আজ করোনা পরীক্ষার নমুনা দেওয়ার কথা ছিল এসআই ইকরামের।

    সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ জানান, নিহতের মুখে ফেনা ছিল। এ কারণে প্রাথমিকভাবে স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি যেহেতু জ্বর ও সর্দিতে ভুগছিলেন তাই করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে।

    এদিকে সীতাকুণ্ড মডেল থানার ওসি (ইন্টেলিজেন্স) সুমন বনিকসহ ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

    শুক্রবার রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে ঘোষিত করোনা পরীক্ষার ফলাফলে এসব তথ্য জানা গেছে।

    সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় জানান, শুক্রবার নমুনা পরীক্ষার ফলাফলে মোট ৮ জনের করোনা পজিটিভ হয়েছে।

    সীতাকুণ্ড থানার ওসি মো. ফিরোজ হোসেন মোল্লা সাংবাদিকদের জানান, আক্রান্তদের মধ্যে দুজন সীতাকুণ্ড মডেল থানার সদস্য। এদের মধ্যে একজন ওসি ইন্টেলিজেন্স সুমন বণিক।

    সীতাকুণ্ড উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১২৩ জন, সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫৩ জন। হোম আইসোলেশন এ থাকা ৪০ জনের মধ্যে সুস্থ হয়েছে ২০ জন। করোনাই আক্রান্ত হয়ে মারা গেছে ৩ জন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছে সর্বশেষ এই পুলিশ সদস্য সহ ৭ জন।

    এর আগে কুমিরা হাইওয়ে থানার তিন পুলিশ সদস্য করোনাই আক্রান্ত হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনায় আক্রান্ত ফটিকছড়ি থানার ৮ পুলিশ

    করোনায় আক্রান্ত ফটিকছড়ি থানার ৮ পুলিশ

    ফটিকছড়ি প্রতিনিধি:করোনা সংক্রমণ রোধে কাজ করতে গিয়ে চট্টগ্রামের ফটিকছড়ি থানার ৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

    এর মধ্যে একজন পরিদর্শক, একজন উপ-পরিদর্শক ও ছয়জন কনস্টেবল। করোনা পজিটিভ পুলিশ সদস্যরা বর্তমানে আইসোলেশনে রয়েছেন।

    বুধবার (৩ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, মঙ্গলবার রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কর্তৃক প্রকাশিত রিপোর্টে ফটিকছড়িতে সর্বোচ্চ আটজনের করোনা পজিটিভ আসে। এ নিয়ে ফটিকছড়িতে মোট ১৬ জন করোনা রোগী শনাক্ত হলো।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, আক্রান্ত পুলিশ সদস্যদের আপাততঃ নাজিরহাট হোটেল রয়েল মাউন্টে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। সংশ্লিষ্টদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

    ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার জানান, করোনা আক্রান্ত ৮ জন পুলিশের মধ্যে ৩ জন এক কক্ষে থাকতেন। আক্রান্ত পুলিশ সদস্যদেরকে বিশেষ ব্যবস্থায় আইসোলেশনে রাখা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ

  • চট্টগ্রামে একদিনেই আক্রান্ত আইনশৃঙ্খলা বাহিনীর ২৭ সদস্য/এক ট্রাফিক পুলিশের পুরো পরিবারে করোনা বিষ!

    চট্টগ্রামে একদিনেই আক্রান্ত আইনশৃঙ্খলা বাহিনীর ২৭ সদস্য/এক ট্রাফিক পুলিশের পুরো পরিবারে করোনা বিষ!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে ভয়ানকভাবে থাবা বসিয়েছে প্রাণঘাতী করোনা। প্রায় প্রতিদিনই কয়েকশ নারী-পুরুষ নতুন করে শনাক্ত হচ্ছে। দেশের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিতরাও করোনার গ্রাস থেকে রক্ষা পাচ্ছে না।

    গতকাল ২৯ মে শুক্রবার চট্টগ্রামে নমুনা পরীক্ষার ফলাফলে ২৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য করোনা আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে।

    চট্টগ্রামে প্রধান দুটি ল্যাব সীতাকুণ্ডের বিআইটিআইডি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাব থেকে আসা একদিনের রিপোর্টে আক্রান্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে চট্টগ্রাম নগর পুলিশের সদস্য রয়েছেন ১১ জন। চট্টগ্রাম জেলা পুলিশে ৫ জন সদস্যের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। 

    তাছাড়া চট্টগ্রাম র‌্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র‌্যাবের বিভিন্ন পদে কর্মরত ১০ সদস্য এবং সরকারের একটি গোয়েন্দা সংস্থার জিইসি সার্কেলে কর্মরত ৩৫ বছর বয়সী এক সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

    এর আগে ২৮ মে বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলেও চট্টগ্রামে একইদিনে আইনশৃঙ্খলা বাহিনীর ১৮ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

    এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)র ট্রাফিক বিভাগে কর্মরত মো. মহীবুল্লাহ নামে এক পুলিশ সদস্যের সপরিবার করোনা আক্রান্ত হয়েছেন।

    আক্রান্ত ওই ট্রাফিক পুলিশ কর্মকর্তা নিজেই এ তথ্য নিশ্চিত করে বলেন, গত এক সপ্তাহ আগে তিনি এবং তার ছেলে করোনা আক্রান্ত হয়। গত তিনদিন আগে নমুনা পরীক্ষার ফলাফলে জানতে পারি আমার পরিবারের বাকি দু সদস্য স্ত্রী ও মেয়ের শরীরেও করোনার অস্থিত্ব মিলেছে।

    তিনি তাদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, বর্তমানে তিনি এবং তার মেয়ে নগরীর দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে এবং ছেলে ও তার স্ত্রী নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তারা সবাই সুস্থ আছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • রামু থেকে ৪ চোর ধরলো বোয়ালখালী থানা পুলিশ, অটোরিকশা উদ্ধার

    রামু থেকে ৪ চোর ধরলো বোয়ালখালী থানা পুলিশ, অটোরিকশা উদ্ধার

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃচট্টগ্রামের বোয়ালখালী উপজেলা থেকে চুরি যাওয়া সিএনজিচালিত অটোরিকশার সন্ধানে গিয়ে কক্সবাজার জেলার রামু থেকে ৪ চোরকে আটক করেছে পুলিশ।

    সোমবার (২৫ মে) দুপুরে রামু থানার সহযোগিতায় রামুর থনিয়াঘোনা চাপটা মুড়া পাহাড় এলাকায় অভিযান চালিয়ে ৪ চোরকে আটক ও তাদের কাছ থেকে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করে বোয়ালখালী থানা পুলিশ।

    আটককৃতরা হলেন বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ গ্রামের নুরুল আজিমের ছেলে মো. রিপন প্রকাশ টিপু (২২), পোপাদিয়া গ্রামের আবদুস ছবুরের ছেলে আবদুল মালেক প্রকাশ রাকিব (২১), বিদগ্রামের গোপাল চৌধুরীর ছেলে নেপাল চৌধুরী (২২) ও কক্সবাজার জেলার রামু থানার ভারুয়াখালীর আবু সৈয়দের পুত্র আবদুস শুক্কুর।

    বোয়ালখালী থানার উপ-পরিদর্শক সুমন কুমার দে বলেন, গত ১৯ মে রাতে পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৪নং ওয়ার্ডের পালপাড়া থেকে একটি অটোরিকশা চুরি হয়। এব্যাপারে অটোরিকশার মালিক মামলা দায়ের করলে অভিযানে নেমে চার চোরকে আটক ও গাড়ীটি উদ্ধার করতে পেরেছি।

    ২৪ ঘণ্টা/এম আর/পূজন

  • ভুজপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি নিহত/আহত ৫ পুলিশ

    ভুজপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি নিহত/আহত ৫ পুলিশ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি ভূজপুর থানাধীন আন্ধারমানিক গলাচিপার টেক এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত হয়েছে ধর্ষণ মামলায় অভিযুক্ত এক আসামি। এ ঘটনায় আহত হয়েছেন থানা পুলিশের পাঁচ সদস্য।

    আজ ২৪ মে রবিবার ভোরে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি কিরিচ, চারটি গুলি উদ্ধার করার তথ্য দিয়েছে পুলিশ।

    বন্দুকযুদ্ধে নিহতের নাম মো. হেলাল উদ্দিন (৩২)। তিনি ফটিকছড়ি উপজেলার পশ্চিম ভুজপুর গ্রামের মো. জাফর আলমের ছেলে। তার বিরুদ্ধে দুই খালাতো বোনকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ছাড়াও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

    তিনি জানান, রবিবার ভোরে দুই খালাতো বোনকে তুলে নিয়ে ধর্ষণ করার অভিযোগে গত শনিবার বিকেলে দায়ের করা একটি মামলায় অভিযুক্ত প্রধান আসামি হেলাল উদ্দিনকে গ্রেফতার করতে গলাচিপার টেক এলাকায় যায় ভুজপুর থানা পুলিশের একটি টিম।

    এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর হামলা চালায় ধর্ষণ মামলার আসামি হেলাল। পুলিশও এ সময় পাল্টা গুলি করে। এক পর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় হেলালকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ মর্গে পাঠানো হয়েছে।

    তিনি বলেন, বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন-ভুজপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন, এসআই প্রবীণ, এসআই রাশেদুল হাসান, এএসআই কল্পরঞ্জন চাকমা ও কনস্টেবল মো. জাহিদ।

    প্রসঙ্গত : গত ২২ মে শনিবার সকাল ১১টার দিকে ভূজপুর কাজীরহাট বাজার থেকে ফেরার পথে দুই খালাতো বোনকে অপহরণ করে নিয়ে যায় হেলাল ও তার সন্ত্রাসী বাহিনী। পরে আন্ধারমানিক গলাচিপার টেক এলাকায় জঙ্গলে নিয়ে ১০ জন মিলে তাদের ধর্ষণ করে ফেলে যায়।

    এ ঘটনায় একই দিন রাতে থানায় মামলা দায়ের করেন ধর্ষিতাদের খালা। মামলার পর শনিবার রাতে অভিযান চালিয়ে হালিম (২৫) ও সুমন (২৩) নামে দুই আসামিকে পুলিশ গ্রেফতার করে।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • আক্রান্ত হলেও মনোবলে চিড় ধরেনি পুলিশ সদস্যদের, সুস্থ হয়ে আবারও করোনাযুদ্ধে নামতে চায়!

    আক্রান্ত হলেও মনোবলে চিড় ধরেনি পুলিশ সদস্যদের, সুস্থ হয়ে আবারও করোনাযুদ্ধে নামতে চায়!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : শরীরে প্রাণঘাতী ভাইরাস। তবুও দমে যাননি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা।

    সুস্থ হয়ে আবারও করোনার বিরুদ্ধে লড়তে চান তারা। আজ ২৪ মে রবিবার দুপুরে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার গ্রহণ শেষে তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।পুলিশ সদস্য

    কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পক্ষ থেকে আজ রবিবার করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য ঈদ উপহার প্রদান করা হয়। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২১ জনসহ মোট ৪৮ জনকে এই উপহার প্রদান করা হয়।

    তিনি বলেন, করোনা আক্রান্ত হলেও আমাদের পুলিশ সদস্যদের মনোবলে চিড় ধরেনি। এসময় তারা সুস্থ হয়ে আবারও করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামার প্রত্যয় ব্যক্ত করেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চট্টগ্রামে ১৩ পুলিশসহ এক দিনে রেকর্ড ১৬১ জনের করোনা শনাক্ত

    চট্টগ্রামে ১৩ পুলিশসহ এক দিনে রেকর্ড ১৬১ জনের করোনা শনাক্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে নতুন করে আরও ১৬১ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এদের মধ্যে নগরীর ১২৯ জন এবং উপজেলায় ৩২ জন।

    চট্টগ্রামের ১ম ল্যাব ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ২৪৭টি নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ২৭ জন, পটিয়া ১জন, বোয়ালখালী ১জন, হাটহাজারী ২জন, সীতাকুন্ড ১জন এবং রাউজানে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে (সিভাসু) ৮৯টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম শহরে ১০ জন, সীতাকুণ্ড ৮ জন, রাংগুনিয়া ২ জন, হাটহাজারী ৩ জন এবং রাউজানে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া পুরাতন একজনের পুনরায় করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২০৯টি নমুনা পরীক্ষা করে ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে ৯২ জন, পটিয়া ৫ জন, বোয়ালখালী ১ জন, আনোয়ারা ১ জন এবং মীরসরাইয়ে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের কারো শনাক্ত হয়নি।

    শুক্রবার (২২ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, চট্টগ্রামের তিন ল্যাব এবং কক্সবাজারে ৫৪৫টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১৬১ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১৪৭৯ জন।

    বিআইটিআইডির নমুনা পরীক্ষার বিস্তারিত ফলাফল: চট্টগ্রাম মহানগরের ২৭ জনের মধ্যে ১৩ জন পুলিশ সদস্য। চট্টগ্রামের ২৭ হলেন, সিটি গেইট পুরুষ (৩০), চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল পুরুষ (৩৭), মধ্যে গৌসালডাঙ্গা পুরুষ বয়স (৫৭), একই এলাকার মহিলা (৪৪), বউ বাজার পুরুষ (৩৫), বায়েজিদ পুরুষ (৩২), বিআইটিআইডি মহিলা (৫৫), দামপাড়া পুলিশ লাইন পুরুষ (৩৮), বিআইটিআইডি পুরুষ (২৩), বিআইটিআইডি মহিলা (১৮), বিআইটিআইডি মহিলা (৪৯), হালিশহর পুলিশ লাইন পুরুষ তিন জন যথাক্রমে (৫৭),(২৪) ও (৩৪)। মেট্টোপলিটন হাসপাতাল পুরুষ (৭২), পাচঁলাইশ মীর্জাপুল ২ জন একজন পুরুষ (৪১) অন্যজন মহিলা (১৩), ও আর নিজাম রোড ১ পুরুষ (২২), ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নয়জন পুরুষ বয়স যথাক্রমে, (২২),(২২),(২১),(২১),(২৬),(২১),(২২), (২১) ও (২৩)।

    বিভিন্ন উপজেলার ১০ জন হলেন, পটিয়ার মহিলা বয়স (১৭), বোয়ালখালী পুরুষ (৩৮), হাটহাজারী ২ জন একজন মহিলা বয়স (৪৯) ও অন্রজন পুরুষ (২৫), সীতাকুন্ড উপজেলার আমিরাবাদ পুরুষ (১৬) রাউজান উপজেলার ৫ জনের মধ্যে একজন মহিলা (৫৪), বাকি চারজন পুরুষ (৩৫),(১৫),(৪৮) ও (৩২)।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৫০ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪৭ জন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ‘ভালবাসার বক্স’ হাতে করোনা আক্রান্ত সাংবাদিকের বাসায় পুলিশ

    ‘ভালবাসার বক্স’ হাতে করোনা আক্রান্ত সাংবাদিকের বাসায় পুলিশ

    চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত সাংবাদিকদের ঘরে ‘ভালবাসার বক্স’ উপহার পাঠিয়েছে পুলিশ।

    করোনা আক্রান্ত সাংবাদিকদের মনোবল চাঙা রাখার জন্য এই ‘ভালবাসার বক্স’র মোড়কে ঈদ উপহার প্রদান করেছে পুলিশ।

    আজ শুক্রবার (২২ মে) চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৯ সাংবাদিকের পরিবারে এসব উপহার প্রেরণ করা হয়।

    এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘এই দূর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের তথ্যের চাহিদা পূরণ করছেন সাংবাদিক। আমাদের তথ্য জানাতে গিয়েই তারা আজ করোনা আক্রান্ত। তাই ভালবাসার এসব মানুষদের জন্য এই ভালবাসার বক্স। ‘

    পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামে এ পর্যন্ত ৯ সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এসব পরিবার এখন লকডাউন অবস্থায় আছে। ঘরের মূল ব্যক্তি অসুস্থ এবং পুরো পরিবার অবরুদ্ধ থাকায় এসব পরিবারের জন্য ঈদ উপহার পাঠিয়েছে পুলিশ।

    পুলিশ জানায়, করোনা আক্রান্ত সাংবাদিকদের পরিবারের পাশে থাকবে পুলিশ। তাদের যেকোন প্রয়োজনে পুলিশ অগ্রাধিকার ভিত্তিতে সাড়া দিবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • একদিনে রেকর্ড ৩৪০ পুলিশ সদস্যের করোনা শনাক্ত,মোট আক্রান্ত ৩২৩৫

    একদিনে রেকর্ড ৩৪০ পুলিশ সদস্যের করোনা শনাক্ত,মোট আক্রান্ত ৩২৩৫

    দেশে গত ২৪ ঘণ্টায় ৩৪০ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছে। এ নিয়ে বাহিনীর মোট ৩ হাজার ২৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হলো।

    আজ বৃহস্পতিবার (২১ মে) পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, দেশে একদিনে এটিই রেকর্ড সংখ্যক পুলিশ সদস্যের করোনা শনাক্তের ঘটনা। এর আগে গত ১৬ মে সর্বোচ্চ ২৩১ জনের ও ১১ মে ২০৭ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছিল।

    করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ১ হাজার ২৭৭ জন ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত। আজ বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাসে ১০ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫৬৯ জন।

    সারা দেশে আক্রান্ত সদস্যদের যথাযথ চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকায় পুলিশ সদস্যদের আক্রান্তের হার ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতার চেয়ে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তেজগাঁওয়ে ইমপালস হাসপাতাল ভাড়া নেওয়া হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • কেউ এগিয়ে আসেনি:পুলিশ সদস্যই ভ্যান চালিয়ে নিয়ে গেলেন বৃদ্ধের লাশ

    কেউ এগিয়ে আসেনি:পুলিশ সদস্যই ভ্যান চালিয়ে নিয়ে গেলেন বৃদ্ধের লাশ

    বিশ্বব্যাপী চলছে করোনাভাইরাস (কোভিড-১৯) আতঙ্ক। আর এই আতঙ্কের কারণে যখন মানুষ নিজেকে গুটিয়ে নিচ্ছে মানবতার সেবা থেকে, তখন পুলিশ সেখানে স্থাপন করছে অনন্য নজির। আবারও এমন দৃশ্য দেখা গেল গাজীপুরের সাইনবোর্ড এলাকায়।

    মহাসড়কের পাশে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ পড়ে ছিল।

    করোনাভাইরাসে বৃদ্ধের মৃত্য হয়েছে ভেবে ভয়ে কেউ কাছে এগিয়ে আসছিল না। এমনকি খবর পেয়ে পুলিশ একটি ভ্যানগাড়ি ডেকে আনলে এর চালকও লাশবহনে অপারগতা জানান। অবশেষে মরদেহটি ভ্যানে তুলে এক পুলিশ সদস্য নিজেই চালিয়ে থানায় নিয়ে যান।

    ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। আনুমানিক ৫০-৬০ বছর বয়সী মৃত ওই বৃদ্ধের পরনে সাদা রংয়ের হাফ শার্ট, লুঙ্গি ও মাথায় সাদা রঙের টুপি ছিল।

    মৃতের পরিচয় পাওয়া যায়নি জানিয়ে গাছা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    গাছা থানার পুলিশ কনস্টেবল রুবেল মিয়া জানান, শুক্রবার রাত ২টার দিকে সাইনবোর্ড এলাকার ডিউটি করছিলেন। এ সময় তিনি মহাসড়কের উপর অজ্ঞাত এক বৃদ্ধ পড়ে রয়েছেন বলে খবর পান।

    তিনি বলেন, অনেকক্ষণ ধরে তার নিথর দেহ রাস্তার পাশে পড়ে ছিল। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সন্দেহে কেউ তার পাশে যায়নি।

    কনস্টেবল রুবেল মিয়া গিয়ে দেখতে পান বৃদ্ধের দেহ রক্তাক্ত। তার ধারণা অজ্ঞাত কোনও গাড়ি ওই ব্যক্তিকে চাপা দিয়েছে।

    রাত গভীর হওয়ায় বৃদ্ধের দেহটি বহন করার জন্য কোনও গাড়ি পাচ্ছিলেন না তিনি। এ সময় এক রিকশা-ভ্যান চালককে লাশটি থানায় নেওয়ার অনুরোধ করেন তিনি।

    তিনি বলেন, “ওই চালকও তার ভ্যানে লাশটি না তুলতে আমাদের হাতে-পায়ে ধরেন। পরে নিজেই ওই ভ্যানে লাশটি তুলে চালিয়ে থানায় নিয়ে যাই।”

    ২৪ ঘণ্টা/এম আর

  • দেশে আরও ১৪৪ পুলিশ সদস্যের করোনা শনাক্ত,মোট ১৪২৯

    দেশে আরও ১৪৪ পুলিশ সদস্যের করোনা শনাক্ত,মোট ১৪২৯

    দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪৪ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪২৯ জন।

    গতকাল আক্রান্তের মোট সংখ্যা ছিল ১ হাজার ২৮৫ জন। আর করোনা-যুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন ছয় পুলিশ সদস্য।

    ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সর্বশেষ শুক্রবার (৮ মে) এ তথ্য আপডেট করা হয়েছে।

    আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ৭০৮ জন। আক্রান্তদের মধ্যে মাঠ-পর্যায়ের পুলিশ সদস্যই বেশি।

    ডিএমপি জানায়, করোনায় মাঠ পর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুইজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

    পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ৪৭২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

    আক্রান্তদের সংস্পর্শে আসায় ২ হাজার ৮১৪ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

    এ পর্যন্ত ৯৬ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

    এদিকে সর্বশেষ স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৩৪ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ২০৬ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২১০১ জন।

    ২৪ ঘন্টা/এম আর