Tag: পুলিশ

  • সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান

    সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান

    পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে বদলি করা হয়েছে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমানকে।

    আজ রোববার (৩ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি করা হয়েছে। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন আরও ৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়, টুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে (চলতি দায়িত্বে) হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ইব্রাহীম ফাতেমীকে পুলিশ সদর দপ্তরে (টিআর) বদলি করা হয়েছে।

    অপরদিকে পুলিশ সদর দপ্তরের উপ পুলিশ মহাপরিদর্শক এসএম রুহুল আমিনকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চলতি দায়িত্বে ও সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসানকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রামের দামপাড়ায় ফের একজন করোনা আক্রান্ত, বিআইটিআইডিতে ১৫৯ পরীক্ষা

    চট্টগ্রামের দামপাড়ায় ফের একজন করোনা আক্রান্ত, বিআইটিআইডিতে ১৫৯ পরীক্ষা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডিতে আজ চট্টগ্রাম বিভাগের মোট ১৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।

    এর মধ্যে চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন এলাকায় নতুন করে ২৮ বছর বয়সী একজনের শরীরে করোনা সনাক্ত হয়। তিনি চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের সদস্য বলে জানা গেছে।

    আজ আক্রান্ত একজনসহ চট্টগ্রাম মহানগর পুলিশের মোট ১১ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

    তাছাড়া চট্রগ্রামে করোনা পরীক্ষার দ্বিতীয় ল্যাব ভেটেরিনারি ইউনিভার্সিটিতে আজ ৮৪টি নমুনা পরীক্ষা করে সবকয়টির ফল নেগেটিভ আসে।

    আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৯ টা ২৪ মিনিটে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    উল্লেখ্য : চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডিতে এখন পর্যন্ত ৩০১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭২ জন।

    শুধুমাত্র নগরীতেই করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ৪৬ জন। তাছাড়া সাতকানিয়ার ১৫ জন, সীতাকুণ্ডের ৩ জন, বোয়ালখালীর ২ জন, পটিয়ার ২ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশের ১ জন, ফটিকছড়ির ১ জন, হাটহাজারীতে ১ জন ও মিরসরাইতে ২ জন এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে।

    এর মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। বাকি ৫০ জন এখনো চিকিৎসাধিন আছে।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • প্রাণঘাতী করোনা কেড়ে নিলো আরো ২ পুলিশ সদস্যের প্রাণ

    প্রাণঘাতী করোনা কেড়ে নিলো আরো ২ পুলিশ সদস্যের প্রাণ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সারাদেশ ডেস্ক : প্রাণঘাতী করোনা (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন দেশের আরও দুই পুলিশ সদস্য। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশ তথ্যটি নিশ্চিত করেছেন।

    বলা হয় ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত এই দুই সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে ছিলেন। বুধবার রাতে ও ‍বৃহস্পতিবার ভোরে আইসোলেশনে থাকাবস্থায়ই ২ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

    এর মধ্যে একজনের নাম আব্দুল খালেকের (৩৬)। তিনি ঢাকার মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত পুলিশের এসআই এবং মসজিদের ইমাম ছিলেন। তিনি বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামের আজিম উদ্দিন মৃধার ছেলে বলে জানা গেছে।

    জানা গেছে, আব্দুল খালেক আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর রাতে ঢাকা আরামবাগ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পুলিশ কর্মকর্তা আব্দুল খালেক মৃত্যুর স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্যক আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করছেন।

    পরিবার সূত্রে জানা গেছে, ঢাকায় বেলা ১১টায় জানাজা শেষে বেতাগীর উদ্দেশে রওনা দিবেন এবং নিজ বাড়িতে পারিবারিক গোরস্থানে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফন করা হবে।

    অন্যজনের নাম আশেক মাহমুদ (৪২)। তিনি ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা গেছেন। আশেক মাহমুদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

    এর আগে বুধবার করোনায় দেশে প্রথম পুলিশ সদস্যের মৃত্যু হয়। গতকাল করোনা ভাইরাসে মৃতের তালিকায় পুলিশ কনস্টেবল জসিম উদ্দিনের (৪০) নাম ওঠে।

    তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা ছিলেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। জসিম উদ্দিন ওয়ারি থানায় পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ওয়ারি ফাঁড়িতে দায়িত্ব পালনের সময় তিনি করোনায় সংক্রমিত হন। তিনি পুলিশ সদস্যদের মধ্যে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

    ওয়ারি বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমেদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকদিন আগে জসিম উদ্দিনের শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়। এরপর করোনা সন্দেহে তাকে ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়। ২৫ এপ্রিল তার নমুনা আইইডিসিআরে পাঠানো হয়।

    এদিকে বুধবার (২৯ এপ্রিল) করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা মোট ১৬৩ জন। এছাড়া দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১০৩ জনে।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • সিআরবিতে পুলিশের অভিনব শাস্তি ভোগ করল ২০ তরুণ,আমি দুঃখিত লিখলো ৫শ বার

    সিআরবিতে পুলিশের অভিনব শাস্তি ভোগ করল ২০ তরুণ,আমি দুঃখিত লিখলো ৫শ বার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি || চট্টগ্রামের অন্যতম বিনোদন স্পট সিআরবি সাত রাস্তার মাথা এলাকায় ঘুরতে গিয়ে সিএমপি পুলিশের অভিনব শাস্তি ভোগ করলেন ২০ তরুণ।

    জেল কিংবা জরিমানা দিয়ে নয়, রাস্তার উপর বসে পুলিশের দেওয়া কাগজ কলম দিয়ে ৫শ বার আমি দুঃখিত লিখতে দেয়া হয় এসব তরুণদের। তবে একজনও ৫শ বার লিখতে পারেনি।

    করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনসমাগমের উপর সিএমপির নিষেধাজ্ঞা জারি করা স্পটে অহেতুক ঘুরা-ঘুরির যৌক্তিক কোনো কারণ দেখাতে না পারায় পুলিশ তাদের শাস্তি দেন।

    সোমবার ২০ এপ্রিল) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত তরুণদের অভিনব এই শাস্তি প্রদান করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের-সিএমপি কোতোয়ালি জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা।

    তিনি বলেন, সোমবার বিকালে কোতোয়ালি পুলিশের একটি টিম নগরীর সিআরবি এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করছিলো। এ সময় অহেতুক ঘুরতে দেখে বেশ কয়েকজন তরুণকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে।

    এরমধ্যে ২০ তরুণ সিআরবি আসার যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেনি। পরে তারা পুলিশের কাছে মৌখিকভাবে দুঃখ প্রকাশ করলে তাদেরকে খাতা কলম দিয়ে রাস্তায় বসে ৫শ বার করে ‘আমি দুঃখিত’ লিখতে বলা হয়।

    তিনি বলেন, কাগজে কেউ পুরোপুরি ৫শ বার লিখতে পারিন। এরপরও প্রত্যেকে সতর্ক করে দিয়ে তাদের বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।

    বিধিনিষেধ অমান্য করে কেউ যাতে জনসমাগম ঘটে এমন স্পটে অহেতুক ভিড় না করে সেজন্য এই অভিনব শাস্তি দেয়া হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • কমলগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ করলো পুলিশ

    কমলগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ করলো পুলিশ

    কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি:::মৌলভীবাজারের কমলগঞ্জে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্র ২শ পরিবারের মধ্যে কমলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ হয়েছে।

    বুধবার (৮ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ থানার পুলিশ সদস্যদের আর্থিক সহযোগিতায় উপজেলার দক্ষিণ বালিগাঁও (বটতল), ভানুগাছবাজার চৌমুহনা ও মুন্সিবাজারে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আলু, তেল ও লবণের প্যাকেট দেয়া হয়।

    এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল আশরাফুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমান, পুলিশ পরিদর্শক তদন্ত সূধীন চন্দ্র দাশ প্রমুখ।

  • রিকশাচালককে থানায় ডেকে জোরপূর্বক স্ট্যাম্পে সই ও ১০ হাজার টাকা নিলো সীতাকুণ্ড হাইওয়ে পুলিশ

    রিকশাচালককে থানায় ডেকে জোরপূর্বক স্ট্যাম্পে সই ও ১০ হাজার টাকা নিলো সীতাকুণ্ড হাইওয়ে পুলিশ

    সীতাকুণ্ড প্রতিনিধি ::: চট্টগ্রামের সীতাকুণ্ড অংশে মহাসড়কে দায়িত্বরত হাইওয়ে পুলিশ দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। মহাসড়কে চলাচলকারী নিরীহ মানুষকে মারধর, গাড়ী ধরে জোর পূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর ও অসহায়দের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া এদের নিত্যদিনের কাজ।

    গত সোমবার রাত ১টার সময় বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল আওয়াল ও এসআই সাইফুল এক নিরীহ রিক্সা চালক থেকে ১০ হাজার টাকা নেয় এবং পরে জোর পূর্বক ৭শত টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে নেন। ঐ স্ট্যাম্পও নিরীহ রিক্সা চালকের টাকায় কেনা।

    জানা যায়,বাংলাদেশসহ সারা বিশ্ব যেখানে মহামারী করোনা ভাইরাসের কারণে আতংকিত, সেখানে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ প্রতিনিয়ত বেপরোয়া আচরণ করছেন সাধারণ জনগনের উপর। গত রবিবার দুপুরের দিকে ভাটিয়ারী মুক্তিযোদ্ধা মেমোরিয়াল হাসপাতালে এক রোগী নিয়ে যাচ্ছিল রিক্সা চালক জয়নাল আবেদিন। এ সময় তার সামনে আচমকা এসে বসে হাইওয়ে পুলিশের এসআই সাইফুল। এরপর রোগী নামিয়ে গাড়ীটি হাইওয়ে থানায় নিয়ে যায় এবং অকথ্য ভাষায় চালককে গালমন্দ করেন।

    সোমবার সোর্সের মাধ্যমে ওসি ও এসআই সাইফুল রিক্সা চালককে থানায় ডেকে নেন এবং ১০ হাজার টাকা দিলে গাড়ী ছেড়ে দিবে বলেন। সেই মোতাবেক রাতে টাকা নিয়ে থানায় আসেন গরীব রিক্সা চালক জয়নাল। প্রথমে টাকা নেন,এরপর বলেন এই স্ট্যাম্পগুলোতে স্বাক্ষর কর, যাতে জীবনে আর রিক্সা না চালাস। সবশেষ রাত ১টার সময় রিক্সা ছেড়ে দেয়া হয়।

    এরূপ গত ১৭ মার্চ অপর এক রিক্সা চালকের গাড়ী গ্রাম থেকে ধরেন এসআই সাইফুল। এরপর সোর্সের মাধ্যমে ১০ হাজার টাকা দাবি করেন। পরে নিরীহ রিক্সা চালক অনেকের কাছে গিয়ে টাকা যোগাড় করতে না পেরে তিনদিন পর অনাহারে পরিবারকে ভরণ- পোষন দিতে না পারায় নিজেই আত্মহত্যা করে।

    একইভাবে গত ২২ মার্চ হাইওয়ে পুলিশের এক এসআই মহাসড়কের নড়ালিয়া পিএইচপি ফ্লোট গ্লাস ফ্যাক্টরীর ইউটার্ন এলাকায় এক দলিল লেখককে বিনা কারণে মারধর করলে স্থানীয়দের তোপের মুখে তারা দ্রুত পালিয়ে যায়। পরে দলিল লেখক হেলাল সুস্থ্য হয়ে ২৪ মার্চ সীতাকুণ্ড প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন।

    আবু তাহের নামে এক রিক্সা চালক বলেন,‘আমি ভাটিয়ারী গ্রামের একটি সড়কে রিক্সা চালানো অবস্থায় সাদা পোশাকে পুলিশ এসে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে আমাকে মারধর শুরু করে আমার গাড়িটি থানায় নিয়ে যায়। পরে আমি অভাবের মধ্যে ৩ হাজার ৭শত টাকা দিয়ে গাড়ী নিয়ে আসি।

    এভাবে বার আউলিয়া হাইওয়ে পুলিশ গত কয়েকদিনে রিক্সা জব্দ করে জসিম থেকে ১৩ হাজার,মিজান থেকে ১৩ হাজার ও খলিল থেকে ১৩ হাজার টাকা নেয়। টাকা না দিলে মারধর করার অসংখ্য নজির আছে বার আউলিয়া হাইওয়ে পুলিশের বিরুদ্ধে।

    জানতে চাইলে রিক্সা চালক জয়নাল কান্নাজনিত কন্ঠে জানান,‘আমরা এমনিতে মহাসড়কে রিক্সা নিয়ে উঠি না, দেশে করোনা রোগের কারণে মহাসড়কে দূর পাল্লার গাড়ি কম থাকায় রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে গাড়িটি আটক করে এসআই সাইফুল থানায় নিয়ে যায়। পরে সোর্সের মাধ্যমে খবর দিয়ে প্রথমে ওসির সাথে থাকা এক পুলিশ ১০হাজার টাকা নেয় এবং পরে ৭শত টাকা স্ট্যাম্পের টাকা নিয়ে স্বাক্ষর করিয়ে নিয়ে রাত আনুমানিক ১টার দিকে ছেড়ে দেয়।’

    এসব বিষয়ে জানতে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল আউয়াল কে (০১৭৩৩২৩১৯১২) ফোন করলে উনি ফোন রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    তবে অভিযুক্ত এসআই সাইফুল মারধর, টাকা নেওয়া ও ষ্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া সকল বিষয় অস্বীকার করে বলেন, আপনি ওসি স্যারের সাথে কথা বলেন বলে লাইন কেটে দেন।’

    এসব বিষয়ে জানতে চাইলে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার কুমিল্লা রিজিয়ন নজরুল ইসলাম বলেন,‘ আমি (সাংবাদিক)আপনার কাছ থেকে সকল অভিযোগগুলো শুনেছি,আপনি পারলে ভূক্তভোগী কয়েকজনকে আমার কাছে
    মোখিক ও লিখিত অভিযোগ নিয়ে আসতে বলেন।’ আমি আইনগত ব্যবস্থা নেবো।

  • বোয়ালখালীতে ফোন পেয়ে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিলো পুলিশ

    বোয়ালখালীতে ফোন পেয়ে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিলো পুলিশ

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি::::চট্টগ্রামের বোয়ালখালীতে ফোন পেয়ে অসহায় দুই পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে পুলিশ।

    সোমবার (৬ এপ্রিল) রাত ১০টার দিকে খাদ্যের অভাবে অভুক্ত দিনাতিপাত করছেন জানিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের ফোনে সাহায্য চান বোয়ালখালী উপজেলার দুই পরিবার।

    এ খবর পাওয়া মাত্রই বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম, উপ-পরিদর্শক তাজ উদ্দিন, দেলওয়ার হোসেন খাদ্যসামগ্রী নিয়ে ছুটে যান অসহায় পরিবারগুলোর পাশে।

    পুলিশের সহায়তা পাওয়া দুই পরিবারের সদস্যরা বলেন, এ সহায়তা না পেলে ছেলে মেয়ে নিয়ে অভুক্ত থাকতে হতো।

    থানার উপ-পরিদর্শক তাজ উদ্দিন বলেন, এসপি স্যারের নির্দেশ পাওয়া মাত্রই খাদ্য সামগ্রী নিয়ে অসহায় পরিবারের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি।

    সাহায্য পাওয়া পরিবার দুইটি পৌর সদরের বহদ্দারপাড়া ও পশ্চিম গোমদণ্ডী এলাকার বলে জানান তিনি।

  • বোয়ালখালীতে মা ও শিশুকণ্যা’র ঝুলন্ত মরদেহ উদ্ধার, বাবা পুলিশ হেফাজতে

    বোয়ালখালীতে মা ও শিশুকণ্যা’র ঝুলন্ত মরদেহ উদ্ধার, বাবা পুলিশ হেফাজতে

    ২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে একটি ভাড়া বাসা থেকে দেড় বছর বয়সী শিশুকন্যা সহ মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার পূর্বগোমদণ্ডী হাজিরহাট এলাকায় ভাড়া বাসা থেকে মরদেহ দুইটি উদ্ধার করে পুলিশ।

    বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দীন ফারুকী বলেন, শারমিন আক্তার (২৭) ও তার দেড় বছর বয়সী মেয়ে তাসলিমার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শারমিন আক্তার উপজেলার পশ্চিম গোমদণ্ডী ফুলতল এলাকার মো. সেলিমের ২য় স্ত্রী। তারা হাজিরহাট এলাকায় ভাড়া থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

    উদ্ধার করা মরদেহ দুইটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা হেলাল উদ্দীন ফারুকী বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা বলা যাচ্ছে না। শারমিনের স্বামী সেলিমকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে।

    স্থানীয় সূত্র জানায়, মা ও মেয়েকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। তবে পুলিশ এখন এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিশ্চিত হতে পারেনি।

    ২৪ ঘন্টা/পূজন সেন/ আর এসপি

  • করোনা:যুক্তরাষ্ট্রে ২১১ পুলিশ আইসোলেশনে

    করোনা:যুক্তরাষ্ট্রে ২১১ পুলিশ আইসোলেশনে

    যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ২১১ সদস্য প্রাণঘাতী করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তাদের আইসোলেশনে নেয়া হয়েছে।

    পুলিশ ইতোমধ্যেই নিউ ইয়র্ক সিটির পার্কগুলোতে টহল শুরু করেছে। জনসাধারণ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। মঙ্গলবার (২৪ মার্চ) স্থানীয় পুলিশ অধিদফতর এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে।

    পুলিশের এক কর্মকর্তা জানান, এনওয়াইপিডির সদস্যদের মধ্যে ১৭৭ জন ইউনিফর্ম অফিসার, বাকিরা সাদা পোশাকের। এনওয়াইপিডি পার্ক এবং রাস্তায় টহল শুরু করেছে যেন বাসিন্দারা উপযুক্ত সামাজিক দূরত্ব বজায় রাখেন।

    এছাড়া দেশটিতে গাড়ি সাইট পার্কিং ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে। ফেডারেল সরকার ৪০০ সেট পূর্ণাঙ্গ চিকিৎসা সামগ্রী (ভেন্টিলেটর) সরবরাহ করেছে, যা নিউ ইয়র্ক সিটির হাসপাতালগুলোতে বিতরণ করা হবে বলে জানা গেছে।

    যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ১৩৬ জন। এদিন নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫৫৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ২৮৭ জন, মৃত্যু হয়েছে ৬৮৯ জনের।

    এছাড়া, সেখানে এখনও ৫২ হাজারের বেশি মানুষ চিকিৎসাধীন। এদের মধ্যে অন্তত ১ হাজার ১৭৫ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটিতে এ পর্যন্ত ৩৭০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

  • পুলিশ, স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব ছুটি বাতিল

    পুলিশ, স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব ছুটি বাতিল

    দেশে বিরাজমান করোনা পরিস্থিতির কারণে পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

    আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ এবং করোনা পরিস্থিতি নিয়ে শনিবার (২১ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

    পররাষ্ট্রমন্ত্রী জানান, পুরো দেশকে বিশ্ব থেকে লক ডাউন করা সম্ভব নয়। সে জন্য ৪টি রুট খোলা রাখা হয়েছে।

    তিনি বলেন, চীন ১০ হাজার কিট ও ১০ হাজার যন্ত্রপাতি পাঠানোর ব্যবস্থায় নিয়েছে। যেকোনো সময় আমরা চার্টার্ড বিমানের মাধ্যমে এগুলো নিয়ে আসব। এছাড়া অনেক প্রাইভেট কোম্পানিও আনার চেষ্টায় আছে।

    পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, করোনার মতো এ জিনিস আমরা এর আগে কখনো দেখিনি। তাই আপনারা সিরিয়াস হন প্লিজ। যেখানে সৌদির মসজিদের নামাজ বন্ধ হয়ে গেছে, সেখানে কতটা ভয়াবহ এটা বুঝতে হবে।

    এর আগে করোনার সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ থেকে সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। সকালে বাংলাদেশ সিভিল এভিয়েশন এ নির্দেশনা দেয়। এ সিদ্ধান্ত আজ মধ্যরাত থেকে কার্যকর হবে। সিদ্ধান্ত অনুযায়ী চায়না সাউদার্ন, চায়না ইস্টার্ন, ক্যাথে প্যাসিফিক, থাই এয়ারওয়েজের ফ্লাইট ছাড়া অন্য সব ফ্লাইট ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

    জানা গেছে, করোনা প্রতিরোধে চীন, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও হংকং ছাড়া মধ্যরাত থেকে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে সব ফ্লাইট বন্ধ হয়ে যাবে।

  • অটো রিক্সা নিয়ে গেছে পুলিশ, অভাব-অনটনে পরিবারের সাথে অভিমানে যুবকের আত্মহত্যা

    অটো রিক্সা নিয়ে গেছে পুলিশ, অভাব-অনটনে পরিবারের সাথে অভিমানে যুবকের আত্মহত্যা

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে পারিবারিক কহলের জের ধরে শামীম (৪০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।

    মঙ্গলবার বিকালে উপজেলার ভাটিয়ারী
    ইউনিয়নের পূর্ব হাসনাবাদ এলাকার সেনারজি বাগান বাড়ি পাহাড়ের টিলার উপর নিজ ঘরে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

    সীতাকুণ্ড মডেল থানার এসআই সুজায়েত লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

    শামীম পেশায় একজন অটো রিক্সা চালক। তার স্ত্রী রোশা জানান,গত শনিবার তার স্বামী শামীম অটো রিকশা নিয়ে ভাটিয়ারী ষ্টেশন এলাকায় দাঁড়িয়ে ছিল। ঐ সময় বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ তার অটো রিক্সাটি নিয়ে যায়। এরপর সে বেকার হয়ে পড়ে। ঘরে অভাব-অনটনের কারণে ঝাগড়া লেগে থাকতো। মঙ্গলবার দুপুরে স্ত্রী ও ছেলে-মেয়ের সাথে অভিমান করে ঘরের সিলিং এর সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।

    স্ত্রী রোশা বলেন, আমি পানি আনতে বাহিরে গেলে ঘরে এসে দেখি সে ফাঁসিতে ঝুলে আছে। বিষয়টি আশ পাশের লোকজনকে জানালে তারা শামীমকে উদ্ধার করে স্থানীয় বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

    শামীম নোয়াখালীর হাতিয়ার মৃত আবদুল জলিলের পুত্র। তারা দীর্ঘদিন ধরে ভাটিয়ারী এলাকায় পাহাড়ের টিলার উপর ঘর তৈরি করে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছেন।

  • এনআইডি সার্ভারে ত্রুটি:বেওয়ারিশ হিসেবে দাফন, সপ্তাহ শেষে জানা গেল তিনি পুলিশ

    এনআইডি সার্ভারে ত্রুটি:বেওয়ারিশ হিসেবে দাফন, সপ্তাহ শেষে জানা গেল তিনি পুলিশ

    গাজীপুর নগরীর ন্যাশনাল পার্কের সামনে রাস্তার পাশে পড়ে থাকা গলাকাটা মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের এক সপ্তাহ পর মিলল তার পরিচয়।

    বৃহস্পতিবার (১২ মার্চ) ওই পুলিশ সদস্যের মরদেহ উত্তোলন করে পারিবারিক কবরস্থানে দাফনের জন্য আদালতে আবেদন করেছেন পুলিশ ও স্বজনরা।

    দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম শুনানি শেষে মরদেহ উত্তোলনের অনুমতি দেন বলে জানান কোর্ট পরিদর্শক (মেট্রো) আতিকুর রহমান। নিহত মো. শরীফ আহাম্মেদ (৩৩) ময়মনসিংহের ত্রিশাল থানার ঝিলকি এলাকার মো. আলাউদ্দিন ফকিরের ছেলে।

    তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগে প্রায় ৬ মাস কর্মরত (কনস্টেল নম্বর ৬২৩) ছিলেন। গত ৪ মার্চ দুপুরে গাজীপুর নগরীর ন্যাশনাল পার্কের সামনে থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্ত ও ফিঙ্গার প্রিন্ট নিয়েও তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। পরে গত ৮ মার্চ গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব চান্দনা কবরস্থানে বেওয়ারিশ হিসেবে তার মরদেহ দাফন করা হয়।

    এদিকে, শরীফ নিখোঁজের পর তার পুলিশ কনস্টেবল বাবা গত ৯ মার্চ টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৩৭৩) করেন।

    জিডিতে তিনি উল্লেখ করেন ২১ দিন ছুটি কাটিয়ে গত ২ মার্চ কর্মস্থলে যোগ দেন শরীফ। সর্বশেষ ৩ মার্চ রাত ১১টা ১০ মিনিটে তার স্ত্রী ও ছেলের সঙ্গে ফোনে কথা বলেন। এরপর থেকে তার কোনও হদিস নেই।

    গাজীপুর সদর থানার এসআই লুৎফর রহমান সময় সংবাদকে বলেন, গলাকাটা মরদেহ উদ্ধারের পর পরিচয় সনাক্তের অনেক চেষ্টা করেছি। আঙুলের ছাপ নিয়েছি। কিন্তু তখন জাতীয় পরিচয়পত্রের সার্ভারে ক্রুটি থাকায় পরিচয় জানা সম্ভব হয়নি। এরপর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চেষ্টা করে বুধবার (১১ মার্চ) নিহতের পরিচয় শনাক্ত করেছে।

    নিহতের মামা আব্দুস সালাম বলেন, শরীফ একজন পুলিশ সদস্য ছিল। তাকে পুলিশের গাফিলতিতে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।

    তিনি আরও বলেন, বুধবার (১১ মার্চ) রাত ১০টার দিকে পিবিআইয়ের এসআই সুমন ফোন করে মরদেহের পরিচয় শনাক্তের কথা জানিয়েছেন। এরপর আমরা ছুটে এসেছি গাজীপুরে। পুলিশের কাছে জানতে চেয়েছি কেন পরিচয় বের করতে পারল না। জবাবে তারা বলেছে, এনআইডির সার্ভারে সমস্যা ছিল।