Tag: পুড়ল

  • বাঁশখালীতে আগুনে পুড়ল ২ বাড়ি, করোনাকালে নিঃস্ব হল ৫ পরিবার

    বাঁশখালীতে আগুনে পুড়ল ২ বাড়ি, করোনাকালে নিঃস্ব হল ৫ পরিবার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : প্রাণঘাতী করোনা আতংকে মানুষ যখন এমনিতেই দিশেহারা তার মধ্যেও গ্যাস সিলিণ্ডার থেকে সৃষ্ট আগুন গ্রাস করে নিল ৫টি পরিবারের সবকিছুই।

    গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড়ের আমির হামজার টেক নামক স্থানে আগুন লাগার ঘটনাটি ঘটে।

    স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে মোহাম্মদ রবিউল আলমের বাড়ির রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তে
    আগুনের লেলিহান শিখা পাশের আরো একটি বাড়িতে ছড়িয়ে পড়ে।

    খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয়দের প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম. হারুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

    তিনি বলেন, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে স্থানীয়দের তৎপরতায় রবিউলের বাড়িতে থাকা একজন প্যারালাইসিস রোগী অল্পের জন্য রক্ষা পেয়েছে। তাছাড়া আগুনে ২টি বাড়ির অন্তত ৫ পরিবার খুব ক্ষতিগ্রস্থ হয়েছে।

    আগুনে ক্ষতিগ্রস্থ মোহাম্ছমদ রবিউল আলমের পরিবার জানায়, করোনার কারণে এমনিতেই আমরা ঘরবন্দি। খুব কষ্টে ছিলাম। যা কিছু সঞ্চয় ছিল এবং সংগ্রহে ছিলো আগুনে তাও পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ও বেশ কিছু স্বর্ণালংকার পুড়ে গেলে বলে তারা জানায়।

    অন্যদিকে একই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ অন্য পরিবারের ৪ ভাইয়ের মজুদ করা চলতি বোরো মৌসুমের মোট ৬০০ আঁড়ি ধান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

    তাছাড়া তাদের ৪ পরিবারের প্রয়োজনীয় আসবাবপত্র ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল আগুনে পুড়ে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • বান্দরবান থানচিতে আগুনে পুড়ল ৩ শতাধিক বসতবাড়ি ও দোকান

    বান্দরবান থানচিতে আগুনে পুড়ল ৩ শতাধিক বসতবাড়ি ও দোকান

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বান্দরবানের থানচি উপজেলার প্রধান বাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

    আজ সোমবার (২৭ এপ্রিল) ভোর ৫টার দিকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে ৩ শতাধিক বসতবাড়ি ও দোকান। প্রায় কয়েক কোটি টাকা ক্ষতির তথ্য জানিয়েছে ক্ষতিগ্রস্থরা।

    ভোর ৫ টার পর থানচি বাজারে একটি দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত বাজারে ছ‌ড়ি‌য়ে পড়‌লে স্থানীয়রা ফায়ার সা‌র্ভিস‌কে খবর দেন।

    পরে বান্দরবান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।তবে আগুন নিয়ন্ত্রণের আগেই প্রায় ৩ শতাধিক দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক তিনি জানাতে পারেনি।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • ফিরিঙ্গিবাজার ব্রীজঘাটে সিগারেটের আগুনে পুড়ল ফার্নিচার কারখানা

    ফিরিঙ্গিবাজার ব্রীজঘাটে সিগারেটের আগুনে পুড়ল ফার্নিচার কারখানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা ফিরিঙ্গবাজার ব্রীজঘাট এলাকায় আগুনে পুড়ে গেছে একটি ফার্নিচার কারখানা। গতকাল রবিবার রাত সাড়ে ১২টার সময় সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বললেন ফায়ার সার্ভিস।

    ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রেণ কক্ষ থেকে জানানো হয়, রাত সাড়ে ১২টার সময় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে জানালেও তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি ফায়ার সার্ভিস।সিগারেটের আগুনে পুড়ল ফার্নিচার কারখানা

    তথ্যটি নিশ্চিত করেছে ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। তিনি বলেন, ফায়ার সার্ভিসের দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। তিনি এ ঘটনায় একটি ফার্নিচার কারখানার অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান।

    ২৪ ঘন্টা/ আর এস পি

  • গভীর রাতে চৌমুহনীতে পুড়ল অর্ধশত দোকান

    গভীর রাতে চৌমুহনীতে পুড়ল অর্ধশত দোকান

    নোয়াখালী জেলার বেগমগঞ্জের ঐতিহ্যবাহী চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আট কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

    মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে গোলাবাড়িয়া কাঁচাবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দুইটার দিকে হঠাৎ করে গোলাবাড়িয়া পূর্ব অংশ কাঁচা বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। এসময় বাজারে থাকা লোকজন এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। মুহুর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ায় শবজির আড়ৎ, হাঁস-মুরগি দোকান, মুদি দোকান, মালের আড়ৎ ও দুটি বাসা’সহ অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়।

    চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ শহিদুর রহমান স্বপন জানান, আগুনে অন্তত ৬০টি দোকান ও পাশের কয়েকটি বাসার মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে।

    চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে চৌমুহনী থেকে দুটি ও মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

  • শত্রুতার আগুনে পুড়ল হতদরিদ্র নারীর বসতঘর

    শত্রুতার আগুনে পুড়ল হতদরিদ্র নারীর বসতঘর

    ২৪ ঘন্টা ডট নিউজ। লামা প্রতিনিধি : বান্দরবানের আলীকদম উপজেলায় প্রতিপক্ষ কর্তৃক জাহানারা বেগম নামের এক হত দরিদ্র নারীর কাঁচা বসতঘর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

    উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের দুর্গম পাহাড়ি পানির ঝিরি পাড়ায় এ ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ দেড় লাখ টাকা হবে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা।

    পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ঘরে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত বসতঘর মালিক জাহানারা বেগমের। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত জাহানারা বেগমের স্বামী মো. জাকের উল্লাহ লামা প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

    অভিযোগে জানা যায়, ২০১২ সালে পানির ঝিরির বাসিন্দা মো. জাকের উল্লাহ জনৈক প্রুসিঅং মার্মার কাছ থেকে বিভিন্ন ফলজ বনজ বাগানসহ তিন একর জমি কিনেন। জমি কেনার পর থেকে স্ত্রী জাহানারা বেগমসহ ওই জমিতে একটি বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। এদিকে জমি কেনার আগে অবগত না করায় ক্ষিপ্ত হন পাশের বাসিন্দা মৃত সোলাইমান মিয়াজীর ছেলে নুরুল হুদা ও তার স্ত্রী তাহেরা বেগম।

    এর জের ধরে বিভিন্ন সময় জমিতে গরু ছাগল লেলিয়ে দিয়ে ক্ষেতের ফসল নস্ট ও হয়রানি করার পাশাপাশি জাহানারা বেগমের বসতঘর আগুনে জ্বালিয়ে দেয়ার হুমকিও দেন প্রতিপক্ষ নুরুল হুদাগং।

    এ ঘটনায় জাহানারা বেগম উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে ২০১৯ সালের ১৮ নভেম্বর লিখিত অভিযোগ করেন। হুমকির দু-মাস যেতে না যেতেই গত মঙ্গলবার ভোর ৫টার দিকে হঠাৎ ঘরের চারপাশে আগুন জ্বলে ওঠে।

    খবর পেয়ে স্থানীয়রা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে হয়ে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার কারনে ঘরের কোন মালামাল রক্ষা করা সম্ভব হয়নি বলে জানান স্থানীয়রা।

    অভিযোগ অস্বীকার করে নুরুল হুদা বলেন, জাহানারা বেগম ও জাকের উল্লাহর অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

    ক্ষতিগ্রস্ত মো. জাকের উল্লাহ ও জাহানারা বেগম বলেন, ঘরে বিদ্যুতের সংযোগ নেই। আমরা ঘরে ছিলাম না বিধায় রান্নাও হয়নি দু’দিন। এ সুযোগকে কাজে লাগিয়ে প্রতিপক্ষ কোন এক সময় ঘরে আগুন লাগিয়ে দেয় বলে আমাদের ধারণা।

    এ বিষয়ে আলীদকমের চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ সদস্য মো. আইয়ুব বলেন, জাহানারা বেগমের বসতঘর আগুনে পোড়ানোর ঘটনা কেউ জানায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • শিশুর কান্নায় রক্ষা হলো প্রাণ, আগুনে পুড়ল ২ বসতঘর

    শিশুর কান্নায় রক্ষা হলো প্রাণ, আগুনে পুড়ল ২ বসতঘর

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : অন্যান্য দিনের মতোই রাতের খাবার খেয়ে পরিবারের সকলে ছিলেন গভীর ঘুমে আচ্ছন্ন। ভোর রাতে ৩ মাস বয়সী শিশুর কান্নায় ঘুম ভাঙ্গে পরিবারের সদস্যদের। ঘুম ভাঙ্গতেই চারপাশে দেখতে পাই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে ছড়িয়ে পড়ছে।

    এরপর পরিবারের সকল সদস্যদের সমস্বরের সৌরচিৎকারে এগিয়ে আসে গ্রামবাসী। শিশুসহ পরিবারের সকল সদস্য প্রাণে রক্ষা পেলেও আগুন নিয়ন্ত্রণের আগে পুড়ে গেছে দুটি বসতঘর।

    ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সূখছড়ি এলাকার রাজবাড়ির কাঞ্চন দাশের বসতঘরে। স্থানীয় ইউপি সদস্য মিলন কান্তি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর রাতে ঘটনাটি ঘটে।

    তিনি বলেন, ভোর রাতে কাঞ্চন দাশের ৩ মাসের বাচ্চা শিশুর কান্নায় ঘুম ভাঙলে বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে সৌরচিৎকার করলে এলাকাবাসীরা ছুটে আসে এবং সাতকানিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। লোহাগাড়ায় শিশুর কান্নায় ঘুম ভাঙ্গলে দেখেন আগুনের লেলিহান শিখা

    এ ঘটনায় ৩/৪টি ঘর রক্ষা পেলেও আগুনে ওই বাড়ির মৃত নণিনী রঞ্জন দাশের ছেলে কাঞ্চন দাশ (৪৮) ও মৃত চন্দন দাশের স্ত্রী নমিতা দাশের বসতঘর দুটি পুড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেনি। তিনি তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ, শুকনো খাবার ও শীতবস্ত্র বিতরণ করার কথা জানিয়েছেন।

  • চট্টগ্রামে আগুনে পুড়ল টং দোকান

    চট্টগ্রামে আগুনে পুড়ল টং দোকান

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের চকবাজার অলি খাঁ মসজিদের পাশে একটি টং দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার সময় দোকানের গ্যাস সিলিন্ডারে সংযুক্ত চুলোয় আগুন ধরাতে গিয়ে অগ্নিকান্ডের ঘটনার সূত্রপাত ঘটে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক জসিম উদ্দীন বলেন, স্থানীয়দের কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে চন্দনপুরা ইউনিটের ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে মাত্র ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

    এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও টং দোকানের গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে দোকানটি পুড়ে অন্তত ৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ২০ হাজার টাকার মালামাল উদ্ধার হয়েছে বলে তিনি জানান।

  • আনোয়ারায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন : পুড়লো ৪ দোকান

    আনোয়ারায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন : পুড়লো ৪ দোকান

    চট্টগ্রামের আনোয়ারার বটতলী রুস্তমহাট বাজারে একটি কুলিং কর্ণারের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই দোকানের পাশাপাশি আরো চারটি দোকান আগুনে ক্ষতিগ্রস্থ হয়।

    সোমবার (৪ নভেম্বর) সকাল এগারাটার দিকে উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের রুস্তমহাট বাজারের নিহার রঞ্জন দত্তের মালিকানাধীন মিতু কুলিং কর্ণার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের ন্যায় সকালে মিতু কুলিং কর্ণার দোকানের গ্যাসের চুলা জ্বালালে হঠাৎ করে চুলা থেকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজনের চেঁচামেচিতে আগুন লাগার খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার তৎপরতায় এগিয়ে আসে।

    পরে খবর পেয়ে আনোয়ারা ফায়ার সির্ভিল সার্ভিস স্টেশনের একটি ইউনিট এসে উদ্ধার তৎপরতা চালায়। প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

    এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি উল্লেখ করে আগুনে একটি কুলিং কর্ণার, একটি ফার্মেসী ও দুটি কামারের দোকানের মালামাল পুড়ে গিয়ে দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।