২৪ ঘন্টা ডট নিউজ।নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি বালুরটাল এলাকায় আগুনে র ঘটনায় পুড়ে গেছে ৯টি দোকান। আজ সোমবার ২৪ ফেব্রুয়ারি ভোররাত সাড়ে ৩টার সময় সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন বলেন, সোমবার ভোররাত সাড়ে ৩টার সময় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় ভোর ৫টার সময় আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি বলেন, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে ৯টি দোকান পুড়ে গিয়ে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি ধারণা করছেন রাতে কারো ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকে কোন একটি দোকানে আগুন লাগে এবং পরে তা ছড়িয়ে পড়ে।