Tag: পুড়িয়ে ধ্বংস

  • আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ নিষিদ্ধ কারেন্ট জাল

    আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ নিষিদ্ধ কারেন্ট জাল

    চট্টগ্রাম আনোয়ারা উপজেলার সাঙ্গু নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

    আজ শনিবার (২৬ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযানের কর্মসূচী হিসেবে বঙ্গোপসাগরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এই সময় উপজেলার সাঙ্গু নদীতে অভিযান পরিচালনা করলে চর ঘেরা নিষিদ্ধ জাল জব্দ করে জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তারা। জব্দকৃত জালের পরিমান আনুমানিক এক হাজার মিটার যার বাজার মূল্য ৪০ হাজার টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করে প্রশাসন।

    অভিযানে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর ঢাকা পরিচালক মোঃ শফিকুর রহমান, চট্টগ্রাম উপ-পরিচালক মোঃ আব্দুল কুদ্দুস আকন্দ, জেলা মৎস্য কমকর্তা মোঃ মুমিনুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কমকর্তা সৈয়দ হুমায়ূন মোরশেদ, কোস্টগার্ডের কনটিজেন্ট কমান্ডার শফিক, নৌ পুলিশের ইনচার্জ মো.আসাদ, উপজেলা মৎস্য অফিসার জাহেদ আহমেদ ও এনামুল হক।

    অভিযানে কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করে।