Tag: পুড়েছে

  • চট্টগ্রামে আগুনে পুড়েছে বসত ঘর, দোকান ও গুদাম

    চট্টগ্রামে আগুনে পুড়েছে বসত ঘর, দোকান ও গুদাম

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় আগুনে পুড়ে গেছে একটি বসতঘর ও একটি গুদাম ঘর এবং তিনটি দোকান। শনিবার ভোর ৫টার দিকে ওই এলাকার সাগরিকা সিনেমা হলের পেছনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

    ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দীন তথ্যটি নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘন্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে তিনি বলেন, নিয়ন্ত্রণের আগে আগুনে পুড়ে সাত কক্ষ বিশিষ্ট একটি বসতঘর, আমির হোসেনের মালিকানাধীন একটি গুদাম, একটি মুদির দোকান, একটি ফার্মেসি এবং একটি কসমেটিক্সের দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে।

    এতে ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি এবং অন্তত ৫০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

    ২৪ ঘন্টা নিউজ/আর এস প্রিন্স

  • আগুনে পুড়েছে সাতকানিয়ার ৯ দোকান

    আগুনে পুড়েছে সাতকানিয়ার ৯ দোকান

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের দুরদুরি সেন্টার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ৯টি দোকান। বুধবার ভোর সোয়া ৫টার সময় সৃষ্ট এ অগ্নিকাণ্ডে প্রায় ২৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে দাবী ক্ষতিগ্রস্তদের।

    ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোরে চরতীর দুরদুরি সেন্টার এলাকায় আগুন জ্বলতে দেখে ছুটে যান স্থানীয়রা। ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারপাশে। প্রথমে আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রা চেষ্টা করে এবং পরে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় সকাল পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম। তিনি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন।

    এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও মো. ইউনুচ, আবদুল করিম, মো. শওকত আলী, আকতার হোসেন, আমির হোসেন, মো. সেলিম, সিরাজুল ইসলাম, ছাবের আহমদ ও সৈয়দ নুরের মালিকানাধীন মুদি দোকান,কুলিং কর্ণার ও চায়ের দোকানসহ মোট ৯টি দোকানে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি জানান।