২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরখানা এলাকার কাজী রশিদ আহমেদের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে দুটি কাঁচা ও ৩টি সেমিপাকা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (৭ জানুয়ারি) মধ্যরাত ৩টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তথ্যটি নিশ্চিত করেন পটিয়া ফায়ার স্টেশন অফিসার সুমেন বড়ুয়া। তিনি বলেন, সোমবার মধ্যরাতে হাবিলাসদ্বীপে আগুন লাগার খবর পেয়ে পটিয়া ও বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৩টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বললেন। তবে স্থানীয়রা জানিয়েছে আগুনে মো. ফারুক, মো. শাহজাহান মিয়া, জসিম উদ্দিন, নুরুল ইসলাম ও মো. হোসেনের ৩টি সেমিপাকা ও ২টি দ্বীতল কাঁচা বসতঘর আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।
এদিকে মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান সরেজমিনে পরিদর্শন করে ও ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারের মাঝে নগদ ২ হাজার টাকা করে অর্থ ও ৩ টি করে কম্বল বিতরণ করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান।