Tag: পূজা

  • আনোয়ারা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মতবিনিময়

    আনোয়ারা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মতবিনিময়

    ২৪ ঘণ্টা আনোয়ারা প্রতিনিধি : আসন্ন সার্বজনীন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের সাথে আনোয়ারা পূজা উদযাপন পরিষদের মতাবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ সোমবার (১২অক্টোবর) বিকাল ৩টায় আনোয়ারা থানা মিলনায়তন রুমে ওসি দুলাল মাহমুদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

    পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিউটন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন।

    এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কল্লোল সেন, সাগর মিত্র, অজিত কুমার নাথ, সজীব দেবনাথ, রামলাল দেবনাথ, ঝোটন মজুমদার, পীযুষ দত্ত, অনুপম দত্ত, আনন্দ মোহন দত্ত, কাজল মিত্র, টিটু আইচ, সুভাষ সিংহ, রনি সিংহ, রাজীব নাথ, রুপম দত্ত, বাবুল শীল,মাষ্টার রতন শীল, জহরলাল শীল, সত্যজিৎ সিকদার, রতন কুমার প্রমুখ।

    ২৪ ঘণ্টা/জাবেদুল/