রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে এক অগ্নিকাণ্ডের ঘটনায় মুদি দোকান সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে।
উপজেলার ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ আয়েশা বিবির বাড়ির বটতল এলাকায় শুক্রবার দিবাগত রাত সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। এতে কাদের স্টোর নামের একটি মুদি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকানদার মো: কাদের।
আওয়ামীলীগ নেতা ও আয়েশা বিবির বাড়ি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি রোসাঙ্গীর আলম ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জমির উদ্দিন বাবুল অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।