Tag: পৃথক অভিযানে

  • আনোয়ারায় পৃথক অভিযানে আটক ২, চার হাজার পিস ইয়াবা উদ্ধার

    আনোয়ারায় পৃথক অভিযানে আটক ২, চার হাজার পিস ইয়াবা উদ্ধার

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

    আজ রবিবার (১৮ অক্টোবর) উপজেলার কালা বিবির দীঘির মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। দুজনের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

    আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া এলাকার শেখ জুলফিকার আলীর ছেলে মারুফ শেখ ২১) ও কক্সবাজার জেলার উখিয়া বটতলী গ্রামের রশিদ আহমদের ছেলে আব্দুল আজিজ (২৮)।

    দুই ইয়াবা কারবারিকে আটকের তথ্যটি নিশ্চিত করেন আনোয়ারা থানার সেকেন্ড অফিসার শামসুজ্জামান। তিনি বলেন, গোপনে সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের একটি প্রতিনিধি দল পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে।

    পরে দুজনের বিরুদ্ধে ইয়াবা সংরক্ষণ ও বহনের অপরাধে থানায় পৃথক দু’টি মামলা করেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • রাউজানে পৃথক অভিযানে অস্ত্র ও ইয়াবা উদ্ধার, আটক ৫

    রাউজানে পৃথক অভিযানে অস্ত্র ও ইয়াবা উদ্ধার, আটক ৫

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে পৃথক দুটি অভিযানে পাঁচ জনকে আটক করেছে রাউজান থানা পুলিশ। এ সময় একটি দেশীয় তৈরী অস্ত্র, কার্তুজসহ ইয়াবা উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলেন, আব্দুর রাজ্জাক প্রকাশ ছোট মনা (২৪), খলিলাবাদ মনু গোমস্তার বাড়ির বাবু শাহাদাতের ছেলে আবু তৈয়্যব (২৬), একই এলাকার খালেক সওদাগর বাড়ির লেদু মিয়ার ছেলে আবু সৈয়্যদ (২১), আমিনুর রহমান মেম্বারের বাড়ির মৃত দিল মোহাম্মদের ছেলে জানে আলম (৫০) প্রকাশ ননাইয়া ও কদলপুর পোস্ট মাস্টার বাড়ির আবুল হোসেনের ছেলে জানে আলম বাদল (২৫)।

    রাউজান থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া দুইটার সময় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নোয়াপাড়া পথেরহাটের পূর্ব পার্শ্বে মিয়া মার্কেট সংলগ্ন গোল্ডেন পার্ক কমিউনিটি সেন্টারের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কিছু লোক অবস্থান করছে এমন সংবাদ পায় পুলিশ।

    এসময় রাউজান থানার উপ পরিদর্শক মৃদুল বড়ুয়া, সহকারি উপ পরিদর্শক আবু সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে গিয়ে শতপিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।

    একই রাতে ভোর আনুমানিক ৪ টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের কর্তার দীঘির পাড়স্থ আবুল হাশেমের বাড়ির সামনে এক অস্ত্রধারী যুবক অবস্থান করছে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে যুবকটিকে আটক করে।

    এ সময় তার হাতে থাকা সাদা প্লাস্টিকের বাজারের থলেতে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরী বন্দুক, একটি কার্তুজ উদ্ধার করা হয়।

    রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেফায়েত উল্লাহ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাউজান থানায় মামলা রুজু হয়েছে।

  • কোতোয়ালি ও বন্দরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ জন গ্রেফতার

    কোতোয়ালি ও বন্দরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ জন গ্রেফতার

    চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা ও বন্দর থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে এক হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় দুজন ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়।

    গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ২ নভেম্বর শনিবার সন্ধ্যা পৌনে ৬টার সময় নগরীর কোতোয়ালি থানা আলকরন মোড় এলাকায় অভিযান চালিয়ে ৭শ পিস ইয়াবাসহ শ্যামল দাশ (৪০) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করে পুলিশ।

    নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মুহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেফতার শ্যামল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাগড়া পশ্চিম মালোপাড়ার মৃত জিতেন্দ্র দাশের ছেলে।

    একই দিন সন্ধ্যা সাড়ে ৫টায় নগরীর বন্দর থানা বাকের আলী ফকিরের টেক মসজিদ সংলগ্ন এলাকায় পৃথক আরেকটি অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অংসা থোয়াই মারমার নেতৃতে পরিচালিত এ অভিযানে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    এসময় আব্দুর রহিম (৩৫) নামে অপর এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রহিম কক্সবাজার জেলার টেকনাফ হ্নীলা দক্ষিণ ফুলের ডেইল মীর কাশেমের ছেলে।

    নগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • চট্টগ্রামে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪

    চট্টগ্রামে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪

    চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পৃথক দুটি অভিযানে গ্রেফতার হয়েছে ৪ ইয়াবা কারবারি। এসময় তাদের কাছ থেকে ৫শ ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    ২৯ অক্টোবর মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় নগরীর কোতোয়ালি থানা কেসিদে রোড ও ৩০ অক্টোবর সকাল সাড়ে ৮টার সময় একই থানা এলাকার টেরিবাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

    নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান পৃথক ২ অভিযানে ৪ জন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানায়, নগরীর কোতোয়ালি থানা সিনেমা প্যালেস কেসি দে রোড এলাকায় বিক্রির উদ্দ্যেশে ইয়াবা নিয়ে কতিপয় যুবক অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযানে যায় পুলিশ। এসময় ৩ শ ১০ পিস ইয়াবাসহ মো. মোবারক হোসেন (৩৫) ও শ্রীকান্ত চন্দ্র দাশ প্রকাশ সাইফুল ইসলাম (২৪) নামে দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়।

    এছাড়া একই থানা এলাকার টেরিবাজার আন্দরকিল্লা এলাকায় বুধবার সকালে পৃথক অভিযান চালিয়ে অপর দুজন ইয়াবা কারবারিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২শ ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    ইয়াবাসহ গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া উত্তর বরইতলী মহাজন পাড়ার নুরুল ইসলামের ছেলে মো. জুনাইদ (২৮) ও একই এলাকার আক্তার হোসেনের ছেলে মো. ইসমাঈল (২৭)।

    গ্রেফতার চারজনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করার কথা জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।