২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ রবিবার (১৮ অক্টোবর) উপজেলার কালা বিবির দীঘির মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। দুজনের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া এলাকার শেখ জুলফিকার আলীর ছেলে মারুফ শেখ ২১) ও কক্সবাজার জেলার উখিয়া বটতলী গ্রামের রশিদ আহমদের ছেলে আব্দুল আজিজ (২৮)।
দুই ইয়াবা কারবারিকে আটকের তথ্যটি নিশ্চিত করেন আনোয়ারা থানার সেকেন্ড অফিসার শামসুজ্জামান। তিনি বলেন, গোপনে সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের একটি প্রতিনিধি দল পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে।
পরে দুজনের বিরুদ্ধে ইয়াবা সংরক্ষণ ও বহনের অপরাধে থানায় পৃথক দু’টি মামলা করেন।
২৪ ঘণ্টা/রাজীব