Tag: পৃথক সড়ক দুর্ঘটনা

  • সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত ২

    সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত ২

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ও রাতে উপজেলার বার আউলিয়াস্থ ফুলতলা এবং ফৌজদার হাট এলাকায় এঘটনা ঘটে। পুলিশ দুইটি লাশ উদ্ধার করেছে।

    জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ ফুলতলা এলাকায় একটি প্রাইভেট কারের ধাক্কায় হুমায়ুন আহম্মেদ (৩৪) নামে এক যুবক নিহত হয়েছে। নিহতের চাচা জিনারুল ইসলাম জানান, হুমায়ুন বার আউলিয়া থেকে সাইকেল চালিয়ে কর্মস্থল শীতলপুর আবুল খায়ের স্টিলে যাওয়ার সময় প্রাইভেট কার থাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। হুমায়ুন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের শফিক আহম্মেদের পুত্র। নিহত হুমায়ুন আবুল খায়ের রোলিং মিলে মেকানিকেল ফিটার হিসেবে কর্মরত ছিলেন।

    অপরদিকে একইদিন রাত পৌনে ৮টার সময় উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহন বাসের ধাক্কায় মোঃ নুরুল ইসলাম (৫৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। তিনি রাউজানের হলদিয়া উত্তর সর্তা গ্রামের তোতা গাজীর বাড়ির মো; ইদ্রিস এর পুত্র। শিক্ষক নুরুল ইসলাম স্কুলের পরিক্ষার খাতা কলেজিয়েট স্কুলে জমা দিয়ে ফেরার সময় দুর্ঘটনায় আহত হলে চমেক হাসপাতালে মারা যান।

    দুইটি দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহতের ঘটনায় সড়ক পরিবহণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীসহ নিহত ২, আহত ১

    সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীসহ নিহত ২, আহত ১

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত মহিলাসহ দুইজন নিহত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে আটটার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাটস্থ আবুল খায়ের স্টীল মিল সংলগ্ন চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মহিলা(৪০) নিহত হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

    বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

    অপরদিকে বুধবার দিবাগত রাত ২টার সময় উপজেলার দক্ষিণ বাইপাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান (চট্টমেট্রো ম ১১-৪৪৬০) নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাতনামা আরেকটি গাড়ির সাথে ধাক্কা লেগে এতে কভার্ডভ্যানের চালক আল আমিন (২৮) নিহত হয়েছে। এঘটনায় মেহেদী হাসান ২০) নামে গাড়ির সহকারী আহত হয়। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত আল আমিন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মোঃ জাহাঙ্গীর আলমের পুত্র। আহতের বাড়ি বগুড়া জেলায়।

    খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ তাশারফ হোসেন বলেন, রাত দুইটায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে দুই গাড়ির মাঝে চাপা পড়ে আটকে পড়া গাড়ি চালককে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।

    বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, দূর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গাড়ি জব্দ আছে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত,আহত-৪

    যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত,আহত-৪

    যশোর প্রতিনিধি : যশোরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।
    নিহতরা হলো, বাঘারপাড়া উপজেলার ভদ্রবিলা গ্রামের আলী বক্সের ছেলে তৈয়ব আলী (৫০) এবং যশোর উপজেলার ধোপাখোলা এলাকার মৃত আমির হোসেনের ছেলে জাহিদ হোসেন।
    আহত ৪জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    পুলিশ জানিয়েছেন, আজ ৪ আগষ্ট বেলা ১১টার দিকে তৈয়ব আলী ছেলে সুজনের মোটরসাইকেলে চেপে যশোর-মাগুরা মহাসড়ক ধরে খাজুরা এলাকায় যাচ্ছিলে। হাশিমপুর বাজারের কাছে তাদের মোটরসাইকেলটি ১টি গাড়িকে সাইড দিয়ে এগিয়ে যাওয়ার সময় সামনে থাকা ১টি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাবা-ছেলে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনেন। সেখানে কর্তব্যরত ডাক্তার তৈয়ব আলীকে মৃত ঘোষণা করেন।

    ডা. আহমেদ তারেক সামস বলেছেন, হাসপাতালে আসার আগে তৈয়ব আলীর মৃত্যু হয়েছে। সুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঝিনাইদহের বারোবাজার হাইওয়ে থানার ওসি শেখ মাহফুজুর রহমান হাশিমপুরে দুর্ঘটনায় বাসটি আটক করা হয়েছে বলে জানিয়েছে।

    এই দিকে, যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট এলাকায় বেনাপোলগামী ১টি ট্রাক ১টি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক ইদ্রিস, যাত্রীসহ ৪জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বেলা সাড়ে ১১টার দিকে সার্জারি বিভাগের ইন্টার্ন চিকিৎসক রাফিদ ইজিবাইকের যাত্রী জাহিদ নামে ১ জনের মৃত্যু নিশ্চিত করেছেন।

    মৃত জাহিদ হোসেন নলকূপ মিস্ত্রি। তিনি বাড়ি থেকে ইজিবাইকযোগে মঙ্গলবার সকালের দিকে যশোর শহরে আসার পথে এই দুর্ঘটনার শিকার হন।

    যশোর কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমিম আলম আলাদা দুর্ঘটনায় ২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তিনি জানিয়েছেন, পুলেরহাটে দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও ট্রাক আটক করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/নিলয়

  • লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

    লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

    লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে।রাস্তা পারাপার হতে গিয়ে দ্রুতগতির পিকআপ ভ্যান চাপায় ওমর ফারুক (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। অপরদিকে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে হেলাল নামের এক সাংবাদিক নিহত হয়েছেন।

    রবিবার (২৯ মার্চ) রাত সোয়া ১০ টার দিকে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালক ও গাড়ি আটক করেছে পুলিশ। তবে চালকের নাম জানা যায়নি।

    নিহত ফারুক সদর উপজেলার দত্তপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে ও পল্লী বিদুৎ সমিতি কার্যালয় এলাকায় ফার্ণিচারের (আল্লাহর দান অটোডোর) ব্যবসায়ী। তিনি দত্তপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

    পুলিশ জানায়, ঘটনার সময় ফারুক রাস্তা পারাপার হচ্ছিল। এসময় নোয়াখালী থেকে রায়পুরগামী দ্রুত গতির একটি পিকআপ এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ফারুক মারা যান। পরে স্থানীয়দের সহযোগীতায় চালককে আটক ও গাড়ি জব্দ করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাওছারুজ্জামান বলেন, এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    অপরদিকে রামগতিতে সড়কের পাশের বালুর স্তুপে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় সাংবাদিক রাশেদ খান হেলাল নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই মোটরসাইকেল আরোহী আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।

    নিহত হেলাল যায়যায়দিন পত্রিকার রামগতি উপজেলা প্রতিনিধি। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

    পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে সাংবাদিক হেলালসহ দুইজন গুচ্ছগ্রামের দিকে যাচ্ছিলেন। এসময় সড়কের পাশে বালুর স্তুপে নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনেই পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলাল মারা যান। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

    রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাংবাদিক হেলাল নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • মিরসরাইতে পৃথক সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু, আহত ৬

    মিরসরাইতে পৃথক সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু, আহত ৬

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইতে পৃথক সড়ক দুর্ঘটনায় দীপক চন্দ্র নাথ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পৃথক দুটি ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।

    রবিবার সকাল সাড়ে ৭টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড়তাকিয়া বাজার এলাকায় এবং দুপুর ২টার সময় জোরারগঞ্জের সোনাপাহাড়ে পৃথক সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৭টার সময় বড়তাকিয়া বাজার বাইপাস রোডে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান সামনে থাকা একটি সবজিবাহী রিকশাভ্যানকে চাপা দেয়। এতে রিকশায় থাকা কৃষক দীপক চন্দ্র নাথ (৫০) ঘটনাস্থলেই মারা যান এবং একই ঘটনায় রিকশা ভ্যান চালক গুরুতর আহত হয়।

    নিহত দীপক চন্দ্র উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন পূর্ব খৈয়াছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য এস এম নুরুল আবছার।

    অন্যদিকে একই দিন দুপুর ২টার সময় মিরসরাইয়ের জোরারগঞ্জের সোনাপাহাড়ে চট্টগ্রামগামী এনা পরিবহনের একটি বাস (ঢাকামেট্রো-ব-১৪-৮২৮২) ওমেরা গ্যাসবাহী একটি লরির পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে বাসের ৫ যাত্রী আহত হয়।

    আহতদের স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে এবং ক্ষতিগ্রস্থ বাসটি উদ্ধার করে পুলিশ জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।