পেকুয়া প্রতিনিধিঃ পেকুয়া উপজেলা আওয়ামী ওলামালীগের সাধারণ সম্পাদক মাওলানা হাসান রব্বানী ও তার পরিবারের উপর অতর্কিত হামলার প্রতিবাদে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) সকাল ১১টায় পেকুয়া উপজেলার বিভিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্টিত প্রতিবাদ র্যালি পেকুয়া বাজার থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়।
উপজেলা পরিষদ চত্তরে অনুষ্টিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন” আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনতে হবে। অন্যতায় উপজেলাজুড়ে ভিক্ষোবের হুশিয়ারি দেন তারা।”
মানববন্ধনে আহত হাসান রব্বানী বলেন” গত ১৮ জুন মাদ্রাসা থেকে বাড়ি ফিরলে দিনদুপুরে মুহাম্মদ সজিব, নেজাম উদ্দিন, শহিদুল ইসলাম ও কাজল রুবিসহ চিহ্নিত ৪/৫ জন সন্ত্রাসী আমার ও আমার পরিবারের উপর পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমি,আমার স্ত্রী ও ভাবী গুরুতর আহত হই, বর্তমানে আমার স্ত্রী ও ভাবী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমি এই চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।”
উপস্থিত বিক্ষুব্ধ জনসাধারণ মানববন্ধন শেষে সন্ত্রাসীদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জোরদাবী জানিয়ে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা আওয়ামী ওলামালীগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হক এম ইউ পি, পেকুয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নুরুল ইসলাম, শিক্ষা ফাউন্ডেশন পেকুয়া শাখার যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, পেকুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, পেকুয়া হেদায়াতুল উলুম মাদ্রাসার সহকারী সুপার মাওলানা বেলাল উদ্দিন,পালসের পেকুয়া উপজেলা ম্যানেজার আব্দুল হামিদ ও উজানটিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী তারাওল ইসলাম আইমন প্রমুখ।