Tag: পেকুয়া

  • সিফাত খুলনা মেডিকেলে চান্স পেয়েছে

    সিফাত খুলনা মেডিকেলে চান্স পেয়েছে

    জন্নাতুন নাঈম সিদ্দিকা (সিফাত) এমবিবিএসে চান্স পেয়েছে।

    সে এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সুযোগ পেয়েছে।

    কক্সবাজারের পেকুয়া উপজেলার আলহাজ্ব মাওলানা আবু ছিদ্দিক ও মোছাম্মৎ জয়নাব আক্তারের বড় মেয়ে এবং চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়া কাটা ৭নং ওয়ার্ডের আলহাজ্ব হাফেজ মাওঃ আব্দুল মান্নানের নাতনী।

    সে সকলের কাছে দোয়া প্রার্থী।

  • কর্ম গুণে অমর হয়ে থাকবেন আ’লীগ নেতা শহীদুল্লাহ্

    কর্ম গুণে অমর হয়ে থাকবেন আ’লীগ নেতা শহীদুল্লাহ্

    নিজের কর্ম আর গুণে সকল শ্রেণি-পেশার মানুষের স্মৃতিতে অমর হয়ে থাকবেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ্। সদালাপী, মিষ্টভাষী এ ব্যক্তির পুরোটা জীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দলের জন্য যেমন নিবেদিত। তেমনি সাধারণ মানুষের জন্য সবকিছু করতো নিঃস্বার্থ। গত শুক্রবার সন্ধ্যায় টৈটং উচ্চ বিদ্যালয় মাঠে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ্’র জানাজা পূর্ববর্তী এসব কথা বলেন আওয়ামী লীগ নেতা, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা।

    এসময় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল মোস্তাফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ, চকরিয়া পেকুয়ার সংসদ সদস্য জাফর আলম, মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ও টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম প্রমুখ।

    গত শুক্রবার সকালে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ্। তিনি টৈটং ইউনিয়ন পরিষদের দুই মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আমরণ তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যা, এক ছেলে, স্ত্রী সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

    শুক্রবার বাদে মাগরিব টৈটং উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে।

    ২৪ঘণ্টা/জেআর

  • পেকুয়ায় আওয়ামী ওলামালীগের সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

    পেকুয়ায় আওয়ামী ওলামালীগের সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

    পেকুয়া প্রতিনিধিঃ পেকুয়া উপজেলা আওয়ামী ওলামালীগের সাধারণ সম্পাদক মাওলানা হাসান রব্বানী ও তার পরিবারের উপর অতর্কিত হামলার প্রতিবাদে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২১ জুন) সকাল ১১টায় পেকুয়া উপজেলার বিভিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্টিত প্রতিবাদ র‍্যালি পেকুয়া বাজার থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়।

    উপজেলা পরিষদ চত্তরে অনুষ্টিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন” আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনতে হবে। অন্যতায় উপজেলাজুড়ে ভিক্ষোবের হুশিয়ারি দেন তারা।”

    মানববন্ধনে আহত হাসান রব্বানী বলেন” গত ১৮ জুন মাদ্রাসা থেকে বাড়ি ফিরলে দিনদুপুরে মুহাম্মদ সজিব, নেজাম উদ্দিন, শহিদুল ইসলাম ও কাজল রুবিসহ চিহ্নিত ৪/৫ জন সন্ত্রাসী আমার ও আমার পরিবারের উপর পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমি,আমার স্ত্রী ও ভাবী গুরুতর আহত হই, বর্তমানে আমার স্ত্রী ও ভাবী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমি এই চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।”

    উপস্থিত বিক্ষুব্ধ জনসাধারণ মানববন্ধন শেষে সন্ত্রাসীদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জোরদাবী জানিয়ে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করেন।

    মানববন্ধনে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা আওয়ামী ওলামালীগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হক এম ইউ পি, পেকুয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নুরুল ইসলাম, শিক্ষা ফাউন্ডেশন পেকুয়া শাখার যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, পেকুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, পেকুয়া হেদায়াতুল উলুম মাদ্রাসার সহকারী সুপার মাওলানা বেলাল উদ্দিন,পালসের পেকুয়া উপজেলা ম্যানেজার আব্দুল হামিদ ও উজানটিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী তারাওল ইসলাম আইমন প্রমুখ।

  • পাষণ্ড জন্মদাতা! পলিব্যাগে মুড়িয়ে রাস্তার মোড়ে রেখে এল নবজাতকের লাশ

    পাষণ্ড জন্মদাতা! পলিব্যাগে মুড়িয়ে রাস্তার মোড়ে রেখে এল নবজাতকের লাশ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলার পেকুয়ায় পলিব্যাগে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

    আজ ৪ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার টইটংয়ের দরগা মোড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

    স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, পাষন্ড নারী পুরুষের অবৈধ কর্মের কারণে জন্ম নেয়া নিষ্পাপ নবজাতককে মেরে ফেলা হয়েছে।

    তারপর সবার অগোচরে পলিব্যাগে ভর্তি করে রাস্তার ধারে রেখে আসেন। কেউ না দেখুন মহান আল্লাহ অবশ্যই নিষ্পাপ শিশুকে যারা হত্যা করেছে তাদের বিচার করবে।

    ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, স্থানীয়রা নবজাতকের লাশের কথা মৌখিকভাবে জানিয়েছেন। পরে শুনি তা অজ্ঞাত হিসাবে দাফন করা হয়েছে।

    তবে এ বিষয়ে থানায় কেউ অবগত করেনি বলে জানিয়েছে পেকুয়া থানার ওসি কামরুল আজম।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • পেকুয়ায় পলিব্যাগে মোড়ানো নবজাতকের লাশ

    পেকুয়ায় পলিব্যাগে মোড়ানো নবজাতকের লাশ

    কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়া উপজেলায় পলিব্যাগে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

    শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে টইটংয়ের দরগা মোড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

    স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, পাষন্ড নারী পুরুষের অবৈধ কর্মের কারণে জন্ম নেয়া নিষ্পাপ নবজাতককে মেরে ফেলা হয়েছে। তারপর সবার অগোচরে পলিব্যাগে ভর্তি করে রাস্তার ধারে রেখে আসেন। কেউ না দেখুন মহান আল্লাহ অবশ্যই নিষ্পাপ শিশুকে যারা হত্যা করেছে তাদের বিচার করবে।

    ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, স্থানীয়রা নবজাতকের লাশের কথা মৌখিকভাবে জানিয়েছেন। পরে শুনি তা অজ্ঞাত হিসাবে দাফন করা হয়েছে।

    পেকুয়া থানার ওসি কামরুল আজম এবিষয়ে কেউ অবগত করেনি বলে জানান।

  • পেকুয়ার রাজাখালী ইউপি চেয়ারম্যানের বসতঘর পুড়ে ছাই

    পেকুয়ার রাজাখালী ইউপি চেয়ারম্যানের বসতঘর পুড়ে ছাই

    চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ নূর ও তাঁর দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    বুধবার (৫ ফেব্রুয়ারী) ভোররাত ৪ টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। ইউপি চেয়ারম্যান ছৈয়দ নূর, তাঁর ভাই হাজী বাদশা ও মো. জাহাঙ্গীরের বসতঘর আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

    রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ নূর বলেন, আমার ভাই হাজী বাদশার বসতঘরের একটি কক্ষে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এ আগুন মুহূর্তে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আমাদের ঘরগুলো বাঁশ ও ছনের তৈরি। তাই অতিদ্রুত আগুন আমার এবং অপর ভাই জাহাঙ্গীরের বসতঘরে ছড়িয়ে পড়ে। মাত্র ২০ মিনিটের মধ্যে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে দেয়।

    হাজী বাদশা বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণ বাঁচাতে আমরা শুধুমাত্র পরনের কাপড় নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ি। বিদ্যুৎ লাইন সচল থাকায় এবং বসতঘরে গ্যাসের সিলিন্ডার বিষ্পোরনের ভয়ে এলাকার বাসিন্দারা আগুন নেভাতে উদ্যোগী হয়নি। এতে তিনটি বসতঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাব সবই চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায়।

    এব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈকা সাহাদাত বলেন, বুধবার দুপুরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের সরকারী সহায়তা দেয়া হবে।