Tag: পেট্রোল কার

  • চট্টগ্রামের ৪ থানা পেল পেট্রোল কার

    চট্টগ্রামের ৪ থানা পেল পেট্রোল কার

    চট্টগ্রাম মহানগরের জনগণকে তড়িৎ পুলিশি সেবা নিশ্চিত করতে নগর পুলিশে যুক্ত হয়েছে চারটি পেট্রোল কার।

    প্রাথমিক পর্যায়ে চারটি থানায় এগুলো দেওয়া হলেও পর্যায়ক্রমে নগরীর ১৬টি থানায় দেওয়া হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

    চট্টগ্রামের পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর মঙ্গলবার এসব পেট্রোল কার উদ্বোধন করেন।

    চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তার দায়িত্বে থাকা গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, ইনবিল্ট সিসি ক্যামেরার মাধ্যমে এসব পেট্রোল কারের নিয়ন্ত্রণ করা হবে।

    এসব কারে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ছাড়াও ওয়াকিটকি, অগ্নি নির্বাপন সরঞ্জাম, ক্রাইম সিন ম্যানেজমেন্ট বক্সও সংযুক্ত আছে। প্রতিটি কারে একজন করে এসআই ও এএসআই এবং দুই জন করে কনস্টেবল দায়িত্ব পালন করবেন।

    এডিসি রউফ জানান, এসব কারের কারণে যে কোন ঘটনায় পুলিশ সদস্যরা দ্রুত সাড়া দিতে পারবেন। প্রাথমিক পর্যায়ে কোতোয়ালি, ডবলমুরিং, পাঁচলাইশ ও খুলশী থানা পুলিশ এ চারটি গাড়ি ব্যবহার করবে, পর্যায়ক্রমে নগরীর প্রতিটি থানায় এ ধরনের গাড়ি দেওয়া হবে।

    তিনি বলেন, পুলিশের গাড়িতে সুনির্দিষ্ট চালক না থাকলেও এসব কার নিয়ে যে চারজন দায়িত্ব পালন করবেন তারাই কারগুলো চালাবেন।

    নাভানা গ্রুপের পক্ষ থেকে দুটি, স্মার্ট গ্রুপ ও চট্টগ্রামের ব্যবসায়ীদের সংগঠন চেম্বার অব কমার্সের পক্ষ থেকে একটি করে কার দেওয়া হয়েছে।

    সকালে দামপাড়া পুলিশ লাইনের জনক চত্বরে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের হাতে এসব কারের চাবি হস্তান্তর করা হয়।

    অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) আমেনা বেগম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-কমিশনার (সদর) আমির জাফরসহ নাভানা গ্রুপ, স্মার্ট গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সিএমপি-কে পেট্রোল কার দিল সিসিসিআই

    পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সিএমপি-কে পেট্রোল কার দিল সিসিসিআই

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে একটি পেট্রোল কার প্রদান করেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই)। কাংখিত পুলিশ সেবা নগরীর প্রতিটি থানা এলাকার জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে এবং বিশ্বমানের স্মার্ট পুলিশিং সেবা নিশ্চিতকল্পে লজিস্টিকস সাপোর্ট হিসেবে এ কার পুলিশকে দেন চেম্বার।

    আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম পুলিশ কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে গাড়িটি সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের হাতে তুলে দেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

    এ সময় চেম্বার পরিচালক ও কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী (স্বপন), অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম (প্রশাসন), শ্যামল কুমার নাথ (ক্রাইম এন্ড অপারেশন) ও এস এম মোস্তাক আহমেদ খান (ট্রাফিক) এবং উপ পুলিশ কমিশনার মো. আমির জাফর, এস. এম. মোসতাইন হোসেন ও মো. মোখলেসুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

    গাড়ী হস্তান্তরকালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-দেশের অন্যতম প্রাচীন বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সময়ে নানামূখী কার্যক্রম গ্রহণ করে আসছে।

    চলমান করোনা মহামারীতেও চট্টগ্রাম মেডিকেল ও পুলিশ লাইনসহ নগরীর বিভিন্ন স্থানে বিনামূল্যে করোনা স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করেছে, সাধারণ ছুটি চলাকালীন সময়ে গাড়ীতে করে নগরজুড়ে স্বল্প আয়ের মানুষের জন্য ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রয় করেছে।

    এরই ধারাবাহিকতায় পুলিশ বাহিনীর আধুনিকায়নসহ অগ্রগতিতে চিটাগাং চেম্বারের এই অবদান সহায়ক ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।

    পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন-গতানুগতিক পুলিশি কার্যক্রমের বাহিরে সেবার পরিধি ও গতি বৃদ্ধির ক্ষেত্রে এ পেট্রোল কারের সংযোজন পুলিশ বাহিনীর আধুনিকায়নে কার্যকর ভূমিকা রাখবে এবং পুলিশের কাজকে আরও গতিশীল করতে সহায়ক হবে।

    চেম্বারের মত গুরুত্বপূর্ণ সংগঠন ও প্রতিষ্ঠান যখন পুলিশের কার্যক্রমে সহায়তা করে তখন পুলিশের প্রতি নাগরিক সমাজের আস্থা আরও বৃদ্ধি পায় এবং আইনের প্রতি মানুষ অধিক শ্রদ্ধাশীল হয়।

    সমাজে আইন-শৃংখলার উন্নতি নিশ্চিতকল্পে পুলিশ প্রশাসনের সাথে এ ধরণের সংগঠনের সহযোগিতা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

    ২৪ ঘণ্টা/রাজীব