Tag: পেরু

  • পেরুতে বাস খাদে, নিহত অন্তত ২৪

    পেরুতে বাস খাদে, নিহত অন্তত ২৪

    দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে দেশটির উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি বাস পাহাড়ের খাদে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

    দুর্ঘটনাকবলিত ওই বাসটিতে ৬০ জন আরোহী ছিলেন। পেরুর পুলিশ স্থানীয় গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। রয়টার্স।

    পেরুর পরিবহন তত্ত্বাবধায়ক সংস্থা (সুট্রান) এক বিবৃতিতে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

    সুট্রান জানিয়েছে, পেরুর উত্তরাঞ্চলে এল আল্টো জেলায় কিউ’ওরিয়াংকা ট্যুরস আগুইলা ডোরাডা নামক একটি কোম্পানির বাস দুর্ঘটনায় পড়ার পর বিপর্যয়কর এ ঘটনা ঘটে।

    রয়টার্স জানিয়েছে, পেরুতে সড়ক দুর্ঘটনা সাধারণ বিষয়। কারণ দেশটির অনেক চালক বিপজ্জনক রাস্তায় যথাযথ প্রশিক্ষণ ছাড়াই যানবাহন চালিয়ে থাকে।

    এর আগে ২০২১ সালে আন্দিজ পর্বতের একটি হাইওয়েতে বাস দুর্ঘটনায় ২৯ জন প্রাণ হারিয়েছিল।

  • পেরুতে জরুরি অবস্থা জারি

    পেরুতে জরুরি অবস্থা জারি

    পেরুতে চলমান সহিংসতা বন্ধে জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর মুক্তি ও নতুন নির্বাচনের দাবিতে দেশজুড়ে জ্বালাও-পোড়াও কর্মসূচি দেখা গেছে। এমন পরিস্থিতিতে বুধবার (১৪ ডিসেম্বর) জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    বিক্ষোভ ও রাস্তা অবরোধের ফলে জননিরাপত্তা বজায় রাখতে পুলিশকে সহায়তা করবে সেনারা। নতুন নির্বাচনের আহ্বান ও গ্রেফতার হওয়া সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর মুক্তির দাবি ছড়িয়ে পড়েছে পেরুর সর্বত্র। প্রতিদিনই বিক্ষোভকারীরা অবরোধ কর্মসূচি পালন করছেন। গত এক সপ্তাহ ধরে সহিংস বিক্ষোভ চলছে। সড়কে টায়ারে জ্বালিয়ে অবস্থান নিতে দেখা গেছে আন্দোলনকারীদের। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন নিহত হন। সমর্থকদের রাজপথে অবস্থা নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন পেরুর এই সাবেক প্রেসিডেন্ট।

    গত ৭ ডিসেম্বর পার্লামেন্টে আয়োজিত ভোটে ক্ষমতাচ্যুত হন তিনি। কাতিস্তালোকে ক্ষমতাচ্যুতের পর গ্রেফতার করা হয়। এর পরই সাবেক ভাইস প্রেসিডেন্ট দিনা বলোয়ার্তে শপথ নেন। এর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করছে সমর্থকরা। এর মধ্য দিয়ে চরম রাজনৈতিক সংকটে পড়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশটি।

    বিদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার কাস্তিলোকে ১৮ মাসের কারাদণ্ড প্রদানের অনুরোধ জানিয়েছেন প্রসিকিউটররা। কিন্তু এ বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কর্তৃপক্ষ।

  • পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট দিনা

    পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট দিনা

    পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে অভিশংসনের মাধ্যমে অপসারণের পরে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দিনা বোলুয়ার্তে। এর মাধ্যমে পেরু প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট পেল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    দিনা বোলুয়ার্তে পেরুর ভাইস প্রেসিডেন্ট ছিলেন। গতকাল বুধবার নাটকীয়ভাবে পার্লামেন্টে অভিশংসনের পর তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এর আগের দিন সদ্য সাবেক প্রেসিডেন্ট কাস্তিলো বলেছিলেন, তিনি কংগ্রেসের পরিবর্তে একটি ‘ব্যতিক্রমী জরুরি সরকারের মাধ্যমে’ দেশ পরিচালনা করবেন। তাঁর এই সিদ্ধান্তের বিরোধিতা করেন ভাইস প্রেসিডেন্ট বোলুয়ার্তেসহ অন্যান্য সংসদ সদস্য। তাঁরা জরুরি বৈঠক করে প্রেসিডেন্ট কাস্তিলোকে অপসারণ করেন। এরপর তাঁকে আটক করা হয় এবং তাঁর বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ দায়ের করা হয়।

    ৬০ বছর বয়সী আইনজীবী দিনা বোলুয়ার্তে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এক বক্তৃতায় বলেছেন, আঁকড়ে ধরে থাকা রাজনৈতিক সংকট থেকে দেশকে বের করে আনতে তিনি চেষ্টা করবেন। এ জন্য তিনি রাজনৈতিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

    বোলুয়ার্তে বলেছেন, ‘সংকট থেকে দেশকে উদ্ধার করার জন্য আমি একটু জায়গা আর একটু সময় চাই।’

    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কাস্তিলোকে অপসারণের ঘটনার সূত্রপাত গতকাল বুধবার। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দেওয়ার সময় বলেছিলেন, তিনি কংগ্রেস ভেঙে দেবেন এবং জরুরি সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করবেন। তাঁর এমন ঘোষণায় অনেকেই হতবাক হয়েছেন। বেশ কয়েকজন মন্ত্রী তাৎক্ষণিকভাবে পদত্যাগও করেন। পেরুর সাংবিধানিক আদালতের প্রধান কাস্তিলোর বিরুদ্ধে ‘অভ্যুত্থানচেষ্টার’ অভিযোগ করেন। একই সময়ে যুক্তরাষ্ট্র তাঁকে সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানায়।

    এদিকে পেরুর পুলিশ এবং সশস্ত্র বাহিনী এক যৌথ বিবৃতিতে বলেছে, তারা সাংবিধানিক আদেশকে সম্মান করে এবং সে অনুযায়ীই কাজ করবে।

    পেদ্রো কাস্তিলো গত বছরের জুনে ক্ষমতা গ্রহণ করেছিলেন। তারপর থেকে তিনি অন্তত তিনবার কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন। গতকাল টেলিভিশন বক্তৃতায় তিনি বলেছিলেন, ‘দেশজুড়ে নাগরিকদের দাবির মুখে আমরা আইনের শাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একটি ব্যতিক্রমী সরকার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি। নতুন সংবিধান প্রণয়ন ও নতুন কংগ্রেস গঠন করা হবে। আশা করি ৯ মাসের মধ্যেই তা করা সম্ভব হবে।’

    কংগ্রেস কাস্তিলোর বিরোধী দল নিয়ন্ত্রিত। তাঁরা জরুরি অধিবেশন ডাকে এবং অভিশংসন ভোটের মাধ্যমে কাস্তিলোকে প্রতিরোধ করে। কাস্তিলোকে অপসারণের পক্ষে ১০১টি ভোট পড়ে। মাত্র ছয়টি ভোট বিপক্ষে পড়ে এবং ১০ জন কংগ্রেস সদস্য ভোটদানে বিরত ছিলেন।

    পেরু একটি কঠিন রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে একাধিক প্রেসিডেন্টকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ২০২০ সালে মাত্র তিন মাসের ব্যবধানে পাঁচজন প্রেসিডেন্ট পেয়েছিল পেরু।

    ২৪ঘণ্টা/এমএ

  • ৩১ তম দল হিসেবে বিশ্বকাপে অস্ট্রেলিয়া

    ৩১ তম দল হিসেবে বিশ্বকাপে অস্ট্রেলিয়া

    ‘ফেভারিট তত্ত্বকে’ পাশ কাটিয়ে পেরু বধ করল অস্ট্রেলিয়া। ফিফা র‌্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে থাকা পেরুকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়ে ৩১ তম দল হিসেবে কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সকারুরা।

    নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকায় অতিরিক্ত সময়ের একেবারে শেষ মিনিটে নিয়মিত গোলরক্ষক ম্যাট রায়ানকে তুলে নিয়ে বদলি গোলরক্ষক অ্যান্ডি রেডমেইনকে নামান অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আর্নল্ড। ম্যাচ শেষে অজি কোচ স্বীকার করেছেন সিদ্ধান্তটি কিছুটা ঝুঁকিপূর্ণ ছিল, তবে এই গোলরক্ষকের হাত ধরেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে সকারুদের।

    প্রতিটি শটের আগে পেরুর খেলোয়াড়দের মনঃসংযোগে ব্যাঘাত ঘটাতে কিকের আগে পোস্টের সামনে এক প্রকার নৃত্যই করছিলেন গোলরক্ষক রেডমেইন। তবে তার এই ‘ট্যাকটিক’ পেরুর প্রথম পাঁচ কিকে কাজে দেয়নি, লাতিন আমেরিকান দলটির হয়ে লুইস আদভিনকুলা তৃতীয় শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হয়েছিলেন, তবে সেটা মূলত পোস্টের কৃতিত্বে। তবে শেষ পর্যন্ত রেডমেইনের সেই নাচন-কোঁদনে যেন ভড়কে যান পেরুর ষষ্ঠ কিক নিতে আসা অ্যালেক্স ভালেরা। তার শট ঠেকিয়ে দিয়েই দেশকে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে পৌঁছে দেন রেডমেইন।

    পেরুর বিপক্ষে এর আগে একবারই খেলেছিল অস্ট্রেলিয়া, ২০১৮ বিশ্বকাপে সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে চার দশক পর বিশ্বকাপে জয়ের মুখ দেখেছিল পেরু। এই ম্যাচের আগেও ফেভারিট ছিল লাতিন আমেরিকার দেশটি, তাদের ক্যাম্প থেকেই আত্মবিশ্বাস বিচ্ছুরিত হচ্ছিল তুলনামূলক বেশি। তবে দারুণ ফর্মে থাকা অস্ট্রেলিয়া ম্যাচের আগেই জানিয়ে দিয়েছিল শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবে তারা। আদতে সেটা করেই বিশ্বকাপে সুযোগ পেয়েছে তারা।

    কাতারের আল রাইয়ানে ম্যাচের প্রথম ৮০ মিনিটে দুই দলের কেউই বলার মতো কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি। তবে নির্ধারিত সময়ের শেষদিকে এসে জমে ওঠে লড়াই। শেষ ১০ মিনিটে অস্ট্রেলিয়া ম্যাচঈগিয়ে যাওয়ার তিনটি দারুণ সুযোগ পেয়েছিল, তবে আজদিন রুসটিকের দুটি শট ঠেকিয়ে দেন পেরু গোলরক্ষক আর আজিজ বেহিচের শটটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

    অপরদিকে পুরো ম্যাচে লক্ষ্যে পেরুর একমাত্র শটটি আসে অতিরিক্ত সময়ে, তবে এডিসন ফ্লোরেসের দুরপাল্লার শট ঠেকাতে মোটেই বেগ পেতে হয়নি অজি গোলরক্ষক রায়ানের। ম্যাচের শেষদিকে গোলের আরও কাছে এসেছিলেন ফ্লোরেস, তবে এ যাত্রায় তার হেডার ফিরে আস পোস্টে লেগে।

    শেষ পর্যন্ত টাইব্রেকারেই গড়ায় ম্যাচের ভাগ্য। আর সেখানে দারুণভাবে নিজেদের ভাগ্য গড়ে নেয় অস্ট্রেলিয়া।

    শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেতে রাতে আল রাইয়ানের আহমাদ বিন আলি স্টেডিয়ামে প্লে-অফে মাঠে নামবে কনকাকাফ অঞ্চলের কোস্টারিকা এবং ওশেনিয়া অঞ্চলের নিউজিল্যান্ড।

  • কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

    কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

    ফেভারিটের মতোই প্রথমার্ধে খেলল ব্রাজিল। আগের ম্যাচে জয়ের দুই কুশীলবই গড়ে দিলেন ব্রাজিলের ভাগ্য। কোপা আমেরিকার সেমিফাইনালে নেইমারের বাড়ানো বলে লুকাস পাকেতার লক্ষ্যভেদ। দ্বিতীয়ার্ধে কিছুক্ষণ ধুঁকল বটে, কিন্তু হজম করেনি কোনো গোল। তাতে পেরুকে ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। তাতে টানা দ্বিতীয়বারের মতো উঠে গেছে প্রতিযোগিতার ফাইনালেও।

    ম্যাচের প্রথম থেকেই পেরুর রক্ষণে কড়া নাড়ছিলেন নেইমার, এভারটনরা। ৭ মিনিটে সুযোগও পেয়েছিলেন। কিন্তু রিশার্লিসনের সে কাটব্যাক থেকে শটটা জোরাল ছিল না তেমন, সহজ সেভে পেরুকে বিপদমুক্ত করেন গোলরক্ষক গালেসে।

    ১৯ মিনিটে প্রথম বড় সুযোগটা পায় ব্রাজিল। সে যাত্রায় গোলরক্ষক গালেসের কল্যাণে গোল হজম করেনি পেরু। ক্যাসেমিরোর থ্রু বল থেকে লুকাস পাকেতা বাইলাইনের কাছে পেয়ে যান বল, তার কাটব্যাক থেকে নেইমারের জোরালো শট ঠেকিয়ে দেন গালেসে। রিশার্লিসনের ফিরতি চেষ্টাটাও এরপর শেষ হয়েছে গালেসের সেভ থেকেই।

    ২৫ মিনিটে অবশ্য ভজকট পাকিয়ে বসেন সেই গালেসেই। লং বলে ব্রাজিলের একটা আক্রমণ রুখতে গোলমুখ থেকে সরে অনেকটা বক্সের মুখেই চলে এসেছিলেন তিনি। সেখান থেকে এভারটন রিবেরিও ক্রস করেন মাঝে, তখনো গোলমুখে ফেরেননি পেরু গোলরক্ষক। তার অনুপস্থিতিতে ব্রাজিলের দুটো শট দারুণভাবেই রুখেছে পেরুভিয়ানরা, ফলে আরও একবার সেলেসাওদের ফিরতে হয় শূন্য হাতে।

    এর মিনিট পাঁচেক পর আবারও আক্রমণ নেইমারের। তবে তার শট রক্ষণভাগে দিক বদলে অনেকটাই দুর্বল হয়ে হাতে জমা পড়ে পেরু গোলরক্ষকের হাতে।

    তবে ম্যাচের অচলাবস্থা ভাঙে খেলার ৩৪ মিনিটে। নেইমার দারুণ এক আক্রমণের শেষ দিকে ঢুকে পড়েন পেরু রক্ষণে। ততক্ষণে চার পেরুভিয়ান ডিফেন্ডার ছেঁকে ধরেছেন তাকে, নেইমার বল হারাননি তাতে, দারুণ ক্লোজ কন্ট্রোলে বল দখলে রেখে শেষে বাড়ান সতীর্থ লুকাস পাকেতাকে। তার প্রথম ছোঁয়াতেই করা দারুণ শটে ব্রাজিল এগিয়ে যায় ১-০ গোলে। এই সবেধন নীলমণি গোলে এগিয়েই বিরতিতে গেছে কোচ তিতের শিষ্যরা।

    ম্যাচের চিত্র বদলে গেল বিরতির পর। প্রথমার্ধে বিবর্ণ পেরু আক্রমণভাগে রঙ ফিরল যেন দ্বিতীয়ার্ধে। চলতি আসরে যিনি পেরুর হয়ে গোল করেছেন সবচেয়ে বেশি সেই জিয়ানলুকা লাপাদুলাই যেন ছিলেন সবচেয়ে বেশি সপ্রতিভ। ৪৮ মিনিটে ডান প্রান্ত থেকে কাট ইন করে ঢুকলেন তিনি। করলেন জোরালো এক শট, এডারসনের দারুণ সেভ সে যাত্রায় ম্যাচে সমতা ফেরানো থেকে ঠেকায় পেরুকে।

    এর মিনিট দুয়েক পর লাপাদুলার ছেড়ে দেওয়া বল থেকে রাজিয়েল গার্সিয়ার শট লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ব্রাজিল রক্ষণে পেরুর ত্রাসটা স্পষ্ট হয়ে গিয়েছিল ততক্ষণে। ৬০ মিনিটে আবারও সেই রাজিয়েলের শট, এবার সেটা গেল লক্ষ্যেই, তবে গোলমুখে থাকা এডারসন রুটিন সেভ দিয়ে গোল হজম করা থেকে রক্ষা করেন ব্রাজিলকে।

    এরপর ঘাত প্রতিঘাতে ম্যাচ এগিয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুই দলের রক্ষণই এরপর পোক্ত হয়েছে পাল্লা দিয়ে, তবে ক্ষুরধার আক্রমণেরও যেন অভাব ছিল বেশ। তাতে গোলের দেখা আর পায়নি কোনো দল। কোনো রকম অঘটন ছাড়াই ব্রাজিল নিশ্চিত করে ফাইনাল।

    দ্বিতীয়ার্ধের পারফর্ম্যান্স কোচ তিতেকে কিছুটা ভাবনায় রাখবে বটে। তবে একটা তথ্য তিতেকে তো বটেই, আশা দেখাতে পারে খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকদেরও। এর আগে ব্রাজিল আর পেরু দুইবার মুখোমুখি হয়েছিল সেমিফাইনালে। ১৯৭৫ এ জিতেছিল পেরু আর ১৯৯৭ এ শেষ হাসি ছিল ব্রাজিলের। সে দুই আসরের শিরোপাজয়ী দল ছিল ব্রাজিল-পেরু সেমিফাইনালে জেতা দলই। আগের দুইবার হয়েছিল, তবে কি এবারও?

  • পেরুর বিরুদ্ধে ব্রাজিল দলে হতে পারে একাধিক পরিবর্তন, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী নেইমাররা

    পেরুর বিরুদ্ধে ব্রাজিল দলে হতে পারে একাধিক পরিবর্তন, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী নেইমাররা

    কোপার শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছে ব্রাজিল। প্রথম ম্যাচেই ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে দুরন্ত শুরু করেছে ৫ বারের বিশ্বজয়ীরা। গোল পেয়েছিলেন মার্কুইনহোস, নেইমার, গ্যাব্রিয়েল বার্বোসারা। শুক্রবার ভোর রাতে গ্রুপ লিগের ম্যাচে পেরুর বিরুদ্ধে নামছে তিতের দল। দ্বিতীয় ম্যাচেও জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী সেলেকাওরা। অপরদিকে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের কোপা অভিযান শুরু করতে চলেছে পেরু। লড়াই দিতে প্রস্তুত গুস্তাভো আলফারোর দল।

    পেরুর বিরুদ্ধে ম্যাচে একাধিক পরিবর্তন করার ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ তিতে। আক্রণম থেকে রক্ষণ সব বিভাগেই রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের দেখে নিতে পারেন তিতে। পেরুর বিরুদ্ধে নামার আগে অনুশীলনে এটাকিং লাইনের জন্য এভার্টন রিবেইরো, এভার্টন এবং গ্যাব্রিয়েল বারবোসাকে দেখে নিয়েছেন ব্রাজিল কোচ। ফির্মিনোকে দেখা যায়নি অনুশীলনে। ডিফেন্সে খেলানো হতে পারে থিয়াগো সিলভাকে। কাতার বিশ্বকাপের আগে পুরো দলকে দেখে নিতে চাইছে তিতে। তবে বেশি পরিবর্তন করলে হিতে বিপরীত না হয় সেই কথা বলেছেন ফুটবল বিশেষজ্ঞরা।

    অপরদিকে, নিজেদের শেষ ৫টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে পেরু। ব্রাজিলের বিরুদ্ধেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ৪-২ গোলে হারতে হয়েছিল গুস্তাভো আলফারোর দলকে। তাই ব্রাজিলের বিরুদ্ধে এক পয়েন্ট পাওয়াই প্রধান লক্ষ্য হতে চলেছে পেরুর। তাই রক্ষণাত্মক ফুটবল খেলে প্রতি আক্রমণে যাওয়ার রণনীতিই নিতে চলেছেন পেরু কোচ। ব্রাজিলের বিরুদ্ধে লাপাডুলা, কুয়েভা, পেনা ও কারিলোদের উপরই ভরসা রাখছেন আলফারো।

    ম্যাচ প্রেডিকশন-
    একদিকে দুরন্ত ছন্দে থাকা ব্রাজিল, অপরদিকে ছন্দহীন পেরু। ব্রাজিল দলে একাধিক পরিবর্তন করলেও, সেই দল শক্তির বিচারে পেরুরল থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। ফলে শুক্রবার ভোর রাতের ম্যাচে ব্রাজিলকেই একশো শতাংশ ফেভারিট তকমা দিচ্ছেন ফুটবল বিশেষজ্ঞরা।

    ২৪ ঘণ্টা/পায়েল

  • ঘুষ নেয়ায় পেরুর প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত

    ঘুষ নেয়ায় পেরুর প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত

    পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা দেশটির পার্লামেন্টে অভিশংসিত হয়েছেন। ঘুষের বিনিময়ে সরকারি কাজ নির্দিষ্ট একটি সংস্থাকে দেয়ার অভিযোগে পেরুর এই প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা হয়।

    সোমবার দেশটির পার্লামেন্টের ১০৫ সদস্য প্রেসিডেন্ট ভিজকারাকে অভিশংসনের পক্ষে ভোট দেন। এছাড়া বিপক্ষে ভোট দেন পার্লামেন্টের মাত্র ১৯ জন সদস্য। ভোট দেয়া থেকে বিরত থাকেন চারজন।

    পেরুর দক্ষিণের মোকুগুয়া অঞ্চলের গভর্নর থাকাকালীন ৫৭ বছর বয়সী ভিজকারা প্রায় ৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার ঘুষের বিনিময়ে একটি সংস্থাকে সরকারি কাজ দিয়েছিলেন বলে অভিযোগ উঠে। তবে বারবারই তিনি এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

    এদিকে প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হওয়ায় কংগ্রেসের স্পিকার ম্যানুয়েল মেরিনো আগামী বছর তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রেসিডেন্ট ভিজকারার মেয়াদ শেষ হবে ওই বছরের জুলাইয়ে।

    ভিজকারা বলেছেন, তিনি সংসদ সদস্যদের ভোটের রায় মেনে নেবেন এবং এর বিরুদ্ধে কোনও ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করবেন না। শিগগিরই প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে যাবেন।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • পেরুতে লকডাউনে নাইটক্লাবে অভিযান, পদদলিত হয়ে নিহত ১৩

    পেরুতে লকডাউনে নাইটক্লাবে অভিযান, পদদলিত হয়ে নিহত ১৩

    দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমায় লকডাউনের মধ্যে খোলা রাখা একটি নাইটক্লাবে অভিযান চালায় পুলিশ।

    শনিবার রাতে চালানো ওই অভিযানের সময় হুড়োহুড়ি করে পালাতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন।

    করোনার মধ্যে লকডাউন নীতিমালা অমান্য করে নাইটক্লাব চালানোয় অভিযান চালিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ ও সরকারি কর্মকর্তারা জানান, শনিবার রাতে রাজধানীর থমাস রেস্তোরাঁর দ্বিতীয় তলায় পার্টি হচ্ছিল। পুলিশ এটি বন্ধে অভিযান চালালে অন্তত ১২০ জন পালানোর চেষ্টা করেন। এ সময় আহত হন ছয়জন। তাদের মধ্যে তিন পুলিশ সদস্যও রয়েছেন।

    পুলিশ জানায়, অভিযানের সময় মানুষ যখন একই পথ দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল, তখনই হুড়োহুড়িতে এ হতাহতের ঘটনা ঘটে।

    পেরুর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানের পর ঘটনাস্থল থেকে পুলিশ কমপক্ষে ২৩ জনকে আটক করেছে।

    এ ধরনের পার্টির আয়োজকদের নিন্দা জানিয়ে দেশটির নারীবিষয়ক মন্ত্রী রোজারিও সাসিয়েস্তা বলেন, এমনটি হওয়া উচিত হয়নি। আমরা একটি মহামারী ও স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছি। নাইটক্লাব মালিকদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

    লাতিন আমেরিকার দেশগুলোতে এখন দ্বিতীয় দফায় কোভিড-১৯ সংক্রমণ চলছে। গত মার্চে পেরুতে নাইটক্লাব ও বার বন্ধের নির্দেশ দেয়া হয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • পেরুতে বাস খাদে পড়ে নিহত ১০

    পেরুতে বাস খাদে পড়ে নিহত ১০

    পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২০ জন। রবিবার দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, জুনিনের হুয়ানকায়ো দিক থেকে আসা যাত্রীবাহী বাসটি উকেয়ালি পাকালপা যাওয়ার পথে ‘কার্পিশ টানেল’ থেকে ছিটকে পড়ে যায়।

    স্থানীয় এক টিভি চ্যানেলের বরাত দিয়ে সিনহুয়া বলছে, স্থানীয় সময় রাত ১ টা নাগাদ বাসটি ২০০ মিটার খাদে পড়ে যায়। এসময় বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিল।

    প্রাথমিক এক তদন্তে বলা হয়েছে, ঘন কুয়াশা, গতি ও বৃষ্টির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

  • পেরুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

    পেরুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

    পেরুতে মঙ্গলবার একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। দেশটির পার্বত্য কাসকো অঞ্চলের খাড়া রাস্তা থেকে বাসটি ছিটকে পানিতে পড়ে যাওয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ একথা জানায়।

    বাস চালক কেন গাড়িটি নিয়ে রাস্তার কিনারায় যায় পুলিশ তা খতিয়ে দেখছে।

    মারকাপাতা থানার পুলিশ কর্মকর্তা আলভারো মেন্দজা এএফপি’কে বলেন, বাসটি আমাজন রেইন ফরেস্ট সিটি পুয়ের্তো মালদোনাদো থেকে পার্বত্য কাসকো নগরী যাওয়ার পথে মঙ্গলবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪৮ জন যাত্রী ছিল।

    মেন্দজা বলেন, ‘হতাহতদের থেঁতলানো-মোচড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। বৈরি আবহাওয়ার কারণে তাদেরকে উদ্ধার করা ছিল একটি কঠিন কাজ।’

    উল্লেখ্য, দূর্বল ব্যবস্থাপনা ও দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে পেরুতে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে।