Tag: পোল্যান্ড

  • এমবাপ্পের নৈপুণ্যে পোল্যান্ডকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

    এমবাপ্পের নৈপুণ্যে পোল্যান্ডকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

    চলতি কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে প্রথম দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছিল বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে তিউনিশিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে ১-০ গোলে হেরে যাওয়ায় পোল্যান্ডের বিপক্ষেও অঘটনের শঙ্কায় ছিল তারা। তবে সব শঙ্কা কাটিয়ে দিয়েছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। তার জোড়া গোলের সঙ্গে অলিভার জেরার্ডের রেকর্ড গড়া গোলে ৩-১ ব্যবধানে পোল্যান্ডকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল দিদিয়ের দেশমের দল।

    রোববার (৪ ডিসেম্বর) দোহার আল থুমামা স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচটি শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছিল। তবে শক্তিতে স্পষ্টভাবে এগিয়ে থাকা ফ্রান্স বারবার গোলমুখে শট নিয়েও জালের দেখা পাচ্ছিল না। তবে প্রথমার্ধের বিরতির ঠিক এক মিনিটে আগেই এগিয়ে যায় ফ্রান্স।

    ৪৪তম মিনিটে জেরার্ডের গোলে এগিয়ে যায় গত রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। ফলে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ে ফেলেছেন এসি মিলানের এ স্ট্রাইকার। ৫২টি গোল করে স্বদেশি থিয়েরি অরিকে ছাড়িয়ে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হলেন জেরার্ড।

  • সৌদিকে হারিয়ে আর্জেন্টিনার ওপর চাপ বাড়ালো পোল্যান্ড

    সৌদিকে হারিয়ে আর্জেন্টিনার ওপর চাপ বাড়ালো পোল্যান্ড

    পুরো ম্যাচে খেললো সৌদি আরব। কিন্তু গোল আদায় করে নিলো পোল্যান্ড। জিয়েলিনস্কি এবং রবার্ট লেওয়ানডস্কির গোলে ২-০ ব্যবধানে সৌদি আরবকে হারিয়ে আর্জেন্টিনার ওপর চাপ বাড়ালো পোল্যান্ড। এই গ্রুপের পরের ম্যাচে মেক্সিকোর সঙ্গে অবশ্যই জিততে হবে আর্জেন্টিনাকে। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে ওই ম্যাচে জিততেই হবে লিওনেল মেসিদের।

    প্রথম ম্যচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছিল সৌদি আরব। একই গ্রুপে পরের ম্যাচে পোল্যান্ড এবং মেক্সিকো গোলশূন্য ড্র করে। যার ফলে, আর্জেন্টিনার ওপর এমনিতেই চাপ বেড়ে যায়। আজ সৌদি আরব জিতলে আর্জেন্টিনার জন্য সুবিধা হতো। কিন্তু পোল্যান্ড জেতার কারণে হিসেবটা জটিল হয়ে গেলো।

    ‘সি’ গ্রুপে এখন ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো পোল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সৌদি আরব এবং আগের ম্যাচ ড্র করার কারণে মেক্সিকোর পয়েন্ট ১। তারা তৃতীয় এবং শেষ দলটি আর্জেন্টিনা।

    দ্বিতীয় রাউন্ডে যেতে হলে মেক্সিকোর বিপক্ষে জিততেই হবে। ড্র করা কোনোভাবেই নিরাপদ নয় আর তাদের জন্য। অথচ, প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে যেভাবে খেলেছিলো মেক্সিকানরা, সেটাই আর্জেন্টিনার জন্য বিপজ্জনক। মেক্সিকো গোলরক্ষক গুইয়ার্মো ওচোয়া রবার্ট লেওয়ানডস্কির পেনাল্টি শট ফিরিয়ে দিয়েছিলেন।

    ম্যাচের শুরু থেকে দারুণ আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সৌদি আরব। একের পর এক আক্রমণে পোলিশ রক্ষণদুর্গ তছনছ করে দিতে থাকে। বেশ কয়েকবার গোলের দারুণ সুযোগও তৈরি করে তারা। কিন্তু শেষ মুহূর্তে সে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি তারা। বিশেষ করে পোল্যান্ডের গোলরক্ষক ওজিয়েক সিজিসনি সৌদি আরবের বেশ কয়েকটি আক্রমণ রুখে দেন।

    ১৪ মিনিটেই এগিয়ে যেতে পারতো সৌদি। মোহাম্মদ কানো সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সের মধ্যে নিয়ে গিয়ে শট নেন। কিন্তু সিজিসনি অসাধারণ দক্ষতায় বলটি রক্ষা করেন। এ সময় কিছুক্ষণ দু’দলের খেলোয়াড়রাই শারীরিক প্রতিদ্বন্দ্বীতায় মেতে ওঠে। প্রচুর ফাউল হয়। যে কারণে রেফারিকে ৮ মিনিটের মধ্যে চারবার হলুদ কার্ড বের করে দেখাতে হয়।

    ২৬ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিল পোল্যান্ড। জিয়েলনস্কি কর্নার কিক নিলে ভেসে আসা বলে হেড করেন বিয়েলিক। তবে সৌদি ডিফেন্ডার আল সেহরি সেটিকে জালে প্রবেশ করতে দেননি।

    ৩৯ মিনিটে গোল করেন জিয়েলিনস্কি। একটি প্রতি আক্রমণে বল নিয়ে দ্রুত সৌদির বক্সের মধ্যে প্রবেশ করেন রবার্ট লেওয়ানডস্কি। ডিফেন্ডারদের সঙ্গে কাটিয়ে শেষে বল দেন জিয়েলিনস্কিকে। দারুণ এক শটে তিনি বলটি সৌদির জালে প্রবেশ করান।

    ৪৪ মিনিটে পেনাল্টি পায় সৌদি আরব। আল সেহরিকে ফাউল করেন বিয়েলেক্স। ভিএআর দেখে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক নিতে আসেন সালেম আল দাওসারি। কিন্তু গোলরক্ষক ওজিয়েক সিজিসনি বাম পাশে ঝাঁপিয়ে পড়ে বলটি ঠেকিয়ে দেন। ফিরতি বলে শট নেন আরেক সৌদি ফুটবলার। কিন্তু সেটিকেও অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক ওজিয়েক সিজিসনি।

    দ্বিতীয়ার্ধেও অসাধারণ খেলেছিল সৌদি আরব। কিন্তু তাদের ভালো খেলা কোনো কাজে আসেনি। বরং, এই অর্ধেও গোল হজম করতে হয়েছিলো তাদের। ম্যাচের ৮২তম মিনিটে গোল করেন রবার্ট লেওয়ানডস্কি। বিশ্বকাপে লেওয়ানডস্কির এটাই প্রথম গোল। গত আসরেও খেলেছিলেন তিনি। কিন্তু কোনো গোল করতে পারেননি। এবারও মেক্সিকোর বিপক্ষে গোল তো দুরে থাক, পেনাল্টি পর্যন্ত মিস করেছিলেন তিনি।

    ম্যাচের ৫৬ এবং ৬০ মিনিটের মাথায় দুর্দান্ত দুটি সুযোগ পেয়েছিলেন সালেম আল দাওসারি। কিন্তু ৫৬তম মিনিটে তার দুর্দান্ত শটটি ঠেকিয়ে গোল পোল্যান্ড গোলরক্ষক এবং ৬০ মিনিটের মাথায় তার কাছ থেকে বল পেয়ে একদম গোলমুখ থেকে আল বিরাকান বলটিকে পোস্টের ওপারে পাঠিয়ে দেন।

  • পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড

    পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড

    মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের ২২তম আসরে আজ দিনের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল মেক্সিকো ও পোল্যান্ড। যেখানে প্রথম থেকেই পোল্যান্ডের বিপক্ষে দাপট দেখাচ্ছিল মেক্সিকো। তবে দ্বিতীয়ার্ধে ডি-বক্সে রবার্ট লেভানদভস্কি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পোল্যান্ড। তবে স্পট কিক থেকে গোল করতে পারেননি বার্সার এই তারকা ফরোয়ার্ড। অন্যদিকে মেক্সিকো বল দখলে বেশ এগিয়ে থাকলেও কাঙ্ক্ষিত জালের দেখা পায়নি। ফলে নিষ্প্রাণ গোলশূন্য ড্রয়েই শেষ হয়েছে সি গ্রুপের ম্যাচটি।

    মঙ্গলবার (২২ নভেম্বর) দোহার স্টেডিয়াম ৯৭৪ এ পোল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই মেক্সিকোর খেলোয়াড়রা বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখেন। তবে প্রথম ২৫ মিনিট থেকে গোলমুখে কোনো শট নিতে পারেনি। অন্যদিকে পোল্যান্ড বলের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেও বার বার ব্যর্থ হন।

    তবে ২৬তম মিনিটে ভেগারের ক্রস থেকে বাড়ানো বল হেরেরা শট নেন। তবে বল গোলবারের সামান্য বাইরে দিয়ে চলে যায়। এতে সহজ সুযোগ পেয়েও গোলবঞ্চিত হয় মেক্সিকো। আক্রমণের বিপরীতে ২৯ মিনিটে উল্টো হলুদ কার্ড খেয়ে বসে মেক্সিকোর সানচেজ। তবে প্রথমার্ধের শেষ দিকে আবারও মেক্সিকোর সামনে সুযোগ আসে। তবে বল গোলবারের উপর দিয়ে গেলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

    বিরতি থেকে ফিরে পোল্যান্ডের ফরোয়ার্ডরা মেক্সিকান ডিফেন্ডারদের চেপে ধরে। যার সুবাদে ৫৬তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে রবার্ট লেভানদভস্কি ফাউলের শিকার হলে পেনাল্টিও পায় পোল্যান্ড। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন পোলিশ এই তারকা ফরোয়ার্ড। কাতারে নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে নামা মেক্সিকোর গোলকিপার ওচোয়া বার্সা এই তারকার পেনাল্টি বাম পাশে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। এতে বেশ হতাশ হয়ে পড়েন পোল্যান্ডের সমর্থকরা।

    ৬৪ মিনিটে এবার গোলের সুযোগ পায় মেক্সিকো। তবে মার্টিনের শট আলভারেজের মাথা ছুঁয়ে গোলমুখে যেতেই ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন পোল্যান্ডের গোলরক্ষক সিজনি। ম্যাচের শেষ দিকে পোল্যান্ড গোলের চেষ্টা করলেও গোল মুখে শট নিতে ব্যর্থ হয়। এতে নিষ্প্রাণ গোলশূন্য ড্রয়ে দুই দল এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

  • পোল্যান্ডে ভিসা প্রসেস এ শতভাগ নিশ্চয়তা দিচ্ছে গ্লোবাল নলেজ

    পোল্যান্ডে ভিসা প্রসেস এ শতভাগ নিশ্চয়তা দিচ্ছে গ্লোবাল নলেজ

    ইউরোপের অন্যতম দেশ পোল্যান্ড। যেখানে বাংলাদেশীদের জন্য রয়েছে প্রচুর কাজের সুযোগ সুবিধা। এছাড়া বাংলাদেশী শিক্ষার্থীদের শিক্ষার অন্যতম মাধ্যম হিসেবেও পছন্দের প্রথম সারিতে রয়েছে পোল্যান্ড।

    তবে সাম্প্রতিক সময়ে ইউরোপের অন্যতম দেশ পোল্যান্ডে শিক্ষা অথবা কাজের প্রস্তাবপত্র (অফার লেটার) পেয়েও দীর্ঘ সময় ধরে এম্ববাসিতে জমা দিতে না পেরে হতাশায় ভুগেছেন হাজারো বাংলাদেশী আবেদনকারী। তাছাড়া বাংলাদেশে পোল্যান্ড দূতাবাস না থাকায় পোল্যান্ডে ভিসার জন্যে ভারতের নিউ দিল্লিতে আবেদনপত্র জমা দিতে হয় আগ্রহীদের।

    অনেকে ব্যক্তিগতভাবে অথবা যেকোনো কন্সালটেন্সি ফার্মের মাধ্যমে ভিসা পাওয়ার জন্য আবেদনপত্র জমা দেওয়ার চেষ্টা করেও শতভাগ সফলতা পাওয়া সম্ভব হচ্ছে না।

    যারা নানা চেষ্টার পরও ইউরোপে কোনভাবেই যেতে পারছেন না, তাদের জন্য সুখবর নিয়ে এসেছে ইউরোপের ভিসা প্রসেস এ বিশ্বস্থ প্রতিষ্ঠান গ্লোবাল নলেজ। বিশেষ সুযোগ ও শতভাগ নিশ্চয়তা দিয়ে পোল্যান্ড ভিসার জন্য আপনার আবেদন পত্রটি সঠিকভাবে সম্পাদন করে থাকে প্রতিষ্ঠানটি।

    দেশে এত ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান থাকতে কেন আপনি গ্লোবাল নলেজ বেঁছে নেবেন এ বিষযে জানতে চাইলে প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী মুহাম্মদ শাহীন টিটু বলেন, যারা ইউরোপে যেতে ইচ্ছুক। শিক্ষা অথবা কাজের প্রস্তাবপত্র (অফার লেটার) পেয়েও দীর্ঘ সময় ধরে এম্ববাসি সম্পর্কে এবং আবেদনের সঠিক প্রসেস জানা না থাকায় আবেদনপত্র জমা দিতে পারছেন না। আবার কোন কোন কন্সালটেন্সি ফার্মের মাধ্যমে ভিসা পাওয়ার জন্য আবেদনপত্র জমা দেওয়ার চেষ্টা করেও সফলতা পাননি তাদের জন্য Global Knowledge (গ্লোবাল নলেজ) দিচ্ছে শতভাগ নিশ্চয়তা।

    তিনি বলেন, নিশ্চিন্তে আপনার আবেদনপত্র জমা দিতে পারেন এ প্রতিষ্ঠানের মাধ্যমে। এ পর্যন্ত গ্লোবাল নলেজ থেকে শতাধিক আবেদনকারী সফলভাবে তাদের আবেদনপত্র জমা দিয়েছেন ভারতের নিউ দিল্লি পোল্যান্ড এম্বাসিতে। তাই যারা ইউরোপের অন্যতম দেশ পোল্যান্ডে শিক্ষা অথবা কাজের প্রস্তাবপত্র (অফার লেটার) পেয়ে ভিসা আবেদনের মাধ্যম খুজছেন তারা হতাশায় না ভুগে তার প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা প্রসেস আবেদন করার জন্য আগ্রহীরা এ প্রতিষ্ঠানটিকে মাধ্যম হিসেবে বেঁছে নতে পারেন।

    প্রতিষ্ঠানটিতে যোগোযোগের ঠিকানা Global Knowledge (গ্লোবাল নলেজ) ৭৬ জলিল বিল্ডিং(১ম তলা) মুরাদপুর, চট্টগ্রাম। সেলফোন ০১৭৬৬-৪০২৬০০, ০১৮১৮০৫৯৩২৮।