Tag: পোষাক শ্রমিকের

  • চট্টগ্রামে বাসচাপায় পোষাক শ্রমিকের মৃত্যু

    চট্টগ্রামে বাসচাপায় পোষাক শ্রমিকের মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পুরাতন চান্দগাঁও এলাকায় বাসের চাপায় নিহত হয়েছে শিপন কর্মকার (৩০) নামে এক পোষাক শ্রমিক।

    আজ ২০ জানুয়ারি সকাল ৭টার দিকে চান্দগাঁও থানাধীন আরাকান রোডের শরাফতউল্লাহ পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত শিপন বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল ইউনিয়নের নেপাল কর্মকারের ছেলে এবং ওয়েল গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে।

    চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে বাসা থেকে বেরিয়ে পোষাক কারখানায় যাওয়ার জন্য সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত বাস চাপায় গুরুতর আহত হয় শিপন।

    পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন।