Tag: পৌরসদরে

  • সীতাকুণ্ড পৌরসদরে সড়কের কাজে নিন্মমানের ইট সরানোর নির্দেশ মেয়রের

    সীতাকুণ্ড পৌরসদরে সড়কের কাজে নিন্মমানের ইট সরানোর নির্দেশ মেয়রের

    অনিয়মের অভিযোগ উঠায় সীতাকুণ্ড পৌরসভার কলেজ রোড (মন্দির সড়ক) উন্নয়নের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পর এবার দুই নম্বর ইট সরানোর জন্য লিখিত নির্দেশ দিলেন মেয়র।

    মঙ্গলবার দুপুরে সাইফকো ট্রেডার্স নামক ঠিকাদারি প্রতিষ্ঠানকে লিখিত নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম।

    উল্লেখ্য, এডিবির অর্থায়নে নগর উন্নয়ন প্রকল্পের অধীনে ১ কোটি ৭ লাখ টাকার উন্নয়ন কাজে নিন্মমানের ইট ব্যবহার করার অভিযোগ পাওয়া যায়।

    উপজেলার পৌরসভাধীন সীতাকুন্ড ডিগ্রী কলেজ রোডের পূর্বাংশে মহাদেবপুরের প্রেমতলা এলাকায় ১ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজে দুই নাম্বার ইট ব্যবহারের অভিযোগ করেন স্থানীয়রা। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    স্থানীয়দের অভিযোগ পৌরসভার প্রকৌশলী নুর নবীর যোগসাজশে ঠিকাদার দুই নাম্বার ইট ব্যবহার করছেন।

    গত বৃহস্পতিবার (১২ মে) মেয়রসহ পৌর প্রকৌশলী ও কয়েকজন কাউন্সিলর সড়কের কাজ পরিদর্শন করেন। এ সময় কাজে ব্যবহৃত ইট পরিক্ষা করে দুই নম্বর প্রতীয়মান হওয়ায় যাবতীয় ইটগুলো অপসারনের নির্দেশ দেওয়া হয়েছে।

    পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম বলেন, কাজের মান নিয়ে আমরা কখনো আপোষ করিনা। বন্ধের সুযোগে ঠিকাদারের লোকজন নিন্মমানের ইট ব্যবহার করেছে। ইটগুলো অপসারনের জন্য লিখিত নির্দেশ দেওয়া হয়েছে।

    ২৪ ঘন্টা/Rsp