শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নির্মানাধীন বর্জ্র ব্যবস্থাপনা ও কো-কম্পোষ্ট এন্ড ওয়াটার প্লান্ট পরিদর্শন করলো নেপালের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বিমানযোগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছে প্রতিনিধি দল।
এরপর পৌরসভা হয়ে দলটি শহরের নয়াবাজারস্থ ওয়াটার এইড বাংলাদেশ ও এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় নির্মিয়মান সেনেটারী বর্জ্রসহ গৃহস্থালী বর্জ্র থেকে কম্পোস্ট সার ও বিশুদ্ধ পানি পরিশোধন প্লান্ট পরিদর্শন করে তারা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জিয়াউল হক জিয়া, প্যানেল মেয়র-২ শাহিন আকতার, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, ওয়াটার এইড বাংলাদেশের রিজিওনাল ডিরেক্টর ডক্টর খাইরুল ইসলাম, হেড অফ প্রোগ্রাম আফতাব ওপেল, প্রোজেক্ট ম্যানেজার (স্মল টাউন) সুমন কান্তি নাথ, এসকেএস ফাউন্ডেশনের ডিরেক্টর (ডেভেলপমেন্ট প্রোগ্রাম) মোঃ সাইফুল আলম, প্রোজেক্ট ইঞ্জিনিয়ার মোঃ নুর আলম খন্দকার প্রমুখ।
পরিদর্শনকালে প্রতিনিধি দলকে প্লান্ট সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন ওয়াটার এইড বাংলাদেশের প্রোজেক্ট ম্যানেজার (স্মল টাউন) সুমন কান্তি নাথ। তাকে সহযোগিতা করেন পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু।
এরপাশাপাশি সৈয়দপুর পৌরসভার ওয়ার্ড ভিত্তিক বাড়ি বাড়ি থেকে বাঁশি বাজিয়ে পরিচ্ছন্নকর্মীদের গৃহস্থালী ময়লা আবর্জনা সংগ্রহ কার্যক্রম সম্পর্কে পৌরসভার ১১ নং ওয়ার্ডের নতুন বাবুপাড়া হাজী কলোনী মাঠে শহীদ কুদরত স্মৃতি সংসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এখানে কো-কম্পোষ্ট ও ওয়াটার প্লান্ট এর বর্জ্র ব্যবস্থাপনার সফলতা ও উপকারিতা বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন সুবিধাভোগী স্থানীয় জনগণ।
পরে প্রতিনিধি দলের সাথে পৌরসভার অধিবেশন কক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিনিধি দলের প্রধান নেপালের লাহান পৌরসভার মেয়র মুনি সাহ সুদিসহ ডিপুটি মেয়র সুরিয়ার কুমারী চৌধুরী, নেপাল ওয়াটার সাপ্লাই কো-অপারেশন এর চিফ টেকনিক্যাল ডিভিশন এর ঈশ্বর প্রসাদ, লাহান পৌরসভার চিফ এক্সিকিউটিভ অফিসার খেম নন্দ ভুসাই, ওয়াটার এইড নেপালের কান্ট্রি ডিরেক্টর তৃপ্তি রায়, ম্যানেজিং ডিরেক্টর (কিংডম) পিটার এন্থনি ওয়াইস, বিকন লিডার কাবিন্দ্র পুডিসাইনি, পলিসি স্পেশালিস্ট গোবিন্দ্র বাহাদুর শেরসা, ইকো ট্যুরিজমের ট্রেজারার মমতা জাইন, দলিত জনকল্যান যুব ক্লাব এর এক্সিকিউিটিভ ডিরেক্টর বিনোদ কুমার বিশাঙ্ক, সোস্যাল মিউনিসিপ্যাল অফিসার মুহেশ কুমার ধাঙ্গারা, নেপালের মিত্র সংঘ সংস্থার রিসোর্স ডেভেলপমেন্ট ম্যানেজার ল্যাথসেরিং গ্লান তামাং প্রমুখ উপস্থিত ছিলেন।
সৈয়দপুর পৌরসভার পক্ষ থেকে লাহান এর মেয়কে ক্রেস্ট ও প্রতিনিধিদের প্রত্যেককে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এসময় লাহান এর মেয়রও সৈয়দপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রকে তাদের দেশীয় ঐতিহ্যবাহী উত্তরীয় ও জাতীয় প্রতিকের মেডেল প্রদান করেন।
লাহান পৌরসভার মেয়র মুনি সাহ সুদি তার বক্তব্যে বলেন, সৈয়দপুর পৌরসভার এ প্লান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুদুরপ্রসারী ফলপ্রসু প্রকল্প। এজন্য সৈয়দপুর পৌরসভার মেয়রকে তিনি অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।