Tag: পৌরসভা

  • হাটহাজারী পৌরসভার প্রশাসক হলেন মনজুরুল আলম

    হাটহাজারী পৌরসভার প্রশাসক হলেন মনজুরুল আলম

    চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার পরিষদের মেয়াদ শেষ হওয়ায় প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ মনজুরুল আলম চৌধুরী মঞ্জু।

    বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের পৌর শাখা-১ এর উপ-সচিব আব্দুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়- চট্টগ্রাম জেলার হাটহাজারী পৌরসভার পরিষদের মেয়াদউত্তীর্ণ হওয়ায় উক্ত পৌরসভার কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে স্থানীয় সরকার স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৪২ এর সংশোধনক্রমে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২২ এর ধারা ৯ (১) অনুযায়ী মঞ্জুরুল আলম চৌধুরীকে হাটহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো।

    ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি বিধান অনুযায়ী নিয়োগকৃত প্রশাসক উক্ত পৌরসভার সার্বিক দায়িত্ব পালন ও কর্মকাণ্ড পরিচালনা করবেন।

    এ বিষয়ে নবাগত পৌর প্রশাসক মনজুরুল আলম চৌধুরী বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাটহাজারী পৌরসভার সকল উন্নয়ন কর্মকাণ্ড স্থানীয় এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সাথে পরামর্শ করে ত্বরান্বিত করা হবে। তিনি পৌর নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

     

  • বিচারপতিকে নিয়ে কটূক্তি: দিনাজপুর পৌরসভার মেয়রকে জেল-জরিমানা

    বিচারপতিকে নিয়ে কটূক্তি: দিনাজপুর পৌরসভার মেয়রকে জেল-জরিমানা

    বিচারপতিকে নিয়ে কটূক্তি করার দায়ে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড দেয়া হয়।

    বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

    মেয়র যে ক্ষমা চেয়েছেন তা গ্রহণযোগ্য হয়নি আদালতে।

    রায়ে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে এক সপ্তাহের মধ্যে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। না হয় তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে একটি ইউটিউব চ্যানেলে জাহাঙ্গীর আলম অবমাননাকর মন্তব্য করেন। এর প্রেক্ষিতে চার আইনজীবী আদালত অবমাননার অভিযোগ আনার আবেদন করলে গত ১৭ আগস্ট আদালত অবমাননার নোটিশ দিয়ে তাকে তলব করা হয়।

    একই সঙ্গে ভিডিও অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেন আপিল বিভাগ।

  • নির্বাচিত হলে বোয়ালখালী পৌরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত: মেয়র প্রার্থী ওয়াসিম মুরাদ

    নির্বাচিত হলে বোয়ালখালী পৌরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত: মেয়র প্রার্থী ওয়াসিম মুরাদ

    চট্টগ্রামের ব্যাপক আলোচিত বোয়ালখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে এগিয়ে আছেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ওয়াসীম মুরাদ।

    তিনি ইতোমধ্যে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নির্বাচনী এলাকায় ধারাবাহিকভাবে মতবিনিময় সভা করে যাচ্ছেন। ছুঁটে বেড়াচ্ছেন পৌরসভার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের মধ্য দিয়ে তিনি সাধারণ ভোটারদের আস্থা অর্জন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    জানা যায়, ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হওয়ার পর বিভিন্ন সময় হামলা-মামলার স্বীকার হন ওয়াসিম মুরাদ। একেবারে তৃণমূল পর্যায় হতে উঠে আসা ওয়াসিম মুরাদ দলের দুঃসময়ে (১৯৮৮) সালে পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।

    ১৯৯০ সালে পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

    ১৯৯৩ সালে পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ছিলেন। ১৯৯৮ সালে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে দক্ষিণ জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন। ২০১৬ সালে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের এডহক কমিটির সদস্য ছিলেন এবং সর্বশেষে তিনি বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হয়ে উপজেলা আওয়ামী পরিবারে অবদান রেখে যাচ্ছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

    রাজনৈতিক প্রতিপক্ষের হাতে বারবার নির্যাতিত ও ১৯৯৮ সালে শিবির কর্তৃক অপহৃত হওয়া এই সাবেক ছাত্রনেতা সন্ত্রাসীদের হাতে বারবার নির্যাতিত হয়ে মর্মান্তিক ভাবে আহত হয়ে কয়েকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন।

    রাজনৈতিক জীবনে অনেক বাধাবিপত্তি পাড়ি দিয়ে আসা ওয়াসিম মুরাদ বোয়ালখালীর সাংসদ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযাদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ এর বিভিন্ন উন্নয়ন মূলক ও মানবিক কর্মকান্ডে ভূমিকা রেখে যাচ্ছেন।

    বিশেষ করে করোনা মহামারীতে অসংখ্য মানুষকে ত্রাণ বিতরণ, মৃত ব্যক্তির লাশ দাফন-কাফন, আইসোলেশন সেন্টার, রমজান মাসে চিকিৎসকদের জন্য সেহেরীর খাবার সরবরাহ কার্যক্রমে তার ভূমিকা ছিল অগ্রগণ্য।

    বোয়ালখালী পৌরসভার নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে ব্যক্তি জীবনে অতন্ত সৎ ও সজ্জন ব্যাক্তি মোহাম্মদ ওয়াসীম মুরাদ বলেন, আমি ছাত্রজীবন থেকে শুরু করে এই পর্যন্ত দীর্ঘদিন ধরে দলীয় কর্মকান্ডে একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। বোয়ালখালীর সাংসদ আমার নেতা মোছলেম উদ্দীন আহমদের নির্দেশে মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি।

    আগামী দিনে বোয়ালখালী পৌরসভার নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দল থেকে “নৌকা” প্রতীকে মেয়র পদে মনোনয়ন দিলে নির্বাচিত হওয়ার পর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমি পৌরবাসীর জন্য একজন সেবক হিসেবে নিজের সর্বোচ্চ উজাড় করে সেবা করে যাবো। বোয়ালখালী পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, শিক্ষা বান্ধব, সন্ত্রস ও মাদক মুক্ত, মডেল এবং আধুনিক পৌরসভায় রূপান্তর করবো ইন-শ আল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

  • রাউজান পৌরসভার ৭ নং ওয়ার্ডে করোনা উপসর্গে মৃত ব্যক্তির লাশ দাফন করলো “আশার আলো”

    রাউজান পৌরসভার ৭ নং ওয়ার্ডে করোনা উপসর্গে মৃত ব্যক্তির লাশ দাফন করলো “আশার আলো”

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান পৌরসভায় সরওয়ার উদ্দিন জসিম নামের করোনা উপসর্গে মারা যাওয়া এক ব্যক্তির লাশের দাফন-কাফনে অংশ নিয়েছে রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে গঠিত স্বেচ্ছাসেবী টিম আশার আলো।

    সরওয়ার উদ্দিন জসিম রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের হেদায়েত আলী মুন্সির বাড়ির মুহাম্মদ আলী জিন্নাহর পুত্র।

    স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান সমন্বয়ক রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা রবিবার সন্ধ্যায় লাশের গোসল ও দাফন-কাফন সম্পন্ন করেন।

    এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জানে আলম জনি, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, উপজেলা যুবলীগের সহ সম্পাদক সাবের হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন জামাল চিশতি, আরাফাত, তৌহিদ, দেলোয়ারসহ অন্যন্য নেতৃবৃন্দ।

    উল্লেখ্য এ পর্যন্ত রাউজানে ফারাজ করিম চৌধুরীর নেতৃত্বে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন আশার আলোর স্বেচ্ছাসেবক টীম ৩৫ টি লাশের দাফন-কাফন কাজে অংশ নেয়।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম

  • রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে করোনা আক্রান্ত দুই পরিবারে খাদ্য সহায়তা প্রদান

    রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে করোনা আক্রান্ত দুই পরিবারে খাদ্য সহায়তা প্রদান

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে সংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে করোনা আক্রান্ত দুই পরিবারে নিত্যাপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করেন রাউজান পৌরসভার প্যানেল রাউজান পৌরসভার প্যানেল মেয়র-২, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।

    বৃহস্পতিবার রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে করোনা ভাইরাসে আক্রান্ত ফকির তকিয়া মাজার সংলগ্ন এলাকার নাহিদা আকতার ও আলিখীল গ্রামের মুহাম্মদ রিমনের পরিবারে নিত্যাপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান কালে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, রাউজান উপজেলা যুবলীগের সহ সম্পাদক সাবের হোসেন, যুবলীগ নেতা হুমায়ন কবির কাঞ্চন, রাউজান উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক নাসির উদ্দিন, যুবলীগ নেতা নুরু, অনিক ভট্টাচার্য, জুয়েল তৌহিদ আকাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম

  • চির নিদ্রায় শায়িত হলেন হাটহাজারী পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জসিম

    চির নিদ্রায় শায়িত হলেন হাটহাজারী পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জসিম

    ২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারী কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন ৭৫ পরবর্তী বাংলাদেশ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা শাখার আহ্বায়ক, হাটহাজারী পৌর সহায়ক কমিটির সদস্য ও হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন।

    এর আগে আছরের নামাযের পর হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে তাঁর নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (৯ জুন) হাটহাজারী কাচারী সড়কস্থ নিজ বাস ভবনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

    মরহুমে পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে দূরারোগ্য ক্যান্সার এবং কিডনি সমস্যায় ভূগছিলেন তিনি।

    এদিকে একজন পরিচ্ছন্ন ও নিষ্ঠাবান রাজনীতিবিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠন। শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন হাটহাজারী প্রেস ক্লাব, হাটহাজারী সাংবাদিক সমিতি, হাটহাজারী সাংবাদিক ইউনিয়ন, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ-ছাত্রলীগ, হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগ-ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।

    ২৪ ঘণ্টা/মো. পারভেজ/আর এস পি

  • পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর

    পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের লক্ষ্যে আজ সকালে ২৫ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছেন।

    প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম জানান, শেখ হাসিনা আজ সকালে তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই বরাদ্দ প্রদান করেন।

    দেশের ৩২৮ পৌরসভায় ১২ হাজার ৫১৯ কর্মকর্তা-কর্মচারী ও আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগকৃত আরও ২০ হাজার পরিচ্ছন্নতাকর্মী এ সুবিধার আওতায় আসবেন।

    করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় গত ২৬ মার্চ থেকে দেশে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাধারণ ছুটি চলছে। নানা প্রতিকূলতার মধ্যে দেশের ৩২৮ পৌরসভার কর্মচারীরা তাদের সীমিত সম্পদ নিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি বর্তমানে ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশা দমনেও তারা সক্রিয়ভাবে কাজ করছেন।

    জানা গেছে, বর্তমানে পৌরসভার রাজস্ব আদায় সন্তোষজনক পর্যায়ে না থাকায় অধিকাংশ পৌরসভার বেতনভাতা বকেয়া ছিল। করোনা পরিস্থিতির কারণে পৌরসভার নিয়মিত রাজস্ব আদায়ের খাত হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, হাটবাজারের ইজারা প্রদান, দোকান ভাড়াসহ যাবতীয় রাজস্ব আয় প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে।

    এ ছাড়া জরুরি সেবা প্রদানের জন্য ব্যয় বৃদ্ধি পেয়েছে। এতে প্রায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা প্রদান দুরূহ হয়ে পড়েছে। বেতন না পেয়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করেছেন। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হলে তিনি ২৫ কোটি টাকা অনুদান প্রদান করেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সৈয়দপুর পৌরসভার কো-কম্পোষ্ট এন্ড ওয়াটার প্লান্ট পরিদর্শনে নেপালী প্রতিনিধি দল

    সৈয়দপুর পৌরসভার কো-কম্পোষ্ট এন্ড ওয়াটার প্লান্ট পরিদর্শনে নেপালী প্রতিনিধি দল

    শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নির্মানাধীন বর্জ্র ব্যবস্থাপনা ও কো-কম্পোষ্ট এন্ড ওয়াটার প্লান্ট পরিদর্শন করলো নেপালের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল।

    মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বিমানযোগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছে প্রতিনিধি দল।

    এরপর পৌরসভা হয়ে দলটি শহরের নয়াবাজারস্থ ওয়াটার এইড বাংলাদেশ ও এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় নির্মিয়মান সেনেটারী বর্জ্রসহ গৃহস্থালী বর্জ্র থেকে কম্পোস্ট সার ও বিশুদ্ধ পানি পরিশোধন প্লান্ট পরিদর্শন করে তারা।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জিয়াউল হক জিয়া, প্যানেল মেয়র-২ শাহিন আকতার, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, ওয়াটার এইড বাংলাদেশের রিজিওনাল ডিরেক্টর ডক্টর খাইরুল ইসলাম, হেড অফ প্রোগ্রাম আফতাব ওপেল, প্রোজেক্ট ম্যানেজার (স্মল টাউন) সুমন কান্তি নাথ, এসকেএস ফাউন্ডেশনের ডিরেক্টর (ডেভেলপমেন্ট প্রোগ্রাম) মোঃ সাইফুল আলম, প্রোজেক্ট ইঞ্জিনিয়ার মোঃ নুর আলম খন্দকার প্রমুখ।

    পরিদর্শনকালে প্রতিনিধি দলকে প্লান্ট সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন ওয়াটার এইড বাংলাদেশের প্রোজেক্ট ম্যানেজার (স্মল টাউন) সুমন কান্তি নাথ। তাকে সহযোগিতা করেন পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু।

    এরপাশাপাশি সৈয়দপুর পৌরসভার ওয়ার্ড ভিত্তিক বাড়ি বাড়ি থেকে বাঁশি বাজিয়ে পরিচ্ছন্নকর্মীদের গৃহস্থালী ময়লা আবর্জনা সংগ্রহ কার্যক্রম সম্পর্কে পৌরসভার ১১ নং ওয়ার্ডের নতুন বাবুপাড়া হাজী কলোনী মাঠে শহীদ কুদরত স্মৃতি সংসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এখানে কো-কম্পোষ্ট ও ওয়াটার প্লান্ট এর বর্জ্র ব্যবস্থাপনার সফলতা ও উপকারিতা বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন সুবিধাভোগী স্থানীয় জনগণ।

    পরে প্রতিনিধি দলের সাথে পৌরসভার অধিবেশন কক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

    এসময় প্রতিনিধি দলের প্রধান নেপালের লাহান পৌরসভার মেয়র মুনি সাহ সুদিসহ ডিপুটি মেয়র সুরিয়ার কুমারী চৌধুরী, নেপাল ওয়াটার সাপ্লাই কো-অপারেশন এর চিফ টেকনিক্যাল ডিভিশন এর ঈশ্বর প্রসাদ, লাহান পৌরসভার চিফ এক্সিকিউটিভ অফিসার খেম নন্দ ভুসাই, ওয়াটার এইড নেপালের কান্ট্রি ডিরেক্টর তৃপ্তি রায়, ম্যানেজিং ডিরেক্টর (কিংডম) পিটার এন্থনি ওয়াইস, বিকন লিডার কাবিন্দ্র পুডিসাইনি, পলিসি স্পেশালিস্ট গোবিন্দ্র বাহাদুর শেরসা, ইকো ট্যুরিজমের ট্রেজারার মমতা জাইন, দলিত জনকল্যান যুব ক্লাব এর এক্সিকিউিটিভ ডিরেক্টর বিনোদ কুমার বিশাঙ্ক, সোস্যাল মিউনিসিপ্যাল অফিসার মুহেশ কুমার ধাঙ্গারা, নেপালের মিত্র সংঘ সংস্থার রিসোর্স ডেভেলপমেন্ট ম্যানেজার ল্যাথসেরিং গ্লান তামাং প্রমুখ উপস্থিত ছিলেন।

    সৈয়দপুর পৌরসভার পক্ষ থেকে লাহান এর মেয়কে ক্রেস্ট ও প্রতিনিধিদের প্রত্যেককে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এসময় লাহান এর মেয়রও সৈয়দপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রকে তাদের দেশীয় ঐতিহ্যবাহী উত্তরীয় ও জাতীয় প্রতিকের মেডেল প্রদান করেন।

    লাহান পৌরসভার মেয়র মুনি সাহ সুদি তার বক্তব্যে বলেন, সৈয়দপুর পৌরসভার এ প্লান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুদুরপ্রসারী ফলপ্রসু প্রকল্প। এজন্য সৈয়দপুর পৌরসভার মেয়রকে তিনি অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

  • প্যানেল মেয়র ইয়াবা ও ২ সহযোগীসহ আটক

    প্যানেল মেয়র ইয়াবা ও ২ সহযোগীসহ আটক

    নেত্রকোনার মদন পৌরসভার প্যানেল মেয়রসহ দুই মাদক কারবারিকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করেছে মদন থানার পুলিশ।

    শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সভার ভূমি অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন- প্যানেল মেয়র মো. ফয়সাল খান, যুবলীগ নেতা ও সাত মাদক মামলার আসামি সুজন।

    মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, শনিবার রাতে বাদক ব্যবসায়ী সুজন ও ফয়সালকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করে মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার নেত্রকোনার কোট হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

  • সীতাকুণ্ড পৌরসভা ৭নং ওয়ার্ড আ.লীগের কমিটি গঠন নিয়ে মতবিরোধ

    সীতাকুণ্ড পৌরসভা ৭নং ওয়ার্ড আ.লীগের কমিটি গঠন নিয়ে মতবিরোধ

    সীতাকুণ্ড পৌরসভার ৭নং ওয়ার্ড কমিটি গঠনে তৃণমূল কাউন্সিলরদের মতামতকে উপেক্ষা করে কমিটি ঘোষনা করার অভিযোগ উঠেছে।

    আজ শনিবার (২৬ অক্টোবর) বিকেলে সীতাকুণ্ড প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন সীতাকুণ্ড পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এম.এ মনসুর আহমেদ।

    তৃণমূল নেতা কর্মিদের মতামতকে উপেক্ষা করণে ওই মিটিংএ থাকা দলের ভারপ্রাপ্ত সভাপতি সভা বর্জণ করে চলে এসেছেন বলেও দাবি করেন তিনি। এ নিয়ে সীতাকুণ্ড পৌরসভার আ.লীগের নেতা কর্মিদের মধ্যে চরম মতবিরোধ দেখা দিয়েছে। একতরফা কমিটি গঠন নিয়ে শনিবার রাতে পৌরসদরে বিক্ষোভ মিছিল করেছে আ.লীগের একটি অংশ।

    সংবাদ সম্মেলনের পৌরসভা ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দাবি করে মনছুর আহমেদ জানান, শুক্রবার বিকেলে পৌরসভার ৭নং ওয়ার্ডে কমিটি গঠন নিয়ে সভা চলছিলো। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইছহাক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলমসহ নেতা কর্মিরা।

    এসময় সভায় প্রত্যক্ষ ভোটে ওই ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার দাবি জানান নেতা কর্মিরা। এর প্রতিবাদে তৎক্ষনিক প্রতিবাদ মিছিল করেন নেতা কর্মিরা। তিনি প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার দাবি জানান। সংবাদ সম্মেলনে পৌরসভা আওয়ামীলীগের নেতা এ জে এম হোসেন লিটনও উপস্থিত ছিলেন।

    বিষয়টির সত্যতা নিশ্চিত করে পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম বলেন, যা হয়েছে তৃণমূল নেতা কর্মীদের মতামতের ভিক্তিতে হয়েছে। যারা পরাজিত হয়েছে তারা অপপ্রচার করছে।

  • মিরসরাইয়ে মার্কেটের সিঁড়ি ভেঙ্গে ফেলেছে পৌরসভা,প্রতিবাদে ব্যাবসায়ীদের মানববন্ধন

    মিরসরাইয়ে মার্কেটের সিঁড়ি ভেঙ্গে ফেলেছে পৌরসভা,প্রতিবাদে ব্যাবসায়ীদের মানববন্ধন

    মিরসরাই উপজেলা সদরে একটি তিনতলা বিশিষ্ট মার্কেটের মূল ফটক ও সিঁড়ি রাতের আধারে ভেঙ্গে ফেলেছে পৌরসভা কর্তৃপক্ষ। উপজেলার কলেজ রোডে অবস্থিত উক্ত হক সুপার মার্কেটের মূল ফটক ও সিড়ি ভেঙ্গে ফেলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা।

    বুধবার (২ অক্টোবর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

    মানববন্ধনে হক সুপার মার্কেটের ব্যবসায়ী ও বাসার ভাড়াটিয়ারা অংশগ্রহণ করেন।

    আলম মোবাইল সেন্টারের মালিক মোহাম্মদ আলম বলেন, আমাদের মার্কেটে ২২টি দোকান, ৭টি অফিস ও ১০টি পরিবার বসবাস করে। মার্কেটের সামনের জায়গায় মিরসরাই পৌরসভা বহুতল কিচেন মার্কেট করতেছে।

    পৌর কর্তৃপক্ষ দোকানের ব্যবসায়ীদের বিষয় বিবেচনা না করে মার্কেটের প্রবেশ মুখের সিঁড়ি ভেঙ্গে ফেলে। আমরা পৌরসভা নিয়মিত কর দিয়ে আসলেও পৌরসভা আমাদের ব্যবসা করার কোন সুযোগ দেয়নি। এখন আমাদের পথে বসা ছাড়া আর কোন উপায় নেই।

    এ সময় ব্যবসায়ী মোঃ জাহিদ, দেবাশিষ দেবনাথ, ইউসুফ, রুবেল বক্তব্য রাখেন।

    ব্যবসায়ীরা জানায়, রাতে সিঁড়ি ভাঙ্গার সময় আমরা খবর পেয়ে পৌর কর্তৃপক্ষকে বাঁধা দিলেও আমাদের কোন কথা তারা শুনেননি। এরপর মিরসরাই থানায় কল করেও কোন সহায়তা পাওয়া যায় নি।

    মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি দেন ব্যবসায়ীরা।

    মিরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বলেন, মিরসরাই পৌরসভার বহুতল কিচেন মার্কেট করার জন্য উন্নয়ন কর্মকান্ড চলছে। পৌর মার্কেটের পিছনের অংশে অবস্থিত হক সুপার মার্কেটের সিঁড়ির জন্য উন্নয়ন কাজের সমস্যা দেখা দিলে বিকল্প যোগাযোগের জন্য হক সুপার মার্কেটের উত্তর পাশ দিয়ে চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। হক সুফার মার্কেটে প্রবেশের জন্য সিঁড়িটি গুরুত্বপূর্ণ নয়। উক্ত সিঁড়ি ছাড়া ও মার্কেটের ভেতর অন্য সিঁড়ি রয়েছে দোতলা ও তিন তলার জন্য যেটি মার্কেটের মূল সিঁড়ি । যে সিঁড়ি ভেঙ্গে ফেলা হয়েছে সেটি মূল সিঁড়ি নয় এটি বিকল্প সিঁড়ি এবং মার্কেটের মূল কাঠামোর সাথে এর কোন সম্পর্ক নেই বরং এটি সরকারী উন্নয়ন কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে । তাই মিরসরাইয়ে জনগনের সার্থে উন্নয়নের সার্থে অপ্রয়োজনীয় ও বিকল্প সিঁড়িটি অপসারণ করা হয়েছে ।

    এছাড়া তিনি বলেন পৌর কিচেন মার্কেটের ভেতর দিয়েও হক সুপার মার্কেটে যোগাযোগের জন্য গলির ব্যবস্থা রাখা হয়েছে। কাজ শেষ হলে যা দৃশ্যমান হবে। ব্যবসায়ীদের বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি আহবান জানান।