Tag: পৌরসভা নির্বাচন

  • খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন ইব্রাহীম খলিল

    খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন ইব্রাহীম খলিল

    খাগড়াছড়ি সদর পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন খাগড়াছড়ি জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো.ইব্রাহীম খলিল।

    কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএনপি। বিজ্ঞপ্তিতে আগামী ১৬ জানুয়ারি খাগড়াছড়ি সদর পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয় জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো.ইব্রাহীম খলিলকে।

    উল্লেখ্য যে,আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়েছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর মঙ্গলবার। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।

    ২৪ ঘণ্টা/আকতার

     

  • দ্বিতীয় ধাপে ৫৫ পৌরসভায় বিএনপির মনোনয়ন পেলেন যারা

    দ্বিতীয় ধাপে ৫৫ পৌরসভায় বিএনপির মনোনয়ন পেলেন যারা

    দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৫৫টি পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি।

    শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

    ৫৫টি পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনয়ন পেলেন যারা, তারা হলেন- দিনাজপুর জেলার দিনাজপুর সদর পৌরসভায় সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুরের বীরগঞ্জে মো. মোকারম হোসেন, দিনাজপুর বিরামপুর মো. হুমায়ন কবির, কুড়িগ্রামের নাগেশ্বরী মো. শহিদুল ইসলাম, গাইবান্ধার সুন্দরগঞ্জ আবু খায়ের মো. মশিউর রহমান, গাইবান্ধা সদর মো. শহিদুজ্জামান শহীদ, বগুড়ার শেরপুর স্বাধীন কুমার কুন্ডু, বগুড়ার সান্তাহার তোফাজ্জল হোসেন, রাজশাহীর কাকনহাট মো. হাফিজুর রহমান, রাজশাহীর ভবানীগঞ্জ মো. আবদুর রাজ্জাক প্রাং, রাজশাহীর আড়ানী তোজাম্মেল হক, নাটোরের নলডাঙ্গা মো. আব্বাছ আলী, নাটোরের গোপালপুর শেখ আবদুল্লাহ আল মামুন কচি, নাটোরের গুরুদাসপুর মো. আজমল হক বুলবুল, সিরাজগঞ্জ সদর মো. সাইদুর রহমান, সিরাজগঞ্জের উল্লাপাড়া মো. আজাদ হোসেন, সিরাজগঞ্জের বেলকুচি মো. আলতাব হোসেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ মো. জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জের কাজীপুর মো. আল আমিন, পাবনার ঈশ্বরদী রফিকুর ইসলাম, পাবনার ফরিদপুর মো. এনামুল হক, পাবনার সাথিয়া মো. সিরাজুল ইসলাম সিরাজ, পাবনার ভাঙ্গুড়া মো. আবদুল কাদের, মেহেরপুরের গাংনী মো. আসাদুজ্জামান বাবলু, কুষ্টিয়া সদর মো. বশিরুল আলম চাঁদ, কুষ্টিয়ার কুমারখালী আনিসুর রহমান, কুষ্টিয়ার ভেড়ামারা মো. শামিম রেজা, কুষ্টিয়ার মিরপুর মো. আবজাল হোসেন, ঝিনাইদহের শৈলকুপা মো. খলিলুর রহমান, বাগেরহাটের মোংলাপোর্ট মো. জুলফিকার আলী, মাগুরা সদর মো. ইকবাল আকতার খান (কাফুর), পিরোজপুর সদর শেখ শহীদুল্লাহ, টাঙ্গাইলের ধনবাড়ী এসএমএ সোবহান, ময়মনসিংহের মুক্তাগাছা মো. শহিদুল ইসলাম, নেত্রকোনার মোহনগঞ্জ মো. মাহবুবুন নবী শেখ, নেত্রকোনার কেন্দুয়া শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ সদর মো. ইসরাইল মিঞা, কিশোরগঞ্জের কুলিয়ার চর নুরুল মিল্লাত, ঢাকা সাভার মো. রেফাত উল্লাহ, নরসিংদীর মনোহরদী মো. মাহমুদুল হক, নারায়ণগঞ্জের তারাব নাসির উদ্দিন, ফরিদপুরের বোয়ালমারি আ. শুকুর শেখ, শরিয়তপুর সদর অ্যাডভোকেট মো. লুৎফর রহমান ঢালী, সুনামগঞ্জ সদর মোর্শেদ আলম, সুনামগঞ্জের ছাতক রাশিদা বেগম, সুনামগঞ্জের জগন্নাথপুর মো. হারুনুজ্জামান, মৌলভীবাজারের কমলগঞ্জ মোহাম্মাদ আবুল হোসেন, মৌলভীবাজারের কুলাউড়া কালাম উদ্দিন আহমেদ, হবিগঞ্জের মাধবপুর হাবিবুর রহমান, হবিগঞ্জের নবীগঞ্জ ছাবির আহমেদ চৌধুরী, কুমিল্লার চান্দিনা মো. আলমগীর খান, ফেনীর দাগনভূঞা কাজী সাইফুর রহমান, নোয়াখালীর বসুরহাট কামাল উদ্দিন চৌধুরী, খাগড়াছড়ি সদর মো. ইব্রাহীম খলিল এবং বান্দরবানের লামা পৌরসভায় মো. শাহীন।

  • সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর

    সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর

    সীতাকুণ্ড প্রতিনিধি : আসন্ন সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার একদিন পরই নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকে লড়বেন বীর মুক্তিযোদ্ধা মো. আবুল মনসুর। গতবারও তিনি বিএনপির হয়ে লড়েছিলেন।

    সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে এ তালিকা পাঠিয়েছেন।

    সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সভাপতি ইউসুফ নিজামী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কেন্দ্র থেকে আবুল মুনসুরকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতিকে নির্বাচন করবেন।’

    ২৪ ঘণ্টা/দুলু

  • ২৫ পৌরসভায় আ’লীগের প্রার্থী ঘোষণা

    ২৫ পৌরসভায় আ’লীগের প্রার্থী ঘোষণা

    প্রথম ধাপে দেশের ২৫টি পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৫ জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

    আজ শনিবার বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সভার সিদ্ধান্ত মোতাবেক পৌরসভা নির্বাচনে (প্রথম ধাপ) মনোনীত প্রার্থীদের নামের তালিকা নিচে দেওয়া হলো :

    রংপুর বিভাগের পঞ্চগড় পৌরসভায় জাকিয়া খাতুন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মো. কশিরুল আলম, দিনাজপুরের ফুলবাড়ীতে মো. খাজা মইন উদ্দীন, রংপুরের বদরগঞ্জে মো. আহাসানুল হক চৌধুরী ও কুড়িগ্রাম পৌরসভায় মো. কাজিউল ইসলাম।

    রাজশাহী বিভাগের রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভায় মো. রবিউল ইসলাম, পবা উপজেলার কাটাখালী পৌরসভায় মো. আব্বাস আলী, সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদী ও পাবনার চাটমোহর পৌরসভায় সাখাওয়াত হোসেন সাখো।

    খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার খোকসা পৌরসভায় আল মাছুম মুর্শেদ, খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভায় সনত কুমার বিশ্বাস ও চুয়াডাঙ্গা পৌরসভায় রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার।

    বরিশাল বিভাগের বরগুনা জেলার বেতাগী পৌরসভায় এ. বি. এম. গোলাম কবির, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভায় আবদুল বারেক মোল্লা, বরিশালের উজিরপুরে মো. গিয়াস উদ্দিন বেপারী ও বাকেরগঞ্জে মো. লোকমান হোসেন ডাকুয়া।

    ঢাকা বিভাগের মানিকগঞ্জ পৌরসভায় মো. রমজান আলী, ঢাকা জেলার ধামরাইয়ে গোলাম কবির ও গাজীপুরের শ্রীপুর পৌরসভায় মো. আনিছুর রহমান।

    ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভায় এস.এম. ইকবাল হোসেন (সুমন) ও নেত্রকোনার মদন পৌরসভায় মো. আব্দুল হান্নান তালুকদার।

    সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই পৌরসভায় বিশ্বজিৎ রায়, মৌলভীবাজারের বড়লেখায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মো. মাসুদউজ্জামান মাসুক।

    চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড পৌরসভায় মেয়র পদে বদিউল আলমকে আওয়ামী লীগের নৌকা প্রতীক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলের মনোনয়ন বোর্ড।

    আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    এর আগে গত ২২ নভেম্বর ২৫টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা করে কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেন, ‘২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ২৫ পৌরসভার ভোটগ্রহণ করা হবে।’

    এই নির্বাচনে রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ সময় ৩ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর।

  • প্রথম ধাপে ২৫ পৌরসভায় ভোট ২৮ ডিসেম্বর

    প্রথম ধাপে ২৫ পৌরসভায় ভোট ২৮ ডিসেম্বর

    দেশের তিন শতাধিক পৌরসভার মধ্যে ইভিএমে প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ভোট হবে আগামী ২৮ ডিসেম্বর।

    রোববার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসির অনুমোদনের পর জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর পৌরসভা ভোটের তফসিল দেন।

    ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১ ডিসেম্বর, বাছাই ৩ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর।

    প্রথম ধাপে যেসব পৌরসভায় ভোট হবে সেগুলো হল- পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গা, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালীর কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোণার মদন, মানিকগঞ্জ, ঢাকার ধামরাই, গাজীপুরের শ্রীপুর, সুনাগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং চট্টগ্রামের সীতাকুণ্ড।

    নির্বাচনের দিন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোট চলবে ইভিএম।

    দেশে পৌরসভা রয়েছে মোট ৩২৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যেই পৌরসভার ভোট করতে হয়।

    স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। সেবার ২০টি দল ভোটে অংশ নেয়।

    সর্বশেষ ২০১৫ সালে ২৪ নভেম্বর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ৩৬ দিন সময় দিয়ে ভোটের তারিখ দেওয়া হয় ৩০ ডিসেম্বর। এক দিনে ভোট হয় ২৩৪টি পৌরসভায়। বাকিগুলোয় মেয়াদোত্তীর্ণের তারিখ বিবেচনায় ও বিভিন্ন জটিলতা সেরে ভোট হয়।

    ইসি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা ৩২৯টি। নির্বাচন উপযোগী পৌরসভার সংখ্যা ২৫৯টি। আগামী বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হবে ১১টি পৌরসভার। ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৮৫ পৌরসভার। এরমধ্যে ১ ও ২ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ৪টি, ১০ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ৪৬টি এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৩৩ পৌরসভায়। মার্চে শেষ হবে ২৮ পৌরসভার মেয়াদ। এপ্রিল থেকে নভেম্বরে শেষ হবে ৩০টি মেয়াদ। এবার পৌরসভায় মেয়র পদে দলীয় এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্দলীয় প্রতীকে ভোট হবে।

  • ডিসেম্বরের শেষ সপ্তাহে পৌরসভা নির্বাচন

    ডিসেম্বরের শেষ সপ্তাহে পৌরসভা নির্বাচন

    ডিসেম্বরের শেষ সপ্তাহে পাঁচ ধাপে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যতদূর সম্ভব ইভিএম পদ্ধতিতে হবে।

    সোমবার বিকালে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে সিইসি নুরুল হুদা এসব কথা বলেন।

    নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ৩২৯টি পৌরসভার মধ্যে ২৫৯টি নির্বাচন উপযোগী বলে ইসিকে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর মধ্যে যেসব পৌরসভার মেয়াদ আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির প্রথমার্ধে শেষ হবে সেগুলোর নির্বাচনী কাউন্টডাউন শুরু হয়েছে।

    সিইসি বলেন, ‘আজকে আমরা লম্বা মিটিং করেছি। এর মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন যেগুলো ডিউ হয়েছে, সেগুলো পরিচালনা করা, সিডিউল তৈরি করা এবং রিটার্নিং অফিসার নিয়োগ থেকে শুরু করে যেগুলো আমাদের করণীয়, সে কাজগুলো আমরা ঠিক করেছি। জানুয়ারি মাসের মধ্যে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে যেসব নির্বাচন ডিউ হবে, ওই নির্বাচনগুলো হয়তো আমরা করে ফেলবো হয়তো ডিসেম্বরের শেষের দিকে। সেরকম প্রস্তুতি আমাদের আছে।’

    তিনি বলেন, ‘পৌরসভার নির্বাচনগুলো ইভিএমে হবে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন বা সাধারণ নির্বাচনের সবগুলোতে ইভিএমে করা যাবে না। হয়তো কিছু সংখ্যক করা যেতে পারে, এনআইডির ডিজি যদি পৌরসভার নির্বাচনগুলো ঠিক করার পরে যদি মনে করেন, তার ক্যাপাসিটি আছে মনে হলে হয়তো কিছু নির্বাচন ইভিএমে করবে।’

    সিইসি জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত পৌরসভা, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের যেসব নির্বাচন ডিউ হবে, সেগুলো করা হবে। এই সময়ের পৌরসভা খালি হবে ২০টির উপরে। এছাড়া অনেকগুলো হবে উপনির্বাচন।

    নূরুল হুদা বলেন, ‘আমরা আশা করি, পৌরসভার সাধারণ নির্বাচন মে মাসের মধ্যে সম্পন্ন করা যাবে। এগুলো ধাপে ধাপে করা হবে। আমাদের অনুমান, ৫টি ধাপে নির্বাচনগুলো শেষ করতে পারবো। তবে এখনও আমরা ঠিক করিনি কয় ধাপে নির্বাচনগুলো করা হবে।’

    ২৪ ঘণ্টা/রিহাম