সীতাকুণ্ড প্রতিনিধি : আসন্ন সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড শিবপুর থেকে কাউন্সিলর পদে সাংবাদিক দিদার হোসেন টুটুল প্রার্থী হয়েছেন।
আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সীতাকুণ্ড পৌরসভার নির্বাচনে তিনি বিজয়ী হয়ে এলাকাবাসীর সেবা করার প্রত্যয়ে তিনি সকলের দোয়া চান। টুটুল সাংবাদিকতা ছাড়াও এলাকার বিভিন্ন গরীব,অসহায় মানুষের বিপদ আপদে বিভিন্ন রকমের সহযোগীতা করে আসছেন।
টুটুল বলেন, আমার ওয়ার্ডে বিভিন্ন রকমের সমস্যা বিদ্যমান। আমি একজন সমাজ সেবক, এর পাশাপাশি কাউসিন্সল নির্বাচিত হলে মানুষের সেবা করার বেশি সুযোগ সৃষ্টি হবে।
দিদার হোসেন টুটুল দৈনিক ইত্তেফাক পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্যও ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত।
২৪ ঘণ্টা/দুলু