Tag: প্রকাশক

  • আজ প্রকাশকের জন্মদিন

    আজ প্রকাশকের জন্মদিন

    পাঠক প্রিয় অনলাইন ২৪ ঘন্টা ডট নিউজের প্রকাশক নুর মোহাম্মদ রানার জন্মদিন আজ।

    নুর মোহাম্মদ রানা রাউজানের হলুদিয়া ইউনিয়নের উত্তর সর্তা গ্রামের মরহুম নুরুল ইসলামের পাঁচ সন্তানের মধ্যে বড় ছেলে।

    নুর মোহাম্মদ রানা সাংবাদিক,কলামিস্ট,প্রাবন্ধিক এবং সুফী বক্তা হিসেবে বেশ পরিচিত। তিনি দীর্ঘদিন বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির চট্টগ্রাম অফিসে রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে দৈনিক ভোরের দর্পন পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ২৪ ঘন্টা ডট নিউজের প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছে।

    তিনি আলামিয়া নুর ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান, চট্টগ্রাম রিপোটার্স ফোরামের সদস্য, সার্ক মানবাধিকার ফাউন্ডেনশন চট্টগ্রাম মহানগর কমিটির উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

    তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠন , ব্যক্তিবর্গ শুভেচ্ছা জানিয়েছেন।

    ব্যাক্তি জীবনে দুই পুত্র ও এক কণ্যা সন্তানের জনক। তার স্ত্রী একজন সু-গৃহিণী। ওনার আম্মাজান বেঁচে আছেন।

    ২৪ ঘন্টা ডট নিউজ পরিবার এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শুভ কামনা।আগামীর অগ্রযাত্রা সফলতার প্রত্যাশায় শুভ জন্মদিন।

    তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

  • আবরারের মৃত্যু:১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ

    আবরারের মৃত্যু:১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ

    কিশোর আলোর (কিআ) অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ‌্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

    ক্ষতিপূরণের অর্থ প্রথম আলো পত্রিকার প্রকাশক, সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদককে দিতে বলা হয়েছে। এই টাকা হস্তান্তর করতে বলা হয়েছে নিহত আবরার রাহাতের পরিবারের কাছে।

    নোটিশটি পাঠানো হয়েছে প্রথম আলোর প্রকাশক ও সম্পাদক, কিশোর আলোর সম্পাদক, তথ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর।

    রেসিডেনসিয়াল মডেল কলেজের সাবেক শিক্ষার্থী ওবায়েদ আহমেদের পক্ষে রবিবার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ফাইজুল্লাহ ফয়েজ এই নোটিশ পাঠান। নোটিশ প্রাপ্তির তিনদিনের মধ্যে প্রথম আলোর প্রকাশক, সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদকের কাছে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

    গত শুক্রবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে প্রথম আলো পত্রিকার সাময়িকী কিশোর আলোর জন্মদিনের অনুষ্ঠান দেখতে এসে নাইমুল আবরার রাহাত বিদ্যুতায়িত হয়ে মারা যায়। সেই অনুষ্ঠানে কনর্সাট চলছিল। নাইমুল আবরার ও তার অপর দুই বন্ধু মাঠের মাঝখানে বসে কনসার্ট শুনছিল। বিকাল সাড়ে ৫টার দিকে রাহাতের দুই বন্ধু আইসক্রিম আনার জন্য সেখান থেকে উঠে যায়। এরপর রাহাত বসা থেকে উঠতে গিয়ে পাশে থাকা তারের উপর পড়ে যায় এবং বিদ্যুতায়িত হয়। তখন তাকে উদ্ধার করে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।