বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে গীতিকার স্যামুয়েল হকের ‘স্যামুয়েলের ডায়েরি’।
বইটি প্রকাশ করেছে জি-সিরিজ প্রকাশনী। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন খাদেমুল জাহান। বইটির মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা। পাওয়া যাচ্ছে বাতিঘর প্রকাশনীর ৪৪৪-৪৫-৪৬ নম্বর স্টলে।
বইটি পড়লে বর্তমান প্রজন্ম দর্শন সম্পর্কে অনেককিছু জানতে পারবেন। যদিও এই বইয়ে লেখকের নিজস্ব কিছু কথা আছে। সেটা গল্পের ছলে লেখা হয়েছে। গল্প পড়তে পড়তে পাঠক কখন দর্শন সম্পর্কে জেনে ফেলবেন সেটা তারা টেরই পাবেন না।
বইটি মানব বোধকেও জাগ্রত করবে। যেখানে প্রাচীনতম জ্ঞানীদের অমৃতজ্ঞানের সঙ্গে বর্তমানের গভীর সংযোগ রাখা হয়েছে। সৃষ্টির আদি রহস্য নিয়ে মানুষের কৌতূহল চিরকাল। সে সব জিজ্ঞাসা বা রহস্যের সাবলীল উচ্চারণ রয়েছে এই গ্রন্থে।
পাঠকদের সমৃদ্ধ করতেই প্রকাশিত হলো লেখক স্যামুয়েল-এর দ্বিতীয় প্রকাশনা ‘স্যামুয়েলের ডায়েরি’।