Tag: প্রচারণা

  • মুজিববর্ষের কার্যক্রমের প্রচারণা সঠিকভাবে জানাতে সাংবাদিকদের প্রতি তথ্য সচিবের আহবান

    মুজিববর্ষের কার্যক্রমের প্রচারণা সঠিকভাবে জানাতে সাংবাদিকদের প্রতি তথ্য সচিবের আহবান

    মুজিব বর্ষের সকল কার্যক্রমের প্রচারণা সঠিকভাবে মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাতে সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন তথ্য সচিব কামরুন নাহার।

    আজ দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিকদের পক্ষ থেকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহবান জানান।

    বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন বন্ধ, নারী শিক্ষা ও সরকারের শিশুবান্ধব কর্মসূচি জনগণের কাছে যথাযথবাবে তুলে ধরার আহবান জানিয়ে কামরুন নাহার আরো বলেন, তথ্য মন্ত্রণালয় গুজব প্রতিরোধে কাজ করছে।ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত বিশ্বের কাতারের একটি দেশ। সংবাদ কর্মীদের দ্ক্ষতা উন্নয়নে ও জীবনযাত্রার মান উন্নত করতে কাজ করছে সরকার।

    টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তারী কাদেরী, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

  • মেয়র প্রার্থী তাপসের নির্বাচনী প্রচারণা শুরু

    মেয়র প্রার্থী তাপসের নির্বাচনী প্রচারণা শুরু

    প্রতীক পেয়েই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

    ঢাকা দক্ষিণের ৭০ নম্বর ওয়ার্ড ডেমরা আমুলিয়া মডেল টাউন, মেহেন্দিপুর বাজার, মীরবাগ থেকে তিনি আজ নির্বাচনী প্রচারণা শুরু করেন।

    প্রচারণায় নিজে উপস্থিত থেকে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চান ফজলে নূর তাপস। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সর্বস্তরের মানুষ।

    এর আগে শুক্রবার সকালে গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে দক্ষিণের মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। ফজলে নূর তাপস নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

  • নির্বাচনে যোগ্য প্রার্থী থাকতেও বিএনপি বাইরে থেকে প্রার্থী ইনপোর্ট করেছে-মোছলেম উদ্দিন

    নির্বাচনে যোগ্য প্রার্থী থাকতেও বিএনপি বাইরে থেকে প্রার্থী ইনপোর্ট করেছে-মোছলেম উদ্দিন

    ২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রাম-৮ আসনে উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, বিএনপির অনেক যোগ্য ব্যক্তি থাকা শর্তেও আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে বাইরের এক ব্যক্তির সাথে। চাল ডালের সংকট হলে জানি বাইরে থেকে আমদানি করতে হয়। এখন বিএনপিও বাইরে থেকে প্রার্থী ইনপোর্ট করেছে।

    তিনি বলেন, এ এলাকায় মোরশেদ খান, এরশাদ উল্লাহ, খলিল খানের মতো ব্যক্তি ছিলো তাদের মনোয়ন দেয়নি। এলাকার ছেলে হিসেবে দলমত নির্বিশেষে সবাই ভোট দেবেন এ দাবি আমি করতে পারি। আমি এমপি হলে শুধু আওয়ামী লীগের হবো না, সবার জন্যই কাজ করবো। এ নির্বাচনে রাজনৈতিক বিবেচনা করে নয়, উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন।

    সোমবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ও পোপাদিয়া ইউনিয়নে জনসংযোগকালে তিনি এ কথা বলেন।

    মোছলেম উদ্দিন বলেন, নির্বাচিত হলে কালুরঘাট নতুন সেতু এক বছরের মধ্যে দৃশ্যমাণ করার পাশাপাশি এ এলাকায় অর্থনৈতিক জোন স্থাপন করবো। অর্থনৈতিক জোন হলে এ এলাকার লাখো মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। মোছলেম উদ্দিন

    কালুরঘাটে নতুন রেল সেতু পাশাপাশি সড়ক সেতু দৃশ্যমাণ করার লক্ষে এ উপ নির্বাচন গুরুত্বপূর্ণ জানিয়ে চরণদ্বীপ মসজিদঘাট এলাকায় আয়োজিত এক পথ সভায় তিনি বলেন, সেতু নির্মাণের যাবতীয় প্রক্রিয়া সরকার হাতে নিয়েছে এখন কাজ শুরু করার পালা।

    ঠিক এ সময়ে গত ৭ নভেম্বর সাংসদ মঈন উদ্দিন খান বাদল মৃত্যু বরণ করেন। তাঁর এ শুণ্য আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছে।

    নির্বাচনী এ প্রচারণায় সাথে ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোকারম, আওয়ামী লীগ নেতা জহিরুল আলম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান এসএম জসিম, শামসুল আলম, জাসদ নেতা সৈয়দুল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক জহুরুল ইসলাম জহুর, প্যানেল মেয়র এসএম মিজানুর রহমান, দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এসএম বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফ মহিন, ইউপি সদস্য বেলী আকতার, উপজেলা যুবলীগ সভাপতি আবদুল মান্নান, আওয়ামী লীগ নেতা মো. ইউনুছ ও আবদুল মান্নান।মোছলেম উদ্দিন

    এছাড়া ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত বেশ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন মোছলেম উদ্দিন।